আজ মাফিকেং সিতলাগলের শহরে ও লোকেশনে তল্লাশি চালিয়েছে হোম এফেয়ার্স এর ইমিগ্রেশন পুলিশ। মূলত সকল অভিবাসীদের কাছে সাউথ আফ্রিকাতে বসবাসের জন্য বৈধ কাগজপত্র আছে কিনা তা দেখার জন্যই এ অভিজান। এক অভিবাসীর এসাইলুম পেপারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারনে তাকে আটক করে নিয়ে যায়। মাফিকেং থেকে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশি ব্যবসায়ী জনাব রাসেল।
![]() |
| ছবি : প্রতিকী |

Comments
Post a Comment