টিকিট না কেটে চিড়িয়াখানায় ঢুকতে গিয়ে বাঘের মুখের খাবারে পরিণত হয়েছেন এক ব্যক্তি। রবিবার চীনের পূর্বাঞ্চলে নিঙবো এলাকার ইয়োনগর চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।
বাঘের হামলায় আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির নাম ঝাং। তিনি হুবে প্রদেশের বাসিন্দা।
১০ ফুট উঁচু দেয়াল টপকালেন তিনি। পড়বি তো পড় একেবারে বাঘের সীমানায়। হাতের কাছে এমন খাবার পেয়ে বাঘ কী আর ছাড়ে! হামলে পড়ল ওই ব্যক্তির ওপর। এ ঘটনার পর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি টিভি চ্যানেল সূত্রে বলা হয়, সোমবার পর্যন্ত চিড়িয়াখানা বন্ধ রাখা হবে।
স্থানীয় সময় বেলা দুইটার দিকে চিড়িয়াখানায় ওই হামলার ঘটনা ঘটে। দর্শনার্থীদের অনেকেই বাঘের হামলার দৃশ্যের ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে মাটিতে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তিনি নীল রঙের পোশাক পরেছিলেন। একটি বাঘ হা করে তাঁর গলা ও মাথার কাছে ঘুরছিল। আরও দুটি বাঘ ওই ব্যক্তিকে ঘিরে রেখেছিল। এরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুটি বাঘ পালিয়ে যায়। একটি বাঘ লোকটিকে কামড়াতে থাকে। পরে বাঘটিকে গুলি করে মেরে ফেলে স্থানীয় পুলিশের বিশেষ দল।
Comments
Post a Comment