আজ ক্রোনস্টাডে পুলিশের হাতে আটক হয় তিন ডাকাত। ক্রোনস্টাড পুলিশ আজ এন ওয়ান হাই ওয়েতে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি করছিল। তখন পুলিশ একটি
মাইক্রোবাস থামিয়ে তাতে তল্লাশি চালায়। সে সময় পুলিশ গাড়ির ভেতর দেখতে পায় একের অধিক এলইডি টিভি। পুলিশ টিভি গুলোর বৈধ কাগজ দেখতে চাইলে তারা তা দেখাতে পারেনি। পুলিশ তখন গাড়ির ভেতর থেকে খুঁজে পায় দুটি গাটির নাম্বার প্লেট। পুলিশের হাত থেকে রক্ষা পেতে ডাকাত দল পুলিশ কে দুই হাজার রেন্ড ঘুষ দিতে চায়। কিন্তু পুলিশ দুই হাজার টাকায় খুশি না হয়ে তাদের আটক করে গাড়ি সহ থানায় নিয়ে আসে
মাইক্রোবাস থামিয়ে তাতে তল্লাশি চালায়। সে সময় পুলিশ গাড়ির ভেতর দেখতে পায় একের অধিক এলইডি টিভি। পুলিশ টিভি গুলোর বৈধ কাগজ দেখতে চাইলে তারা তা দেখাতে পারেনি। পুলিশ তখন গাড়ির ভেতর থেকে খুঁজে পায় দুটি গাটির নাম্বার প্লেট। পুলিশের হাত থেকে রক্ষা পেতে ডাকাত দল পুলিশ কে দুই হাজার রেন্ড ঘুষ দিতে চায়। কিন্তু পুলিশ দুই হাজার টাকায় খুশি না হয়ে তাদের আটক করে গাড়ি সহ থানায় নিয়ে আসে
Comments
Post a Comment