ফেনীর দাগনভূইয়াতে বিবি কুলসুম ঝর্ণা (৩৫)নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।রবিবার দিবাগত রাতে দক্ষিন আলীপুর গ্রামের ছমির মুন্সি হাটের নেজাম উদ্দিন মালের বাড়িতে এঘটনা ঘটে।নিহত গৃহবধু ওই গ্রামের ওমান প্রবাসী ওলি উল্যাহর স্ত্রী।
নিহতের ভাগিনা শাহাদাত হোসেন জানান, ওই দিন রাত আনুমানিক ২টার দিকে ৫-৬ জন সন্ত্রাসী সিঁদ কেটে ঘরে প্রবেশ করলে তাদের চিনে পেলে তাকে খাটের উপর ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে জবাই করে হত্যা করে।তিনি দাবী করেন তিন মাসের একটা বাচ্চা ছিল যার কারনে রাতে ওই ঘরে বাতি জালানো থাকায় সন্ত্রাসীদের চিনার কারনে তাকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে পরে নিহতের ছেলে
আবিদ হাছান সিয়াম শৌর চিকৎকার দিলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
তবে দুর্বৃত্তরা এসময় ঘরের কোন মালামাল নেয়নি।নিহত বিবি কুলসুম তিন সন্তানের জননী।খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহসহ কিছু আলামত উদ্ধার করে।দাগনভূইয়া থানার ওসি আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Comments
Post a Comment