কক্সবাজারের রামুর অনুপম বড়ুয়া (২৮) কাতারের দোহায় গ্যাস বিস্ফোরণে মারা গেছেন। কাতারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাতটার সময় তার মৃত্যু হয়।
অনুপম রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্বরাজারকুল বড়ুয়া পাড়ার বিধু বড়ুয়ার ছেলে। এদিকে মৃত্যুর খবর জানার পর থেকে তার বাড়িতে আহাজারি চলছে।
জানায়ায়, গত ১৪ জানুয়ারি কর্মস্থলেই অনুপম দুর্ঘটনায় গুরুতর আহত হন। তেলের ড্রাম কাটতে গিয়ে ড্রামের ভেতরে জমে যাওয়া গ্যাসের বিস্ফোরণে অনুপম গুরুতর আহত হন। এ সময় তার শরীর ঝলসে যায়। প্রায় দুই সপ্তাহ সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। প্রবাসী প্রতিবেশীদের সহযোগিতায় লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
Comments
Post a Comment