Skip to main content

বগুড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের সময় আটক ৯ যুবক ১১ যুবতী



দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় অনেকটা প্রকাশ্যেই চলে আসছিলো অসামাজিক কার্যকলাপ। অবশেষে বগুড়া সদর উপজেলার শিবগঞ্জের মহাস্থান বাসষ্ট্যান্ড বন্দরে নুরজাহান অাবাসিক পার্ক নামক বোর্ডিংয়ে অসামাজিক কর্মকান্ড রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন শিবগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০মার্চ) দুপুর ১টায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় জনতাকে বাইরে দাঁড়িয়ে উতফুল্ল কণ্ঠে শ্লোগান দিতে দেখা যায়।

সুত্রমতে, আটক কয়েকজন যুবক-যুবতী স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষার্থী। তারা টাকার বিনিময়ে এখানে এসে নিজেদের প্রেমিক-প্রেমিকা নিয়ে সময় কাটাতো।

অভিযানের সময় ওই বোর্ডিং এর ম্যানাজার মোজাফ্ফার রহমান সহ ৯ জন যুবক ও ১১-যুবতীকে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে আটক করে শিবগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ।

অভিযানের পর স্থানীয় ব্যবসায়ি করিম মিয়ার দোকানে আলাপকালে কলেজছাত্র রাকিব ও শিমুল সময়ের কণ্ঠস্বরকে  জানান, এই বোর্ডিং এ অবাধে যৌন ব্যবসার দরুন অনেক উঠতি বয়সের তরুন যুবক বিপথে চলে যাচ্ছিলো। নানা রকম অপরাধ সংঘঠিত হয়ে আসছিলো। স্থানীয় স্কুল- কলেজের মেয়েরাও বিভিন্ন ফাঁদে পড়ে এমনকি স্বেচ্ছায় বাড়তি টাকা উপার্জনের আশায় আসছিলো এখানে। আজকের এমন অভিযানকে তারা স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি অনুরোধ রেখে বলেন, ভবিস্যতেও এমন অভিযান অব্যাহত রাখার কথা।

এলাকাবাসী জানায়, ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতান এর মাযারের পবিত্রতা নষ্ট করে মাযারের সামনে অবস্থিত নুরজাহান অাবাসিক পার্ক বোর্ডিং এর অন্তরালে প্রতিদিন যৌন ব্যবসা চলতো। বোর্ডিং এর মালিক প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পেত না।


পুলিশ অাজ সেখানে অভিযান চালিয়ে যৌনকর্মীসহ খদ্দের অাটক করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইদ মাহমুদ খান এর সাথে কথা বললে তিনি সত্যতা নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে  জানান, অাটককৃতদের জেল হাজতে পাঠানোর প্রস্ততি চলছে। এবং মহাস্থান বাসষ্ট্যান্ড বন্দর নুরজাহান পার্ক প্লাজায় অপকর্ম রোধে তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

মধ্যরাতে কণ্ঠশিল্পী আসিফ গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার হয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। রাত দুইটার দিকে খবরটি নিশ্চিত করেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিন। তার করা একটি মামলাতেই গ্রেপ্তার হন আসিফ। জানা যায়, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম তাকে গ্রেফতার করে। এ বিষয়ে শফিক তুহিনের কাছে জানতে চাওয়া হলে তিনি আগামিকাল(বুধবার) কথা বলবেন বলে জানান। এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছেে। মামলায় আসিফ আকবর ছাড়াও আরও ৪/৫ জন অজ্ঞাত আসামির নাম রয়েছে। আসিফকে শিগগির আদালতে সোপর্দ করা হবে।

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবা‌সী বি‌রোধী সমা‌বেশ

নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবাসী বি‌রোধী সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে প্রি‌টো‌রিয়ার ‘মা‌মে‌লো‌ডি স‌চেতন নাগ‌রিক’। অ‌বৈধ অ‌ভিবাসী‌দের দেশ‌ থে‌কে বের ক‌রে দেয়ার দা‌বি‌তে আগা‌মি ২৪ ফেব্রুয়া‌রি শুক্রবার এ সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি। স্থানীয় সময় সকাল ১১টায় সি‌টি হ‌লে সমা‌বেশ‌টি হ‌বে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত  একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি,  নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ  (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে,  নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...