দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় অনেকটা প্রকাশ্যেই চলে আসছিলো অসামাজিক কার্যকলাপ। অবশেষে বগুড়া সদর উপজেলার শিবগঞ্জের মহাস্থান বাসষ্ট্যান্ড বন্দরে নুরজাহান অাবাসিক পার্ক নামক বোর্ডিংয়ে অসামাজিক কর্মকান্ড রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন শিবগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০মার্চ) দুপুর ১টায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় জনতাকে বাইরে দাঁড়িয়ে উতফুল্ল কণ্ঠে শ্লোগান দিতে দেখা যায়।
সুত্রমতে, আটক কয়েকজন যুবক-যুবতী স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষার্থী। তারা টাকার বিনিময়ে এখানে এসে নিজেদের প্রেমিক-প্রেমিকা নিয়ে সময় কাটাতো।
অভিযানের সময় ওই বোর্ডিং এর ম্যানাজার মোজাফ্ফার রহমান সহ ৯ জন যুবক ও ১১-যুবতীকে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে আটক করে শিবগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ।
অভিযানের পর স্থানীয় ব্যবসায়ি করিম মিয়ার দোকানে আলাপকালে কলেজছাত্র রাকিব ও শিমুল সময়ের কণ্ঠস্বরকে জানান, এই বোর্ডিং এ অবাধে যৌন ব্যবসার দরুন অনেক উঠতি বয়সের তরুন যুবক বিপথে চলে যাচ্ছিলো। নানা রকম অপরাধ সংঘঠিত হয়ে আসছিলো। স্থানীয় স্কুল- কলেজের মেয়েরাও বিভিন্ন ফাঁদে পড়ে এমনকি স্বেচ্ছায় বাড়তি টাকা উপার্জনের আশায় আসছিলো এখানে। আজকের এমন অভিযানকে তারা স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি অনুরোধ রেখে বলেন, ভবিস্যতেও এমন অভিযান অব্যাহত রাখার কথা।
এলাকাবাসী জানায়, ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতান এর মাযারের পবিত্রতা নষ্ট করে মাযারের সামনে অবস্থিত নুরজাহান অাবাসিক পার্ক বোর্ডিং এর অন্তরালে প্রতিদিন যৌন ব্যবসা চলতো। বোর্ডিং এর মালিক প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পেত না।
পুলিশ অাজ সেখানে অভিযান চালিয়ে যৌনকর্মীসহ খদ্দের অাটক করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইদ মাহমুদ খান এর সাথে কথা বললে তিনি সত্যতা নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে জানান, অাটককৃতদের জেল হাজতে পাঠানোর প্রস্ততি চলছে। এবং মহাস্থান বাসষ্ট্যান্ড বন্দর নুরজাহান পার্ক প্লাজায় অপকর্ম রোধে তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।
Comments
Post a Comment