কুয়েতের জিলিব আল সুয়েখে অবস্থিত হাসাবিয়া মসজিদটিই হল কুয়েত বাংলাদেশি প্রবাসীদের গড়া সবচেয়ে বড় মসজিদ। আর এ মসজিদেই বাংলাদেশীদের সবচেয়ে বড় নামাজের জামাতটি অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বড় জুমার নামাজ ও দুই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
কুয়েত সরকারের অনুমোদিত এই মসজিদসহ একাধিক মসজিদে জুমার মূল আরবী খুতবার আগে বাংলাতেও তার ভাষান্তর করে পাঠ করা হয়। মসজিদটিতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে চার হতে পাঁচ হাজারের মতো মুসল্লি নামাজ আদায় করেন। আর প্রতি শুক্রবার জুমার নামাজসহ দুই ঈদের নামাজের জামাতে দশ থেকে ১২হাজার পর্যন্ত মুসল্লি জমায়েত হয়।
এসব মসজিদ ছাড়াও কুয়েতের বাংলাদেশী অধ্যূষিত এলাকায় জুমার নামাজে বাংলা খুতবা পাঠ করা হয়। কুয়েতের মাহবুল্লা, মুরগাবসহ একাধিক মসজিদে বাংলায় খুতবা পড়া হলেও হাসাবিয়ার মুসল্লি সংখ্যা সবচেয়ে বেশি হয়।
পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি শুক্রবার জুমার নামাজ ও দুই ঈদের নামাজ জামাতে আদায় করার জন্য এই মসজিদে বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকরাও শরীক হন।
Comments
Post a Comment