মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার সদরের ছয় নম্বর ওয়ার্ডের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় ১২টা ১০ থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত বিকট শব্দে তিনটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। এছাড়া টানা চলছে গুলি। আহত হয়েছেন একজন পুলিশ সদস্য।
শুক্রবার (৩১ মার্চ) সকালে ৯টা ৫২ মিনিটের দিকে ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু করেন সোয়াট সদস্যরা।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহজালাল বাংলানিউজকে বলেন, জেলা পুলিশের সদস্য কাওসার জঙ্গি আস্তানার দিকে টিয়ার শেল মারছিলেন। এসময় আহত হয়েছেন তিনি। তবে ঠিক কীভাবে আহত হয়েছেন তা বলতে পারছি না। তাকে অ্যাম্বুলেন্সে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে আরও চারটি অ্যাম্বুলেন্স ও অতিরিক্ত পুলিশ সদস্যদের যেতে দেখা গেছে।
Comments
Post a Comment