চট্টগ্রামের হাটহাজারীতে নতুন স্থাপনকৃত নলকূপ থেকে পানির বদলে গ্যাস বের হচ্ছে।
বৃহস্পতিবার হাটহাজারী পৌরসভার মিরের খিল গ্রামের লোকজন বিষয়টি জানতে পারে।
স্থানীয়রা জানান, তিনদিন আগে মিরের খিল গ্রামের ইউসুফ মেম্বার বাড়ির মো. ফয়জুল্লাহ নামে এক ব্যক্তি সদ্য ক্রয়কৃত জায়গায় ৬০০ ফুট গভীরের নলকূপ স্থাপন করেন।
বৃহস্পতিবার এলাকার কয়েকজন যুবক নলকূপের পাশে শোঁ শোঁ আওয়াজ শুনতে পান।
ওই এলাকার বাসিন্দা হাটহাজারী কলেজের অফিস সহকারী ইফতেখার উদ্দিন জানান, যুবকরা বিষয়টি জানালে রাতে নলকূপের সঙ্গে আরেকটি পাইপ জোড়া লাগিয়ে আগুন দিতেই তা জ্বলতে শুরু করে।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।
এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী জনতা তা দেখতে নলকূপের আশেপাশে ভিড় করেন।
Comments
Post a Comment