টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর এলাকায় ছেলে হজরত আলীকে (২৪) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন হালেমা বেগম (৪৮)। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত হজরত আলী ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ভূইয়া সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার ভোরে নেশা করে মাতাল অবস্থায় তার মাকে ধর্ষণের চেষ্টা করেন হজরত। এসময় মা হালেমা বেগম ঘরে থাকা কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় মা হালেমা বেগম স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলেও জানান ওসি।
Comments
Post a Comment