লাইভ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইন্দোনেশিয়ার জনপ্রিয় কারি শেখ জা’ফর আবদুল রহমান। বুধবার দেশটির সোশ্যাল অ্যাফেয়ার্স মন্ত্রী খফিফা ইন্দার পারায়ানসার উপস্থিতিতে সূরা আল মূলক তেলাওয়াত করার সময় তিনি মারা যান। পরে তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেয়া হয়। কিন্তু ততক্ষণে তার প্রাণ পাখি ত্যাগ করেছে দেহ নামের খাঁচা। সংযুক্ত আরব আমিরাতের খলীজ টাইমসে প্রকাশিত খবরে বলা হয়েছে, আবদুল রহমান হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে মারা যান। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এরই মধ্যে কোরআন তেলাওয়াত করতে করতে আবদুল রহমানের মৃত্যুর কোলে ঢলে পড়ার ভিডিওটি ভাইরাল হয় গেছে। আবদুল রহমানের এমন মৃত্যুকে সম্মানজনক উল্লেখ করে বিভিন্ন মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
লাইভ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইন্দোনেশিয়ার জনপ্রিয় কারি শেখ জা’ফর আবদুল রহমান। বুধবার দেশটির সোশ্যাল অ্যাফেয়ার্স মন্ত্রী খফিফা ইন্দার পারায়ানসার উপস্থিতিতে সূরা আল মূলক তেলাওয়াত করার সময় তিনি মারা যান। পরে তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেয়া হয়। কিন্তু ততক্ষণে তার প্রাণ পাখি ত্যাগ করেছে দেহ নামের খাঁচা। সংযুক্ত আরব আমিরাতের খলীজ টাইমসে প্রকাশিত খবরে বলা হয়েছে, আবদুল রহমান হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে মারা যান। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এরই মধ্যে কোরআন তেলাওয়াত করতে করতে আবদুল রহমানের মৃত্যুর কোলে ঢলে পড়ার ভিডিওটি ভাইরাল হয় গেছে। আবদুল রহমানের এমন মৃত্যুকে সম্মানজনক উল্লেখ করে বিভিন্ন মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
Comments
Post a Comment