Skip to main content

লাশ হয়ে দেশে ফিরলো মালয়েশিয়া প্রবাসী জাকির




কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ছেলে জাকির হেসেন৷কলিং ভিসায় মালয়েশিয়ায় এসেছিল ২০০৭ সালে৷ ফ্যাক্টরি শ্রমিক হিসেবেই প্রবাস জীবন শুরু করেছিলো মালয়েশিয়ারর জহুর প্রদেশর তামান আইরভিরু এলাকায়৷ প্রথম এসে যদিও অনেক ভোগান্তির শিকার হয়েছে সাপ্লাই কোম্পানীতে, তবে আস্তে আস্তে মানিয়ে নিয়েছিল সে৷ প্রায় ৪ বছর ঐ কোম্পনীতে কাজ করে। তারপর একটা সময় ঐ কোম্পানী থেকে পালিয়ে যায় জাকির৷বেশ কয়েক মাস নিখোঁজ থাকার পর, জাকির আবারো ফিরে আসে জহুর বারু এলাকায়৷কিন্তু ততদিনে তার ওয়ার্ক পারমিট (ভিসা)’র মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। আর নতুন করে নবায়ন সম্ভব নয়।অবৈধ হওয়ায় কোম্পানী আর তাকে গ্রহণ করতে রাজি হয়নি৷এখানে সেখানে কিছুদিন কাজ করলেও, পরে একটা মোটরবাইক কিনে মোবাইল সিম কার্ড, কার্ড রিচার্জের ব্যবসা শুরু করে জাকির৷ সে ব্যবসা একটা সময় খুচরা থেকে পাইকারি ব্যবসায়ে রূপ নেয়৷এভাবে বেশ কয়েক বছর পর, বর্তমানে চলতে থাকা রিহায়ারিং প্রোগ্রামের আওতায় ফিঙ্গার প্রিন্ট করে প্রতিষ্ঠানিকভাবে মুদিসহ মিনি মার্কেট চালু করে জাকির৷ গত ১২ জানুয়ারি রাতে দোকান বন্ধ করে বন্ধুদের সাথে দেখা করার উদেশ্যে মোটরবাইক নিয়ে বের হয়ে দোকান থেকে ১০ মিনিটের দূরত্বে এসেই মর্মান্তির দূর্ঘটনার শিকার হয় জাকির৷প্রতক্ষদর্শীরা জানায়, রাত প্রায় ১১ টার সময় রাস্তার মোড় ঘোরার সময় মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা পুলিশের সহযোগিতায় জহুরবারু সুলতান ইসমাইল হাসপাতালে নিয়ে যায় জাকিরকে৷মারাত্মক এ দূর্ঘটনায় জাকিরের শরীরের বিভিন্ন অংশে জখমের সাথে সাথে ঘাড় ও কোমরের হাড় ভেঙ্গে গিয়েছিল। রাতেই খবর পেয়ে জাকিরের দু:সম্পর্কের এক মামা হাসপাতালে হাজির হয়ে চিকিৎসকদের সাথে কথা বলে উন্নত চিকিৎসা দেয়ার আহবান জানান৷ শুধু তাই নয়, শাহ জালাল তার ভাগ্নের চিকিৎসার সকল খরচ নিজেই বহন করেন। কিন্তু শেষ রক্ষা হলো না৷বেশ কয়েকটা অপারেশন করার পরও কোন উন্নতি হয়নি। টানা ৮ দিন হাসপাতালের আইসিউ’তে থেকে গত ২১ জানুয়ারি না ফেরার দেশে চলে যায় জাকির হোসেন। সর্বশেষে তার মরদেহ পরিবারের কাছে পৌঁছানো পর্যন্ত শাহ জালালের ভূমিকা ছিল অপরিসীম।

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

ভেলকমে ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

আজ সন্ধ্যা ৮টা বাজে সাউথ আফ্রিকার ফ্রি ষ্টেটের ভেলকমে ডাকাতের গুলিতে  শাকিল নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। জানা যায় শাকিল তখন দোকানের কাউন্টারে অবস্থান করছিলেন। সে সময় একদল ডাকাত হানা দেয় দোকানে। নিহত শাকিল শাকিল কাউন্টার থেকে সব টাকা দিয়ে দেয় ডাকাতদের কিন্তু টাকা দেওয়ার পরেও ডাকাত দল তাকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে শাকিল ঘটনাস্থলেই মারা যায়। তিনি গত এক বছর আগে বাংলাদেশ থেকে সাউথ আফ্রিকায় আসে। তার গ্রামের বাড়ি ফেনী দাগনভূঞা।

প্রধানমন্ত্রীর নামে ফেসবুকে নকল ৭৫২ আইডি বন্ধ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা ৭৫২টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টসহ মোট ১৩৩২টি অ্যাকাউন্ট বন্ধ করেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। গত কয়েকদিনে এসব অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়। এনটিএমসির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত বছরের ১৯ আগস্ট দৈনিক যোগফলের সম্পাদক আসাদুল্লাহ বাদল একটি পর্যবেক্ষণ মূলক প্রতিবেদন লিখে প্রকাশ করেছিলেন যোগফলে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত অনেক নেতাকর্মীরাও এসব নকল আইডিতে দেওয়া পোস্ট শেয়ার করতেন। এনটিএমসি জানিয়েছে, একটি সংঘবদ্ধ কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গুজব সৃষ্টি ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্টে সক্রিয় হয়ে উঠেছে। জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং ব্যক্তিগত সুবিধা হাসিলের উদ্দেশে দুষ্কৃতিকারীরা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার নামে ভুয়া আইডি ও পেজ খুলে ক্রমাগত অপপ্রচার চালিয়ে আসছিল। এমনকি প্রধানমন্ত্রী ও তার পরিবারবর্গের নামে ভুয়া আইডি/ পেজ খুলে মিথ্যা ও মানহানিকর প্রোপাগান্ডা ছড়িয়ে দেশ ও বিদেশে সরকারের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টায় লিপ্ত ছিল। ফেসবুকে গুজব ও অপপ্রচার রোধে ন্যাশনাল টেলিকমিউন...