মাগুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ৫ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।
মাগুরার শালিখা উপজেলার দক্ষিণ শরুশুনা গ্রামে এ ঘটনা ঘটে। শালিখা উপজেলার দক্ষিণ শরুশুনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে এ মামলা হয়েছে। ভুক্তভোগী মেয়েটি একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
মেয়েটির পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ করে মেয়েটি পেটে প্রচন্ড ব্যাথা অনুভব করলে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়। পরবর্তীতে আল্ট্রাসোনগ্রাফী করার পর ধরা পড়ে সে ৫ মাসের অন্তঃসত্ত্বা। পরে মেয়েটি তার মায়ের কাছে সব কথা খুলে বলে।
এ ব্যাপারে মাগুরা শালিখা থানার ওসি রবিউল হোসেন জানান, সোমবার মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির মেডিক্যাল চেকআপ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবরের সন্ধানে
Comments
Post a Comment