মাগুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ৫ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।
মাগুরার শালিখা উপজেলার দক্ষিণ শরুশুনা গ্রামে এ ঘটনা ঘটে। শালিখা উপজেলার দক্ষিণ শরুশুনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে এ মামলা হয়েছে। ভুক্তভোগী মেয়েটি একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
মেয়েটির পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ করে মেয়েটি পেটে প্রচন্ড ব্যাথা অনুভব করলে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়। পরবর্তীতে আল্ট্রাসোনগ্রাফী করার পর ধরা পড়ে সে ৫ মাসের অন্তঃসত্ত্বা। পরে মেয়েটি তার মায়ের কাছে সব কথা খুলে বলে।
এ ব্যাপারে মাগুরা শালিখা থানার ওসি রবিউল হোসেন জানান, সোমবার মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির মেডিক্যাল চেকআপ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আল হাসসা, ২৬ এপ্রিল- শূন্যে ভাসে এমন পাথরের ছবি বা ভিডিও আমরা অনেকে দেখেছি। যার মধ্যে কিছু কিছু ছবি দেখেছি এডিট করা। সত্য-মিথ্যা সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে লোকমুখে শোনা যায়, সৌদি আরবের আল হাসসা শহরের লাইলি-মজনুর পাহাড় বলে পরিচিত স্থানে যাওয়ার সময় রাস্তার পাশে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দু’টি পাথর। এটি এমন পাথর যা কি না শূন্যে ভাসে- মাটি থেকে সামান্য উপরে। তবে এ পাথরের সত্যতা জানতে গিয়ে নানাজনের কাছে নানারকম তথ্য পাওয়া যায়। কারো কারো মতে, একজন মুজাহিদকে নিষ্ঠুরভাবে ওই পাথরের উপর গুলি করে মেরে ফেলা হয়। আর সেই ঘটনাটি ছিল এপ্রিল মাসের দিকে। আর তারপরই প্রতিবছর এপ্রিল মাসের নির্দিষ্ট দিনে পাথরটি আধাঘণ্টা মাটির উপর ভাসমান অবস্থায় থাকে। এর চেয়েও অবাক করা বিষয় হলো, যখন পাথরটি শূন্যে ভেসে ওঠে; তখন পাথরটির গায়ে লেগে থাকা রক্ত তাজা দেখায়। এমনকী তা উজ্জ্বল হয়ে গাঢ় বর্ণ ধারণ করে থাকে। পাথরে লেগে থাকা এই রক্ত স্থানীয়রা অনেকবার মুছে ফেলার চেষ্টা করেছেন কিন্তু তা সম্ভব হয়নি। পরবর্তীতে আবারও পাথরের গায়ে রক্ত দেখা যায়। (তবে আমি তেমন কোনো রক্ত দেখিনি) অন্যরা বলেন, ৬২১ খ্রিষ্টাব্দের এক ...
Comments
Post a Comment