গেলবারের মতো নয়, এবারের আইপিএল মিশন শেষ করে নীরবে দেশে ফিরলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
বুধবার বিকেলে ভারত থেকে ফেরেন মুস্তাফিজ। তবে এবার গতবারের মতো ফুলের তাজ নিয়ে অপেক্ষা ছিল না কেউ।
গত মৌসুমে প্রথমবার আইপিএল খেলতে গিয়েই সাড়া জাগিয়েছিলেন মুস্তাফিজ। একের পর এক ম্যাচে দারুণ বোলিংয়ে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে রেখেছিলেন বড় অবদান। নিজে পেয়েছিলেন টুর্নামেন্টের ইমার্জিং ক্রিকেটারের স্বীকৃতি।
এবারও দারুণ কিছুর আশায় মুস্তাফিজ মাঠে নেমেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। তবে ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকায় আর কোনো ম্যাচে সুযোগ পাননি তিনি।
এদিকে ত্রি-দেশীয় ও চ্যাম্পিয়ন্স লিগ খেলতে শুক্রবারই দেশ ছাড়ার কথা মুস্তাফিজ ও সাকিবের।
আল হাসসা, ২৬ এপ্রিল- শূন্যে ভাসে এমন পাথরের ছবি বা ভিডিও আমরা অনেকে দেখেছি। যার মধ্যে কিছু কিছু ছবি দেখেছি এডিট করা। সত্য-মিথ্যা সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে লোকমুখে শোনা যায়, সৌদি আরবের আল হাসসা শহরের লাইলি-মজনুর পাহাড় বলে পরিচিত স্থানে যাওয়ার সময় রাস্তার পাশে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দু’টি পাথর। এটি এমন পাথর যা কি না শূন্যে ভাসে- মাটি থেকে সামান্য উপরে। তবে এ পাথরের সত্যতা জানতে গিয়ে নানাজনের কাছে নানারকম তথ্য পাওয়া যায়। কারো কারো মতে, একজন মুজাহিদকে নিষ্ঠুরভাবে ওই পাথরের উপর গুলি করে মেরে ফেলা হয়। আর সেই ঘটনাটি ছিল এপ্রিল মাসের দিকে। আর তারপরই প্রতিবছর এপ্রিল মাসের নির্দিষ্ট দিনে পাথরটি আধাঘণ্টা মাটির উপর ভাসমান অবস্থায় থাকে। এর চেয়েও অবাক করা বিষয় হলো, যখন পাথরটি শূন্যে ভেসে ওঠে; তখন পাথরটির গায়ে লেগে থাকা রক্ত তাজা দেখায়। এমনকী তা উজ্জ্বল হয়ে গাঢ় বর্ণ ধারণ করে থাকে। পাথরে লেগে থাকা এই রক্ত স্থানীয়রা অনেকবার মুছে ফেলার চেষ্টা করেছেন কিন্তু তা সম্ভব হয়নি। পরবর্তীতে আবারও পাথরের গায়ে রক্ত দেখা যায়। (তবে আমি তেমন কোনো রক্ত দেখিনি) অন্যরা বলেন, ৬২১ খ্রিষ্টাব্দের এক ...
Comments
Post a Comment