রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার একটি গ্যারেজে থেকে বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। জব্দ করা গাড়িটির আনুমানিক মূল্য প্রায় চারকোটি টাকা। বুধবার গাড়িটি জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান
বলেন, ‘গোয়েন্দা তথ্যে জানা যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার ১৫ নম্বর বাড়ির গ্যারেজে কার্নেট ডি প্যাসেজ সুবিধায় নিয়ে আসা একটি বিএমডব্লিউ গাড়ি লুকিয়ে রাখা হয়েছে। ওই গ্যারেজে অভিযান চালিয়ে কালো রংয়ের বিএমডব্লিউ এক্স-৫ গাড়িটি জব্দ করা হয়।’
মইনুল খান আরও জানান, কাস্টম হাউস চট্টগ্রামের কারনেট সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে দেখা যায়, যুক্তরাজ্য প্রবাসী আলী নূর ইসলাম ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি কারনেট নং সিসিএক্স-৫০২০৬৪ এর মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে তিন মাসের মধ্যে পুনঃরপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় গাড়িটি খালাস নিয়েছিলেন। জব্দ করা গাড়িটিতে ঢাকা মেট্রো-ঘ-১৪-১৭৬০ এনালগ নম্বর প্লেট সংযুক্ত ছিল।
কাস্টম হাউস চট্টগ্রামের নথি অনুযায়ী গাড়িটির উপর প্রযোজ্য শুল্ক করাদি তিন কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৭৫৮ দশমিক ৫৫ টাকা। গাড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, বলেও জানান মইনুল খান।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment