জাপান তৈরি করল বিশ্বের দ্রুততম রেলগাড়ি। এটি ঘন্টায় ৩১১ মাইল গতিতে ছুটতে পারে। পরীক্ষামূলক এক যাত্রায় এটি প্রায় ৪০ মিনিটে ২০০ মাইল পাড়ি দিতে সক্ষম হয়েছে।
জাপান প্রযুক্তিতে নিজেদের অসীম উচ্চতায় নিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় জাপান এবার তৈরি করল বিশ্বের দ্রুততম রেলগাড়ি। নতুন তৈরি করা এই রেলের নাম দেয়া হয়েছে JR Tokai L0 Series Shinkansen। এটিতে রয়েছে পর পর সজ্জিত ১৬টি কার কোচ। এই রেলে করে এক সাথে সর্বমোট ১০০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। যাই হোক এই অসাধারণ রেলগাড়িটি ঘন্টায় ৩১১ মাইল বেগে চলতে সক্ষম।
এদিকে JR Tokai L0 Series Shinkansen নামে নতুন তৈরি করা এই ট্রেনটি তার পরীক্ষামূলক যাত্রাতে মাত্র ৪০ মিনিটে ২০০ মাইল পথ ভ্রমণ করতে সক্ষম হয়েছে, যেখানে অন্যান্য বুলেট ট্রেন সমূহ ৯৫ মিনিট সময় ব্যয় ব্যয় করে। নতুন তৈরি করা এই ট্রেনটি তড়িৎ চম্বুকীয় রেল লাইন ব্যবহার করবে, ফলে এর যাত্রীরা পাবেন নীরব ও আরামদায়ক রেল ভ্রমণের আনন্দ।
এরই মাঝে জাপানের রেল বিভাগ সে দেশের টোকিও থেকে ওসাকা পর্যন্ত প্রায় ৫০০ মাইল দীর্ঘ তড়িৎ চম্বুকীয় রেল লাইন স্থাপনের কাজ হাতে নিয়েছে। সম্পূর্ণ প্রোজেক্টটিতে খরচ হবে ১০০ বিলিয়ন ডলার। বর্তমানে JR Tokai L0 Series Shinkansen টোকিও থেকে Nagoya রুটে পরীক্ষামূলক ভাবে চলছে।
এর আগে অবশ্য Evacuated Tube Transport Technologies (ET3) বিশ্বের দ্রুততম টিউব রেল Hyperloop transport system তৈরির প্রক্রিয়ায় হাত দিয়েছিল। এ প্রক্রিয়াতে প্রাথমিকভাবে ৮০০ মাইল প্রতি ঘন্টায় যেতে পারবে এমন ট্রেন তৈরি করা হবে এবং পরবর্তীতে এর সর্বোচ্চ গতিসীমা ৪০০০ মাইল প্রতি ঘন্টায় নিয়ে যাওয়া হবে বলেও জানানো হয়। এই গতিতে New York থেকে Los Angeles যেতে ৩০ মিনিট সময় লাগবে। ইতোমধ্যে জাপান দ্রুত গতির রেল তৈরিতে অনেকটা এগিয়ে গেলেও চীন কিংবা জার্মানি তাঁদের দ্রুত গতির ট্রেন নিয়ে যেকোনো সময় হাজির হতে পারে!
Comments
Post a Comment