Skip to main content

বিশ্বের দ্রুততম রেলগাড়ি তৈরি করল জাপান



জাপান তৈরি করল বিশ্বের দ্রুততম রেলগাড়ি। এটি ঘন্টায় ৩১১ মাইল গতিতে ছুটতে পারে। পরীক্ষামূলক এক যাত্রায় এটি প্রায় ৪০ মিনিটে ২০০ মাইল পাড়ি দিতে সক্ষম হয়েছে।


জাপান প্রযুক্তিতে নিজেদের অসীম উচ্চতায় নিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় জাপান এবার তৈরি করল বিশ্বের দ্রুততম রেলগাড়ি। নতুন তৈরি করা এই রেলের নাম দেয়া হয়েছে JR Tokai L0 Series Shinkansen। এটিতে রয়েছে পর পর সজ্জিত ১৬টি কার কোচ। এই রেলে করে এক সাথে সর্বমোট ১০০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। যাই হোক এই অসাধারণ রেলগাড়িটি ঘন্টায় ৩১১ মাইল বেগে চলতে সক্ষম।

এদিকে JR Tokai L0 Series Shinkansen নামে নতুন তৈরি করা এই ট্রেনটি তার পরীক্ষামূলক যাত্রাতে মাত্র ৪০ মিনিটে ২০০ মাইল পথ ভ্রমণ করতে সক্ষম হয়েছে, যেখানে অন্যান্য বুলেট ট্রেন সমূহ ৯৫ মিনিট সময় ব্যয় ব্যয় করে। নতুন তৈরি করা এই ট্রেনটি তড়িৎ চম্বুকীয় রেল লাইন ব্যবহার করবে, ফলে এর যাত্রীরা পাবেন নীরব ও আরামদায়ক রেল ভ্রমণের আনন্দ।


এরই মাঝে জাপানের রেল বিভাগ সে দেশের টোকিও থেকে ওসাকা পর্যন্ত প্রায় ৫০০ মাইল দীর্ঘ তড়িৎ চম্বুকীয় রেল লাইন স্থাপনের কাজ হাতে নিয়েছে। সম্পূর্ণ প্রোজেক্টটিতে খরচ হবে ১০০ বিলিয়ন ডলার। বর্তমানে JR Tokai L0 Series Shinkansen টোকিও থেকে Nagoya রুটে পরীক্ষামূলক ভাবে চলছে।

এর আগে অবশ্য Evacuated Tube Transport Technologies (ET3) বিশ্বের দ্রুততম টিউব রেল Hyperloop transport system তৈরির প্রক্রিয়ায় হাত দিয়েছিল। এ প্রক্রিয়াতে প্রাথমিকভাবে ৮০০ মাইল প্রতি ঘন্টায় যেতে পারবে এমন ট্রেন তৈরি করা হবে এবং পরবর্তীতে এর সর্বোচ্চ গতিসীমা ৪০০০ মাইল প্রতি ঘন্টায় নিয়ে যাওয়া হবে বলেও জানানো হয়। এই গতিতে New York থেকে Los Angeles যেতে ৩০ মিনিট সময় লাগবে। ইতোমধ্যে জাপান দ্রুত গতির রেল তৈরিতে অনেকটা এগিয়ে গেলেও চীন কিংবা জার্মানি তাঁদের দ্রুত গতির ট্রেন নিয়ে যেকোনো সময় হাজির হতে পারে!

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

মধ্যরাতে কণ্ঠশিল্পী আসিফ গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার হয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। রাত দুইটার দিকে খবরটি নিশ্চিত করেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিন। তার করা একটি মামলাতেই গ্রেপ্তার হন আসিফ। জানা যায়, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম তাকে গ্রেফতার করে। এ বিষয়ে শফিক তুহিনের কাছে জানতে চাওয়া হলে তিনি আগামিকাল(বুধবার) কথা বলবেন বলে জানান। এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছেে। মামলায় আসিফ আকবর ছাড়াও আরও ৪/৫ জন অজ্ঞাত আসামির নাম রয়েছে। আসিফকে শিগগির আদালতে সোপর্দ করা হবে।

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবা‌সী বি‌রোধী সমা‌বেশ

নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবাসী বি‌রোধী সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে প্রি‌টো‌রিয়ার ‘মা‌মে‌লো‌ডি স‌চেতন নাগ‌রিক’। অ‌বৈধ অ‌ভিবাসী‌দের দেশ‌ থে‌কে বের ক‌রে দেয়ার দা‌বি‌তে আগা‌মি ২৪ ফেব্রুয়া‌রি শুক্রবার এ সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি। স্থানীয় সময় সকাল ১১টায় সি‌টি হ‌লে সমা‌বেশ‌টি হ‌বে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত  একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি,  নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ  (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে,  নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...