দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গত শুক্রবার বিকালে পিলিপি শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনা তার পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ওই দিন বিকালে নিজ মালিকীয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সাইফুল ইসলাম দু’জন দোকান কর্মচারী দক্ষিণ আফ্রিকার কেপটন শহর থেকে পিলিপি শহরে মালামাল ক্রয় করতে যায়। ফেরার পথে সন্ত্রাসীরা তাদের ব্যারিকেড দিয়ে গুলি ছুঁড়ে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। তাদের গুলিতে দোকান মালিক সাইফুল ইসলাম, কর্মচারী উর্জ্জল ও এক আফ্রিকান নাগরিক গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহত সাইফুল ইসলাম ছাগলানাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের গন্ধ্যব্যপুর এলাকার বদিউজ্জামানের ছেলে। ৩ ভাই ৪ বোনের মধ্যে সে সবার ছোট।
নিহতের বড় ভাই মোহাম্মদ ইউসুফ জানান, জীবন-জীবিকার তাগিদে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার গমন করে সাইফুল ইসলাম। বিদেশ গমনই তার জীবনে কাল হবে এমনটি জানা থাকলে ভাইকে বিদেশ পাঠাতাম না বলে কান্না করতে করতে তিনি বলেন।
পিতা বদিউজ্জামান কান্না জড়ানো কণ্ঠে নিহত ছেলের মুখ দেখার আকুতি জানান। তিনি ছোট ছেলে সাইফুল ইসলামের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় ইউপি সদস্য মূসা আহ্ম্মাদ ভূঞা জানান, তার লাশ দেশে আনার জন্য স্থানীয় ইউপি কার্যালয় থেকে সব ধরণের কাগজপত্রদিয়ে সহযোগিতা করা হবে।
Comments
Post a Comment