উত্তর কোরিয়াকে নিয়ে ট্রাম্পের সমালোচনাকে কুকুরের ‘ঘেউ ঘেউ’ হিসেবে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী রি ইয়ং হো। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে এসে নিউইয়র্কে তিনি এ কথা বলেন।
বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, উ. কোরিয়া যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি হিসেবে উঠে আসে তাহলে তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে। সেই বক্তব্যের জবাবে নিউইয়র্কে থাকা রিং ইয়ং হো বলেন, একটা প্রবাদ রয়েছে, কুকুরের ঘেউ ঘেউয়ের মধ্যেও সামরিক শোভাযাত্রা অব্যাহত থাকে। যদি ট্রাম্প ভেবে থাকেন কুকুরের মত ঘেউ ঘেউ করে আমাদের চমকে দেবেন তাহলে বলতেই হবে তিনি নিশ্চিতভাবেই স্বপ্ন দেখছেন।
সাধারণ পরিষদের ভাষণে ট্রাম্প উ. কোরিয়ার নেতা কিম জং উনকে ‘রকেট ম্যান’ বলে অভিহিত করেন। তিনি বলেন, রকেটম্যান নিজে ও তার সরকার একটি আত্মঘাতী মিশনে নিয়োজিত। রি কিম জং উনকে ‘রকেট ম্যান’ অভিহিত করা প্রসঙ্গে বলেন, আমি ট্রাম্পের সহযোগীদের জন্য দুঃখ অনুভব করছি। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন উ. কোরিয়া পররাষ্ট্র মন্ত্রী। বিবিসি।
Comments
Post a Comment