অবশেষে দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র পেয়েছেন রুবেল হোসেন। সুতরাং বিমানে উঠতে আর কোনো বাধা নেই তার। বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদের সময়কে তিনি জানান, রাত সোয়া একটায় তার ফ্লাইট।
এদিকে রুবেলের রাতের ফ্লাইটের কথা নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
‘রুবেল হোসেন’ নামের এক বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনে কালো তালিকাভুক্ত হয়ে আছেন। এ কারণেই দক্ষিণ আফ্রিকা যাওয়া আটকে যায় ক্রিকেটার রুবেলের। মানে রুবেল হোসেন নামে কোনো এক ব্যক্তি দক্ষিণ আফ্রিকায় গিয়ে কোনো অপরাধ করেছে, তাই এই নামটি গ্রহণ করছে না দেশটির ইমিগ্রেশন বিভাগ। এই ঘটনার পর দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। তারা বোঝাতে চেষ্টা করে সেই রুবেল আর ক্রিকেটার রুবেল এক ব্যক্তি নন।
দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২৮ সেপ্টেম্বর।
Comments
Post a Comment