রাজশাহী মহানগরীর একটি বেসরকারি ক্লিনিকে এক মাথাওয়ালা অদ্ভুত আকৃতির এক শিশু সন্তানের জন্ম হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর লক্ষ্মীপুরে অবস্থিত ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ওই শিশুর জন্ম হয়।
জন্মের পর পরই শিশুটি মারা যায়। মঙ্গলবার ওই শিশুটিকে দেখতে হাসপাতালে মানুষ ভিড় জমায়।
ইসলামী হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চকচাটিহাটি গ্রামের বাসিন্দা শামিউল বাশিরের স্ত্রী সাবিনা বেগম ইসলামী হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির পর সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নরমালভাবে এক মাথাওয়ালা শিশু সন্তানের জন্ম হয়।
এক মাথাওয়ালা ওই শিশুটির ঘাড়ের পাশে দুটি হাত রয়েছে, তার কিছু দূরে আরও দুটি পা রয়েছে। আবার অন্যদিকে একজন স্বাভাবিক মানুষের মতো সকল অঙ্গ রয়েছে। একটি মুখ, নাক, দুটি চোখ হলেও অন্যান্য অঙ্গ দেখতে অদ্ভুত আকৃতির। শিশুটি জন্মের পরই মারা যায়। তবে শিশুটি মারা গেলেও তার মা সুস্থ রয়েছেন।
এটি সাবিনার প্রথম সন্তান ছিল। বেশ কয়েক বছর আগে সাবিনার বিয়ে হয়েছিল। বিয়ের পর এটি তার প্রথম সন্তান। ইসলামী হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।
Comments
Post a Comment