বাড়ি নির্মাণ করতে প্রবাসীদের ঋণ দেওয়ার কথা জানিয়েছে রূপালী ব্যাংক। মাত্র ৯ শতাংশ সুদে এ প্রকল্পে আওতায় প্রত্যেককে সর্বোচ্চ দুই কোটি টাকা ঋণ দেওয়া হবে।
নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি সেন্টারে ‘বাংলাদেশে অর্থ প্রেরণে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ সব কথা বলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান। রূপালী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ঋণের আবেদনপত্রে নিজের পাসপোর্ট ও কর্মক্ষেত্রের প্রত্যয়নপত্র অথবা ট্যাক্স দেওয়ার কপি জমা দিতে হবে। বাংলাদেশের একজন গ্যারান্টারও লাগবে। এ প্রক্রিয়া দ্রুত চালু করতে রূপালী ব্যাংকের সদর দফতরে ‘প্রবাসী হেলপ ডেস্ক’ চালু করা হচ্ছে বলেও জানান আতাউর রহমান।
এবিসিসিআই নামের একটি সংস্থার উদ্যোগে ও সংস্থার প্রধান হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন।
সেমিনারে আরো বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে এ মোমেন, ফাহাদ সোলায়মান, পল খান ও আব্দুর রাজ্জাক।
Comments
Post a Comment