ক্যাম্পাসে ছাত্রীদের ছেঁড়া জিন্সে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মিশরের আলেক্সান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন। দেশটির একটি পত্রিকার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়েছে।
গণমাধ্যমগুলো জানিয়েছে, আলেক্সান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন তারেক সরু সম্প্রতি একটি নোটিশে জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে এমন ছেঁড়া জিন্স পরে ক্যাম্পাসে অবস্থান করা যাবে না। তবে ছেঁড়া পোশাক শরীরের বিভিন্ন অংশ প্রদর্শনের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে নষ্ট করে বলেও জানান তিনি।
নোটিশে তিনি আরো বলেন, খোলামেলা পোশাক তরুণদের মধ্যে যৌন অনুভূতি জাগিয়ে দিতে পারে, যার ফলে ক্যাম্পাসে যৌন হয়রানির ঘটনা ঘটতে পারে। ’
জানা গেছে, নিষেধাজ্ঞার প্রথম কয়েকদিন ক্যাম্পাসে ছেঁড়া প্যান্ট পরিহিত কয়েকজন শিক্ষার্থীকে ধরেছেন সেই ডিন। যদিও ডিনের এই নিষেধাজ্ঞার পক্ষে-বিপক্ষে মিশরজুড়ে বিতর্ক চলছে।
Comments
Post a Comment