দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় ওই এলাকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশির মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ বিভাগের আমটাটা এলাকার লিবোডিতে এই ঘটনা ঘটে। নিহত ওই বাংলাদেশির নাম সোলাইমান মিয়া।
সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা এলাকার বাসিন্দা। স্থানীয় কয়েকজন প্রবাসী জানায়, ঘটনার দিন সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ বিভাগ এর আমটাটা জেলার লিবোডিতে গ্যারাজে গাড়ি রেখে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সামনে আসা মাত্র একজন অস্ত্রধারী কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী সোলাইমানকে লক্ষ করে এলোপাথাড়ি ভাবে গুলি ছুড়তে থাকে । পরে খুব কাছে থেকে মাথায়, পেতে, হাতে গুলী করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ২০০৩ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন তিনি। হয়তো পুর্বশত্রুতার কারণে সোলাইমানকে খুন করা হতে পারে । কেননা সন্ত্রাসী গুলী করে সোলাইমানকে মৃত্যু নিশ্চিত করে চলে গেছে কিন্তু তার টাকা বা মালামাল নিয়ে যায়নি।
যে কারণে এটা পূর্ব শত্রুতার জের বলে ধারণা করছে তাঁরা। সোলাইমানের লাশ বাংলাদেশে কবে নাগাদ পৌঁছাবে তা নিশ্চিত করে বলতে পারেনি তাঁরা । সোলাইমানের ছেলে দক্ষিণ আফ্রিকায় ছিলো বর্তমানে ছুটিতে এসে দেশে অবস্থান করছে। এখনো মেয়ে- জামাই এবং ভাগ্নে আছে সেখানে রয়েছে । এদিকে মৃত্যুর খবরে সোলাইমানের এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
Comments
Post a Comment