মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বৃহস্পতিবার সেলাঙ্গর প্রদেশের ক্যালাং এলাকায় একটি সুপার মার্কেটে অভিযান চালিয়ে ৩৯ জন বাংলাদেশিসহ ১১৩ জন অবৈধ প্রবাসী শ্রমিককে আটক করেছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘ওপস মাহির’ নামে অভিযানটি চালায় দেশটির অভিবাসন পুলিশ।গ্রেপ্তারকৃতদের মধ্যে নেপালের ৪০, বাংলাদেশের ৩৯ এবং পাকিস্তানের ২৭ জনসহ অন্য দেশের আরো অনেকেই ছিল।অভিবাসন পুলিশের মহাপরিচালক দাতুক সেরী মোস্তফার অলি বলেন, ‘বেশ কয়েকটি কোম্পানি লাইসেন্স বিহীন কোম্পানির কাছ থেকে শ্রমিকদের নিয়ে এসে, তাঁদেরকে কাজে নিয়োগ করেছে। তাই আমরা তাঁদের আটক করেছি।’জালিয়াতি চক্রের সাথে ৩টি কোম্পানি জড়িত আছে বলে তিনি জানান।শেষ খবর পাওয়া পর্যন্ত, আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশনে রাখা হয়েছে।
সূত্র: প্রবাস কথা
Comments
Post a Comment