কাতারে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি নাগরিক বেলায়েত হোসেন মিলন মুন্সি মারা গেছেন। বুধবার দোহা হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গেল রোববার কাতারি নাগরিকের প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
নিহতের বাড়ী ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্ব মধুগ্রামে। তিনি জাহাঙ্গীর মুন্সীর ছেলে। নিহতের মরদেহ দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি কাতারে একটি লিমুজিন ট্যাক্সি কোম্পানিতে ৪ বছর কর্মরত ছিলেন।
কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম জানান, নিহতের মরদেহ দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানো হবে। অভিযুক্ত প্রাইভেটকারের মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ নেয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান।
Comments
Post a Comment