Skip to main content

এবার ফোরজি ভার্সনে আছে নকিয়া ৩৩১০


থ্রিজি ভার্সনের পর এবার ফোরজি ভার্সনে আছে নকিয়া ৩৩১০। সম্প্রতি ফোরজি ভার্সনের নকিয়ার এই ফোনটি চীনের মোবাইল ফোন সার্টিফিকেশন অথোরিটি টিইএনএএ-তে তালিকাভূক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে ২০১৮ সালের জানুয়ারিতে ফোরজি ভার্সনের নকিয়া ৩৩১০ বাজারে পাওয়া যাবে।

ফোরজি ভার্সনের নকিয়া ৩৩১০ এর মডেল নম্বর টিএ-১০৭৭। ফোনটি টিইএনএএ-এর তালিকাভূক্ত আছে।

নকিয়ার এই ফিচার ফোনটি আলিবাবার ইয়ুন অপারেটিং সিস্টেমে চলবে। এই অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের কাস্টমস ভার্সন।

এবছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া তাদের নস্টালিজিক এই ফোন প্রদর্শন করে। এর কয়েক মাস পর ফোনটি বাজারে আসে। শুরুতে ফোনটি টুজি ভার্সনে পাওয়া যাচ্ছিল। গ্রাহকদের অনুরোধের সেপ্টেম্বরে বাজারে আসছে নকিয়া ৩৩১০ এর থ্রিজি ভার্সন। এবার আসছে ফোরজি ভার্সন।

নকিয়া পাওয়ার ইউজার ওয়েবসাইটের তথ্য মতে, ফোনটি ফেব্রুয়ারিতে প্রদর্শন করা হবে। এর পরের মাস অর্থাৎ মাসে ফোনটি বাজারে বিক্রি করা হবে।

নকিয়া ৩৩১০ ফোনটিতে রয়েছে ২.৪ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৪০X৩২০ পিক্সেল। এতে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে। 

ব্যাকআপের জন্য ফোনটিতে ১২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। এইচএমডি গ্লোবাল দাবি করছে নকিয়া ৩৩১০ এক চার্জে চলবে টানা ২৪ দিন।


ফোনটি এফএম রেডিও এবং এমপিথ্রি প্লেয়ার আছে। এর বিল্টইন মেমোরি ১৬ এমবি। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


ফিচার ফোন হলেও এতে রিয়ার ক্যামেরা রয়েছে। এতে ফ্লাশ সমৃদ্ধ ২ মেগাপিক্সেলের রিয়ার শুটার ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে নকিয়ার জনপ্রিয় গেম স্নেক বিল্টইন রয়েছে।

Comments

Popular posts from this blog

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ

ফরেইনারদের ব্যাপারে হোম আফেয়ার্স থেকে আদেশ জারী হয়েছে। দোকানে দোকানে তল্লাশী হবে। কাগজ ছাড়া পেলেই ধরে ফেলবে। কারো দোকান, অফিস আদালতে কাগজ ছাড়া লোক পেলে কোনো অজুহাত শোনা হবেনা, দোকানদারকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হবে।

মধ্যরাতে কণ্ঠশিল্পী আসিফ গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার হয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। রাত দুইটার দিকে খবরটি নিশ্চিত করেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিন। তার করা একটি মামলাতেই গ্রেপ্তার হন আসিফ। জানা যায়, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম তাকে গ্রেফতার করে। এ বিষয়ে শফিক তুহিনের কাছে জানতে চাওয়া হলে তিনি আগামিকাল(বুধবার) কথা বলবেন বলে জানান। এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছেে। মামলায় আসিফ আকবর ছাড়াও আরও ৪/৫ জন অজ্ঞাত আসামির নাম রয়েছে। আসিফকে শিগগির আদালতে সোপর্দ করা হবে।

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবা‌সী বি‌রোধী সমা‌বেশ

নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় অ‌ভিবাসী বি‌রোধী সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে প্রি‌টো‌রিয়ার ‘মা‌মে‌লো‌ডি স‌চেতন নাগ‌রিক’। অ‌বৈধ অ‌ভিবাসী‌দের দেশ‌ থে‌কে বের ক‌রে দেয়ার দা‌বি‌তে আগা‌মি ২৪ ফেব্রুয়া‌রি শুক্রবার এ সমা‌বে‌শের ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি। স্থানীয় সময় সকাল ১১টায় সি‌টি হ‌লে সমা‌বেশ‌টি হ‌বে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত  একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি,  নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ  (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে,  নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...