থ্রিজি ভার্সনের পর এবার ফোরজি ভার্সনে আছে নকিয়া ৩৩১০। সম্প্রতি ফোরজি ভার্সনের নকিয়ার এই ফোনটি চীনের মোবাইল ফোন সার্টিফিকেশন অথোরিটি টিইএনএএ-তে তালিকাভূক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে ২০১৮ সালের জানুয়ারিতে ফোরজি ভার্সনের নকিয়া ৩৩১০ বাজারে পাওয়া যাবে।
ফোরজি ভার্সনের নকিয়া ৩৩১০ এর মডেল নম্বর টিএ-১০৭৭। ফোনটি টিইএনএএ-এর তালিকাভূক্ত আছে।
নকিয়ার এই ফিচার ফোনটি আলিবাবার ইয়ুন অপারেটিং সিস্টেমে চলবে। এই অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের কাস্টমস ভার্সন।
এবছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া তাদের নস্টালিজিক এই ফোন প্রদর্শন করে। এর কয়েক মাস পর ফোনটি বাজারে আসে। শুরুতে ফোনটি টুজি ভার্সনে পাওয়া যাচ্ছিল। গ্রাহকদের অনুরোধের সেপ্টেম্বরে বাজারে আসছে নকিয়া ৩৩১০ এর থ্রিজি ভার্সন। এবার আসছে ফোরজি ভার্সন।
নকিয়া পাওয়ার ইউজার ওয়েবসাইটের তথ্য মতে, ফোনটি ফেব্রুয়ারিতে প্রদর্শন করা হবে। এর পরের মাস অর্থাৎ মাসে ফোনটি বাজারে বিক্রি করা হবে।
নকিয়া ৩৩১০ ফোনটিতে রয়েছে ২.৪ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৪০X৩২০ পিক্সেল। এতে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে।
ব্যাকআপের জন্য ফোনটিতে ১২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। এইচএমডি গ্লোবাল দাবি করছে নকিয়া ৩৩১০ এক চার্জে চলবে টানা ২৪ দিন।
ফোনটি এফএম রেডিও এবং এমপিথ্রি প্লেয়ার আছে। এর বিল্টইন মেমোরি ১৬ এমবি। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফিচার ফোন হলেও এতে রিয়ার ক্যামেরা রয়েছে। এতে ফ্লাশ সমৃদ্ধ ২ মেগাপিক্সেলের রিয়ার শুটার ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে নকিয়ার জনপ্রিয় গেম স্নেক বিল্টইন রয়েছে।
Comments
Post a Comment