নোয়াখালীতে একটি নকল ওষুধ তৈরির কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
র্যাব জানায়, সোমবার সন্ধ্যার দিকে সদর উপজেলার চরমটুয়া এলাকায় আলাক্সা ফার্মাসিটিক্যাল নামে একটি ওষুধ তৈরির কারখানায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইয়াছিন আরাফাতের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় কারখানার বৈধ লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে আমেরিকা, ব্রিটেন ও ভারতসহ বিভিন্ন দেশের ওষুধের ব্র্যান্ড নকল করে ওষুধ তৈরির অভিযোগে কারখানাটি সিলগালা করা হয়। পাশাপাশি এ ঘটনায় জড়িত ৬ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
Comments
Post a Comment