Skip to main content

Posts

Showing posts from February, 2018

টাঙ্গাইলে মাশরাফীকে পেয়ে ভক্তের কাণ্ড

মঞ্চে বসেছিলেন অতিথিরা। তাদের মধ্যমনি মাশরাফী বিন মোর্ত্তজা। নানা আনুষ্ঠানিকতা চলছিল। এর মধ্যে হঠাৎ করে লাফ দিয়ে মঞ্চ উঠে গেল এক কিশোর। পুলিশসহ আয়োজকরা একটু হতচকিত হলেন। এবং সাথে সাথে কিশোরটিকে ঝাপটে ধরলেন কয়েকজন। কিন্তু কোনো বাধাই মানবে না সে! ঠেলে সামনের দিকে আগানো চেষ্টা করছে। শেষ পর্যন্ত আগাতে না পেরে কেঁদে দিলো হাউমাউ করে। দুই হাত সামনের দিকে এগিয়ে ইশারা করছে একটু দূরে বসা মাশরাফীর দিকে। ভক্তের আকুতি বুঝতে পারলেন নড়াইল এক্সপ্রেস। উঠে গিয়ে সবাইকে সরিয়ে দিয়ে দাঁড়ালেন কিশোরটির সামনে। সাথে সাথেই যেন ঝাপিয়ে পড়লো প্রিয় ক্রিকেট তারকার বুকে। জড়িয়ে ধরার পর তার কান্নার রোল আরও বেড়ে গেল। পিঠে হাত বুলিয়ে সান্তনা দিলেন মাশরাফী। মঞ্চে উঠে পড়া ভক্ত কিশোরকে বাধা দিচ্ছেন আয়োজকরা আজ টাঙ্গাইলে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমন মধুর পরিস্থিতিতে পড়তে হয়েছিলো ওয়ানডেতে বাংলাদেশ দলের অধিনায়ককে। টাঙ্গাইলের ধনবাড়ী ‘তারুণ্যের হাট’ নামক একটি সংস্থার ১৫ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান আলোচক হয়ে গিয়েছিলেন তিনি। তার আগমন সংবাদে ধনবাড়ীর ডিগ্রী কলেজ মাঠে ঢল নামে তরুণ-তরুণীদের। যতক্ষণ ছিলেন মাতিয়ে রেখেছেন ভক...

টাঙ্গাইলে মাশরাফীকে পেয়ে ভক্তের কাণ্ড

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সবার নজর তার দিকে। এমন সময় মাশরাফীকে একবার জড়িয়ে ধরার চেষ্টায় মঞ্চে লাফিয়ে ওঠেন এক ‘ম্যাশ-পাগল’ ভক্ত! পুলিশ ও আয়োজক কর্মীরা ওই ভক্তকে বাধা দেয়ার চেষ্টা করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালিয়ে যান। মাশরাফী ভক্তকে দূরে ঠেলে দিতে যান। কিন্তু তিনি তো মাশরাফী। এগিয়ে যান নিজে থেকেই। বুকে জড়িয়ে নেন সেই ভক্তকে। শুক্রবার এমন দৃশ্য দেখে সকলে আরেকবার প্রশংসায় ভাসিয়েছেন মাশরাফীকে। প্রিয় তারকার উপস্থিতিতে ভক্তের এমন কাণ্ড ঘটে টাঙ্গাইলের ধনবাড়ীতে। সেখানে তারুণ্যের হাট সংগঠনের ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে হাজির ছিলেন লাল-সবুজের মহাতারকা। মঞ্চে সপ্রতিভ উপস্থিতি আর কথার জাদুতে মাশরাফী ধনবাড়ী ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত হাজারো ভক্তকে মাতিয়ে রেখেছেন অনুষ্ঠানের পুরোটা সময়ই।

টাঙ্গাইলে মাশরাফীকে পেয়ে ভক্তের কাণ্ড

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সবার নজর তার দিকে। এমন সময় মাশরাফীকে একবার জড়িয়ে ধরার চেষ্টায় মঞ্চে লাফিয়ে ওঠেন এক ‘ম্যাশ-পাগল’ ভক্ত! পুলিশ ও আয়োজক কর্মীরা ওই ভক্তকে বাধা দেয়ার চেষ্টা করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালিয়ে যান। মাশরাফী ভক্তকে দূরে ঠেলে দিতে যান। কিন্তু তিনি তো মাশরাফী। এগিয়ে যান নিজে থেকেই। বুকে জড়িয়ে নেন সেই ভক্তকে। শুক্রবার এমন দৃশ্য দেখে সকলে আরেকবার প্রশংসায় ভাসিয়েছেন মাশরাফীকে। প্রিয় তারকার উপস্থিতিতে ভক্তের এমন কাণ্ড ঘটে টাঙ্গাইলের ধনবাড়ীতে। সেখানে তারুণ্যের হাট সংগঠনের ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে হাজির ছিলেন লাল-সবুজের মহাতারকা। মঞ্চে সপ্রতিভ উপস্থিতি আর কথার জাদুতে মাশরাফী ধনবাড়ী ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত হাজারো ভক্তকে মাতিয়ে রেখেছেন অনুষ্ঠানের পুরোটা সময়ই।

টাঙ্গাইলে মাশরাফীকে পেয়ে ভক্তের কাণ্ড

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সবার নজর তার দিকে। এমন সময় মাশরাফীকে একবার জড়িয়ে ধরার চেষ্টায় মঞ্চে লাফিয়ে ওঠেন এক ‘ম্যাশ-পাগল’ ভক্ত! পুলিশ ও আয়োজক কর্মীরা ওই ভক্তকে বাধা দেয়ার চেষ্টা করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালিয়ে যান। মাশরাফী ভক্তকে দূরে ঠেলে দিতে যান। কিন্তু তিনি তো মাশরাফী। এগিয়ে যান নিজে থেকেই। বুকে জড়িয়ে নেন সেই ভক্তকে। শুক্রবার এমন দৃশ্য দেখে সকলে আরেকবার প্রশংসায় ভাসিয়েছেন মাশরাফীকে। প্রিয় তারকার উপস্থিতিতে ভক্তের এমন কাণ্ড ঘটে টাঙ্গাইলের ধনবাড়ীতে। সেখানে তারুণ্যের হাট সংগঠনের ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে হাজির ছিলেন লাল-সবুজের মহাতারকা। মঞ্চে সপ্রতিভ উপস্থিতি আর কথার জাদুতে মাশরাফী ধনবাড়ী ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত হাজারো ভক্তকে মাতিয়ে রেখেছেন অনুষ্ঠানের পুরোটা সময়ই।