প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সবার নজর তার দিকে। এমন সময় মাশরাফীকে একবার জড়িয়ে ধরার চেষ্টায় মঞ্চে লাফিয়ে ওঠেন এক ‘ম্যাশ-পাগল’ ভক্ত!
পুলিশ ও আয়োজক কর্মীরা ওই ভক্তকে বাধা দেয়ার চেষ্টা করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালিয়ে যান। মাশরাফী ভক্তকে দূরে ঠেলে দিতে যান। কিন্তু তিনি তো মাশরাফী। এগিয়ে যান নিজে থেকেই। বুকে জড়িয়ে নেন সেই ভক্তকে।
শুক্রবার এমন দৃশ্য দেখে সকলে আরেকবার প্রশংসায় ভাসিয়েছেন মাশরাফীকে। প্রিয় তারকার উপস্থিতিতে ভক্তের এমন কাণ্ড ঘটে টাঙ্গাইলের ধনবাড়ীতে। সেখানে তারুণ্যের হাট সংগঠনের ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে হাজির ছিলেন লাল-সবুজের মহাতারকা।
মঞ্চে সপ্রতিভ উপস্থিতি আর কথার জাদুতে মাশরাফী ধনবাড়ী ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত হাজারো ভক্তকে মাতিয়ে রেখেছেন অনুষ্ঠানের পুরোটা সময়ই।
Comments
Post a Comment