হ্যারিস কাউন্টি শেরিফ এড গঞ্জালেস সাংবাদিকদের বলেছেন, স্যান্টা ফি হাই স্কুলের এই ঘটনায় যারা মারা গেছে তাদের বেশিরভাগই শিক্ষার্থী। পুলিশের একজন কর্মকর্তাও এতে আহত হয়েছেন।
স্কুলে হামলার পর সন্দেহভাজন হামলাকারী হিসেবে একজন ছাত্রকে আটক করে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। আরেকজন শিক্ষার্থীকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
হামলার বিস্তারিত এখনও আসছে।
স্কুলটি হিউস্টন শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে।
বিবিসির সংবাদদাতারা বলছেন, ফ্লোরিডার একটি স্কুলে গত ফেব্রুয়ারি মাসের হামলার পর কোন স্কুলে এটাই সবচেয়ে বড়ো আক্রমণ।
ফ্লোরিডার ওই হামলায় ১৭ জন নিহত হয় এবং তারপরই বন্দুক নিয়ন্ত্রণে আইন তৈরির ব্যাপারে সরকারের উপর চাপ তৈরির জন্যে মার্কিন তরুণরা আন্দোলন করছিলো। এর মধ্যেই টেক্সাসের স্কুলে আবারও হামলার ঘটনা ঘটলো।
টেক্সাসে স্কুল কর্তৃপক্ষ এই গুলিবর্ষণের ঘটনা নিশ্চিত করেছে। তারা বলছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
Comments
Post a Comment