রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার ‘শীর্ষ মাদক ব্যবসায়ী’ জাম্বু কসাই ওরফে কলিমকে আটক করেছে র্যাব। আজ বুধবার (৬ জুন) বিকালের দিকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, জাম্বু কসাই ব্যবসার আড়ালে মাদক বিক্রি করতেন।
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প মাদক বিক্রির জন্য সব সময় কুখ্যাত। বিভিন্ন সময় সেখানে অভিযান চালাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
কারণ, মাদক বিক্রেতারা এখানে এতটাই সংঘবদ্ধ যে, তারা একজোট হয়ে নানা সময় হামলাও করেছে সরকারি বাহিনীর ওপর। গত ৪ মে থেকে সারাদেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানের কোনো প্রভাব এতদিন পড়েনি এই ক্যাম্পে।
অবশেষে শনিবার (২৬ মে) এই ক্যাম্পে র্যাব সাঁড়াশি অভিযান চালিয়ে ৫০০ জনকে আটকের পর ১৫৩ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ৭৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক মামলা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
র্যাবের গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর মেহেদী হাসান সে সময় এ তথ্যটি নিশ্চিত করে। তিসি জানান, সকাল দশটার দিকে র্যাব-১, র্যাব-২ এবং র্যাব-৩, র্যাব-৪, র্যাব-১০, র্যাব-১১, র্যাবের ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিম যৌথভাবে অভিযানে নামে। অভিযানে র্যাবের ছয় শতাধিক সশস্ত্র সদস্য অংশ নেয়। সাড়ে তিন ঘণ্টা ধরে এ অভিযান চলে।এবার সেই জাম্বু কসাই আটক
Comments
Post a Comment