নুৃরুল আলম, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকায় অভিবাসী বিরোধী সমাবেশের ডাক দিয়েছে প্রিটোরিয়ার ‘মামেলোডি সচেতন নাগরিক’। অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেয়ার দাবিতে আগামি ২৪ ফেব্রুয়ারি শুক্রবার এ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। স্থানীয় সময় সকাল ১১টায় সিটি হলে সমাবেশটি হবে। সমাবেশে স্থানীয় আফ্রিকানদের অংশগ্রহণ বাড়াতে গত একমাস ধরে তারা লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। ওই লিফলেটে বলা হয়েছে, এই সমাবেশ হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবং ওই সকল কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যারা জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের নাগরিকদের চাকরীর ব্যবস্থা করেছে। যেখানে চাকরী করার কথা ছিলো দক্ষিণ আফ্রিকানদের। ওই লিফলেটে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাশ এন্ড ক্যারি, নানদোস, কেএফসি, স্পার, শপরাইটসহ বড় প্রতিষ্ঠানে কাজ করছে জিম্বাবুয়েসহ (পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া) বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয়রা মনে করে, বিদেশী নাগরিকরা তাদের চাকরী কেড়ে নিয়েছে। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। তারা প্রশ্ন তুলেছে, নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরো বিভিন্...
Comments
Post a Comment