অস্ট্রেলিয়ায় মুসলমানদের ধর্মী এবাদতগৃহ ৭টি মসজিদ বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এছাড়াও ওই মসজিদগুলোর ৭ জন ইমামকেও বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিক কারণ দেখিয়ে মসজিদগুলো বন্ধ করা হয়েছে। সবগুলো মসজিদ বিদেশিদের সহযোগিতায় তৈরি করা হয়েছিল। খবর বিবিসি।
দেশটির চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ বিষয়টি প্রসঙ্গে বলেন, এই পদক্ষেপ রাজনৈতিক ইসলামের বিরুদ্ধে একটি পদক্ষেপ। তিনি আরও বলেন, এপ্রিল মাসের চিত্রে দেখা গেছে, মসজিদগুলো তুর্কি জাতীয়তাবাদীদের সাথে সংযুক্ত রয়েছে এবং বেশ কয়েকজন ইমাম তুর্কি সেনাদের পোশাক দেখিয়ে তাদের জাতীয়তাবাদে শিশুদের জ্ঞান দেওয়ার চেষ্টা করছে।
তুর্কি রাষ্ট্রপতির অফিস থেকে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে। রাষ্ট্রপতির মুখপাত্র ইব্রাহিম কালিন এই পদক্ষেপের নিন্দা জানানোর জন্য টুইটারে নিজের মন্তব্য তুলে ধরেন।
অস্ট্রেলিয়া সরকার জানায়, ২৬০ জন ইমামামের মধ্যে ৬০ জনের উপর অনুসন্ধান করে জানা গেছে, তাদের মধ্যে ৪০ জন ইমাম এমআইটি-এর সদস্য। এটি তুর্কি কর্তৃক পরিচালিত একটি সংগঠন বলেও জানানো হয়েছে।
শুক্রবার চ্যান্সেলর কুর্জ বলেন, রাজনৈতিক ইসলাম ও রেডিক্যালাইজেশনের কোন প্রবণতা থাকলে, তারা আমাদের দেশে স্থান পাবে না।
Comments
Post a Comment