...
প্রথমটি ভেলকম শহরের বিশিষ্ট ব্যবসায়ী সুমন ভাই এবং ঢাকা মহানগর উওর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সংম্পাদক ও ফেনি সমিতির সাধারণ সম্পাদক প্রিয় শাহাদাৎ হোসেন সেলিম ভাইয়ের একমাত্র বোনের জামাই সকলের প্রিয় আলাউদ্দিন ভাই হার্ট এটাক করে গতকাল সন্ধা ৫ঃ৩০ মিনিটি বংঙ্গানী হাসপাতালে আই সি ইউ তে লাইফ সার্ফটে থাকা অবস্তায় ইন্তিকাল করেন।
দ্বিতীয়টি লাশ টি হলো ভেলকম শহরের পাশে অডিনডাল লোকেশনের কৃষ্ণন নামের প্রবাসী ব্যবসায়ী, আপনার সকলেই জানেন গত সপ্তাহে কালো সন্ত্রাসীর গুলিতে আহত হলে,একই হাসপাতালে ভর্তি করার পর মৃত্যু বরন করেন।
আলাউদ্দিন ভাইয়ের জানাজার নামাজ জুম্মাবাদ ভেলকম জামে মসজিদে হবে,আপনার আশে পাসে শহরে বা লোকেশনে জারা আছেন সকলে মরহুমের জানাজায় শরিক হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করুন।
বিদ্রঃকৃষ্ণনা হিন্দু ধর্মের হওয়া তার জানাজা প্রয়োজন হবে না,কিন্ত একই গাড়িতে এক সাথেই দুটো লাশ বাংলাদেশে পাঠানো হবো।
আল্লাহ মরহুমদের সকল গুনা ক্ষমা করে জান্নাতবাসী করুন, আমজা।
লিখেছেন
বাদল মৃধা
Comments
Post a Comment