কারাবন্দি বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়।
জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির এই নেতা। পরে কারারক্ষী আলম তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে এনে ভর্তি করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ডায়রিয়ার কারণে তাকে হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। পরে তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক।
গত ২০ নভেম্বর সন্ধ্যার দিকে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওইদিন দুপুরে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের মামলায় বিএনপির শীর্ষ এই নেতাকে তিন বছরের কারাদ- দেয় ঢাকার একটি আদালত।
রফিকুল ইসলাম মিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ও কুমিল্লার একটি আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চাচ্ছেন
Comments
Post a Comment