সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দাফনের ৪০ দিন পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আব্দুস সালাম এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
বুধবার দুপুরে সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর হোসেনের উপস্থিতিতে উল্লাপাড়া উপজেলার সলংগা থানার বনবাড়িয়া কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।
সলংগা থানার সেকেন্ড অফিসার সবুজ রানা সাংবাদিকদের জানান, বনবাড়িয়া গ্রামের কৃষক আব্দুস সালাম গত ১৩ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। প্রথম দিকে সালামের পরিবার থেকে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালামের মৃত্যু হয়েছে বলে বলা হয়। ফলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারিকভাবে তার লাশ দাফন করা হয়।
তিনি জানান, দাফনের ৯ দিন পর গত ২২ অক্টোবর আব্দুস সালামকে হত্যার অভিযোগে তার ছোট ভাই এ কে এম সাইদুর রহমান বাদি হয়ে অপর দুই ভাই ও স্বজনসহ ১৪ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জের বিচারিক হাকিমের আদালতে হত্যা মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে পুলিশ আদালতের নির্দেশে আব্দুস সালামের লাশ কবর থেকে উত্তোলন করেছে।
সবুজ রানা আরও জানান, কবর থেকে লাশ উত্তোলনের পর বিকেলে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কৃষক সালামের পরিবারের সদস্যদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মর্মে থানায় অভিযোগ রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comments
Post a Comment