রাজধানীর উত্তরায় গাঁজা চাষের সন্ধান পেয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর।
সংস্থার সহকারী পরিচালক খোরশিদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে উত্তরার ১১নং সেক্টরের ৮৬নং প্লটে দিগন্ত সোয়েটারের বাউন্ডারী করা প্লট থেকে ১২ফুট লম্বা তিনটি তাজা গাঁজার গাছ উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের লোকজন।
উত্তরার দয়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর এ কে এম কামরুল ইসলাম বলেন, ঢাকায় গাঁজার জীবন্ত গাছ উদ্ধারের ঘটনা এটাই প্রথম।
এ সময় কাউকে গ্রেফতার করতে না পারলেও ১১নং সেক্টর গাঁজা ব্যাবসায়ী চক্র জরিত বলে তাদের ধারণা। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে তিনি যুগান্তরকে জানান।
এ ব্যপারে ইন্সপেক্টর এ কে এম কামরুল ইসলাম বাদি হয়ে উত্তরার পশ্চিম থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
আল হাসসা, ২৬ এপ্রিল- শূন্যে ভাসে এমন পাথরের ছবি বা ভিডিও আমরা অনেকে দেখেছি। যার মধ্যে কিছু কিছু ছবি দেখেছি এডিট করা। সত্য-মিথ্যা সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে লোকমুখে শোনা যায়, সৌদি আরবের আল হাসসা শহরের লাইলি-মজনুর পাহাড় বলে পরিচিত স্থানে যাওয়ার সময় রাস্তার পাশে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দু’টি পাথর। এটি এমন পাথর যা কি না শূন্যে ভাসে- মাটি থেকে সামান্য উপরে। তবে এ পাথরের সত্যতা জানতে গিয়ে নানাজনের কাছে নানারকম তথ্য পাওয়া যায়। কারো কারো মতে, একজন মুজাহিদকে নিষ্ঠুরভাবে ওই পাথরের উপর গুলি করে মেরে ফেলা হয়। আর সেই ঘটনাটি ছিল এপ্রিল মাসের দিকে। আর তারপরই প্রতিবছর এপ্রিল মাসের নির্দিষ্ট দিনে পাথরটি আধাঘণ্টা মাটির উপর ভাসমান অবস্থায় থাকে। এর চেয়েও অবাক করা বিষয় হলো, যখন পাথরটি শূন্যে ভেসে ওঠে; তখন পাথরটির গায়ে লেগে থাকা রক্ত তাজা দেখায়। এমনকী তা উজ্জ্বল হয়ে গাঢ় বর্ণ ধারণ করে থাকে। পাথরে লেগে থাকা এই রক্ত স্থানীয়রা অনেকবার মুছে ফেলার চেষ্টা করেছেন কিন্তু তা সম্ভব হয়নি। পরবর্তীতে আবারও পাথরের গায়ে রক্ত দেখা যায়। (তবে আমি তেমন কোনো রক্ত দেখিনি) অন্যরা বলেন, ৬২১ খ্রিষ্টাব্দের এক ...
Comments
Post a Comment