Skip to main content

Posts

Showing posts from May, 2017

রাজধানীতে গাঁজা চাষ!

রাজধানীর উত্তরায় গাঁজা চাষের সন্ধান পেয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর। সংস্থার সহকারী পরিচালক খোরশিদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে উত্তরার ১১নং সেক্টরের ৮৬নং প্লটে দিগন্ত সোয়েটারের বাউন্ডারী করা প্লট থেকে ১২ফুট লম্বা তিনটি তাজা গাঁজার গাছ উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের লোকজন। উত্তরার দয়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর এ কে এম কামরুল ইসলাম বলেন, ঢাকায় গাঁজার জীবন্ত গাছ উদ্ধারের ঘটনা এটাই প্রথম। এ সময় কাউকে গ্রেফতার করতে না পারলেও ১১নং সেক্টর গাঁজা ব্যাবসায়ী চক্র জরিত বলে তাদের ধারণা। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে তিনি যুগান্তরকে জানান। এ ব্যপারে ইন্সপেক্টর এ কে এম কামরুল ইসলাম বাদি হয়ে উত্তরার পশ্চিম থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।

নীরবে দেশে ফিরলেন মুস্তাফিজ

গেলবারের মতো নয়, এবারের আইপিএল মিশন শেষ করে নীরবে দেশে ফিরলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বুধবার বিকেলে ভারত থেকে ফেরেন মুস্তাফিজ। তবে এবার গতবারের মতো ফুলের তাজ নিয়ে অপেক্ষা ছিল না কেউ। গত মৌসুমে প্রথমবার আইপিএল খেলতে গিয়েই সাড়া জাগিয়েছিলেন মুস্তাফিজ। একের পর এক ম্যাচে দারুণ বোলিংয়ে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে রেখেছিলেন বড় অবদান। নিজে পেয়েছিলেন টুর্নামেন্টের ইমার্জিং ক্রিকেটারের স্বীকৃতি। এবারও দারুণ কিছুর আশায় মুস্তাফিজ মাঠে নেমেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। তবে ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকায় আর কোনো ম্যাচে সুযোগ পাননি তিনি। এদিকে ত্রি-দেশীয় ও চ্যাম্পিয়ন্স লিগ খেলতে শুক্রবারই দেশ ছাড়ার কথা মুস্তাফিজ ও সাকিবের।

সৌদির রাস্তায় রাত কাটাচ্ছেন ২০০ বাংলাদেশি

সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দার একটি স্থানে রাস্তার পাশে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অন্তত ২০০ বাংলাদেশি। জেদ্দা শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে হারাজাত নামক স্থানে মানবেতর জীবন কাটাচ্ছেন তাঁরা। গত ১০ দিন ধরে এভাবে অনাহারে রাস্তার পাশে দিন-রাত কাটাচ্ছেন শ্রমিকরা। এরই মধ্যে তাঁদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। ওই প্রবাসীদের অনেকেই দেশ থেকে ফসলের জমি, স্বর্ণ এমনকি ভিটে-মাটি বিক্রি করে ভাগ্য ফেরানোর জন্য এসেছেন সৌদি আরবে। কিন্তু এখানে এসে পড়েছেন অসাধু দালাল চক্রের খপ্পরে। এভাবে প্রতারণার শিকার হয়েছেন জেদ্দার আল খোদরি ক্লিনিং কোম্পানির মাধ্যমে সৌদি যাওয়া অনেক বাংলাদেশি। তাঁরা এখন সৌদি আরবে কাজ না পেয়ে অনাহারে রাস্তায় থাকছেন। প্রচণ্ড গরমে সেখানেই থাকছেন, ঘুমাচ্ছেন। প্রবাসী বাংলাদেশিরা জানান, আবু তাহের, আলী ও আজাদ নামের দালালদের মাধ্যমে সৌদি আরবে আসেন তাঁরা। তাঁদের অনেককে সৌদি আসার জন্য সাত থেকে আট লাখ টাকা করে খরচ করতে হয়েছে। দালালদের মাধ্যমে তাঁরা আল খোদরি কোম্পানিতে ক্লিনিংয়ের কাজে নিয়োজিত হন। কিন্তু ১০-১১ মাস ধরে তাঁদের কোনো বেতন দেওয়া হয়নি। তাঁদের কর্মসংস্থানও ত্যাগ কর...

এখানে জীবন্ত পোড়ানো হয়েছিল দেড় লাখ রোগীকে!

ইতালিতে এমন একটি দ্বীপ রয়েছে যেটা আইল্যান্ড অফ্ ডেড নামে পরিচিত। এই দ্বীপটির সম্পর্কে কথিত রয়েছে যে একবার এই দ্বীপে যায় সে আর জীবিত ফিরে আসে না। এর পেছনে রয়েছে একটি ভয়ানক কাহিনী। কথিত আছে যে কয়েকশো বছর আগে এখানে দেড় লক্ষ প্লেগ রোগীকে পুড়িয়ে মারা হয়েছিল। প্লেগের রোগীদের এখানে আনা হতো মেরে ফেলার জন্য। পরে ব্ল্যাক ডেথ (কালো জ্বর) এর সময়ে এই দ্বীপকে একই কারণে ব্যবহার করা হয়েছিল। পরে যখন রোগীদের সংখ্যা বৃদ্ধি পায় তখন প্রায় ১ লক্ষ ৬০ হাজার অসুস্থ মানুষকে জীবন্ত দগ্ধ করা হয়। ১৯২২ সালে এখানে মানসিক হাসপাতাল তৈরি করা হয়। কিন্তু কয়েক বছর পর এটাকে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়ার কারণ ছিল ডাক্তার এবং নার্সরা অস্বাভাবিক জিনিস দেখতে পান। তার সাথে হাসপাতালে ভর্তি মানসিক রোগীরা মৃত প্লেগ রোগীদের আত্মা দেখতে পেতেন। হাসপাতাল বন্ধের কয়েক বছর পর পর্যন্ত দ্বীপ জনশূন্য পড়ে। এরপর ১৯৬০ সালে ইতালির সরকার একটি বেসরকারি মালিকের কাছে বিক্রি করে দেয়। তিনি তার পরিবারকে নিয়ে কয়েকদিন এখানে সময় কাটান। কিন্তু কিছুদিন পর তারাও এই দ্বীপ ছেড়ে চলে যান। এরপর আরেকটি পরিবার এই দ্বীপটিকে হলিডে হোম তৈরি করার জন্য কেন...

গাড়ি ছিনতাইকারী আটক

আজ অস্ত্র সহ আটক করা হয়েছে একজন গাড়ি ছিনতাইকারী কে। তাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার এই গ্রুপে আর কে কে আছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ আবার অভিযান পরিচালনা করবেন।