Skip to main content

Posts

Showing posts from May, 2018

মহাখালীতে তৈরি হচ্ছে আইফোন!

রাজধানীর মহাখালীতে নিউ ডিওএইচএসের একটি বাসায় নকল আইফোন তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে ৩৬টি আইফোন জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে নিউ ডিওএইচএসের ২৭ নম্বর রোডের ৩৫৬ নম্বর বাসায় ‘টি জে ইলেকট্রনিক লিমিটেড’ নামের নকল ফোন তৈরির প্রতিষ্ঠানটি থেকে ৩৬টি আইফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ যন্ত্রাংশও সেখান থেকে উদ্ধার করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক পায়েল পাশা বলেন, ‘আমাদের কাছে গোপন তথ্য ছিল এখানে শুল্ক ফাঁকি দিয়ে আইফোন এনে বিক্রি করা হয়। কিন্তু এসে দেখলাম বিভিন্ন যন্ত্রাংশ সংযোজনের মাধ্যমে নকল আইফোন তৈরি হয়।’ ৩৬টি আসল আইফোন পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ‘তবে এগুলোর আমদানির কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি। অভিযানকালে কিছু এইচটিসি ও এলজি হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে। এছাড়া কয়েকশ’ আইফোনের খালি বাক্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছ, এই মোড়কেই নকল আইফোন বিক্রি করা হত। এভাবে নকল আইফোন তৈরির মাধ্যমে একদিকে গ্রাহকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, আবার অন্যদিকে সরকারের বিপুল পরিমাণ ...

আড়াই কোটি টাকায় তৈরি মসজিদ কর্মীদের উপহার দিলেন খ্রিস্টান ব্যবসায়ী

পবিত্র রমজান উপলক্ষে কর্মীদের একটা মসজিদ উপহার দিলেন দক্ষিণ ভারতের কায়ামকুলামে জন্ম নেওয়া সাজি চেরিয়ান। তার অধীনে কাজ করা মুসলিম কর্মীদের মসজিদ উপহার দিলেন নিজে একজন খ্রিস্টান হয়েও। ৪৯ বছর বয়সী সাজি চেরিয়ানের প্রতিষ্ঠানে কাজ করে কয়েকশ মুসলিম শ্রমিক। ওই মসজিদটির নাম রাখা হয়েছে মারিয়াম উম্মে ঈসা। চেরিয়ান লক্ষ্য করেন ট্যাক্সি চেপে কাছাকাছি মসজিদে যেতে হয় কর্মীদের। শুক্রবারে নামাজের জন্য তাদের খরচ হয় ২০ সৌদি মুদ্রা। তা দেখেই মসজিদ তৈরির কথা মাথায় আসে তার। তাই কর্মীরা যেখানে থাকে, তার পাশেই তৈরি করা হয়েছে মসজিদ। ২০০৩ সালে চেরিয়ান ভারত থেকে আরব আমিরাতে এসেছিলেন আড়াইশ দিরহাম সম্বল করে। আর আজ তিনি প্রায় আড়াই কোটি টাকা দিয়ে তৈরি ওই মসজিদ উপহার দিলেন কর্মীদের। আমিরাতের একটি শ্রমিক আবাসের মালিক তিনি। যেখানে ফুজাইরাহ শহরের প্রায় ৫৩ টি কোম্পানির শ্রমিকরা বসবাস করে।  আল হায়াল শিল্প এলাকায় ইস্ট ভিলা রিয়েল এস্টেট কমপ্লেক্সের পাশেই তৈরি হওয়া এই মসজিদে একসাথে  অন্তত ২৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আর মসজিদের ঘেরা বাগানে নামাজ পড়তে পারবে আরো ৭০০ জন। বছর খানেক আগে মসজিদ...

দুবাইতে বিক্রি হচ্ছে উকুন! বাংলাদেশি টাকায় প্রতিটি উকুনের মূল্য

মাথার উকুন মারার জন্য যারা এতদিন পয়সা খরচ করেছেন তাদের জন্য সংবাদটা আফসোসের। কারণ দুবাইতে ধুমছে বিক্রি হচ্ছে উকুন। তাও নামমাত্র মূল্যে নয়। এক উকুন ১৪ দেরহাম। বাংলাদেশি টাকায় যার মূল্য ৩০০ টাকার উপরে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, মাথার উকুন চুল ও শরীর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। ডাক্তাররা জানিয়েছেন, এতে চুল পড়ার সম্ভাবনা থাকে কম। চুল মজবুত থাকে এবং শরীর স্বাস্থ্যবান রাখে। এ খবরের ভিত্তিতেই দুবাইতে উকুনের কদর বেড়েছে। নারীরাও তাদের মাথায় উকুনের যত্ন নিচ্ছেন। খবরে বলা হয়েছে, উকুনের চাহিদা বাড়ায় দুবাইয়ের সেলুনগুলো উকুন বিক্রির শুরু করেছেন। যাদের মাথায় বেশি উকুন সেগুলো কিনে দিব্যি বিক্রি করছেন অন্য নারীদের কাছে। তবে উকুন বিক্রির এই খবর চাউর হওয়ার পর ক্ষেপেছে দুবাইয়ের হেলথ কন্ট্রোল সেকশন। কর্তকর্তারা বলেছেন, উকুন বিক্রির সিদ্ধান্ত অন্যায়। যাকে এ কাজে পাওয়া যাবে জরিমানাও করা হবে বলে জানিয়ে দিয়েছেন তারা।

মহানবী (সা.)-এর দৃষ্টিতে সেরা ১০ জন মানুষ

মুফতি তাজুল ইসলাম  এক. রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। ’ (বুখারি, হাদিস নম্বর : ৫০২৭) দুই. রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। ’ (বুখারি, হাদিস নম্বর : ৬০৩৫) তিন. মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো। ’ (বুখারি, হাদিস নম্বর : ২৩০৫) চার. রাসুলে করিম (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না। ’ (তিরমিজি, হাদিস নম্বর : ২২৬৩/২৪৩২) পাঁচ. রাসুলে করিম (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তার পরিবারের কাছে ভালো। ’ (সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর : ৪১৭৭) ছয়. মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘সেরা মানুষ সে, যার বয়স দীর্ঘ ও কর্ম ভালো হয়। ’ (জামিউল আহাদিস, হাদিস : ১২১০১) সাত. মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘সর্বোত্তম মানুষ সে, যে মানবতার জন্য অধিক কল্যাণকর ও উপকারী। (সহিহুল জামে, হ...

সেহরির মেন্যুতে শিশা, ইফতারির পরই শিশার ধোঁয়াই অন্ধকার রেস্টুরেন্ট!

রাত সাড়ে ৮টা, বনানীর ২৭ নম্বর সড়কের কে ব্লকের ৯নং ভবনের ‘আত্তিন’ নামের একটি এরাবিয়ান রেস্টুরেন্টে। ভেতরে ঢুকতেই দেখা গেল নিচতলার কক্ষগুলো ধোঁয়ায় অন্ধকার। ১৮-৩০ বছর বয়সী নারী পুরুষরা আয়েশিভাবে পায়ে পা তুলে আওয়াজ করে পান করছেন শিশা। কেউ দেখলে বিশ্বাসই করবেন না কিছুক্ষণ আগেই এখানে শেষ হয়েছে প্রথম রোজার ইফতারের আয়োজন। ইফতার শেষে খাবারের ডিশগুলো তখনো পুরোপুরি সরিয়ে ফেলতে পারেননি রেস্টুরেন্টটির কর্মীরা। এরই মধ্য বেশ কয়েকজন দেশি-বিদেশি তরুণ-তরুণী টেবিলে সিগারেটের প্যাকেট ও জুস রেখে বসে গেছেন শিশার আসরে। এরাবিয়ান এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই এগিয়ে আসেন আনিসুর রহমান নামের এক কর্মী। তার কাছে সেহরির মেন্যু চাইলে তিনি জানান, ‘স্যার, মেন্যু নেই, শেষ হয়ে গেছে।’ তবে তিনি বলেন, ‘সাধারণত আমাদের এখানে যেসব খাবার পাওয়া যায়, সেহরির সময় সেগুলোই মিলবে। তবে ১২০০ টাকার একটি মেন্যু আছে, তাতে শিশার সঙ্গে স্যান্ডউইচ ও সফটড্রিংকস পাওয়া যাবে।’ রমজানে সেহরির সময় শিশার মেন্যু কেন জানতে চাইলে আনিসুর বলেন, ‘আসলে সেহরির জন্য এই মেন্যু না। এখানে শিশা সব সময়ই পাওয়া যায়। যারা সেহরির সময় শিশা সেবনের জন...

কাবার আকাশে উড়ছে ড্রোন, ভেতরে ২ হাজার ৫০০ ক্যামেরা

রমজানে মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পবিত্র কাবা গৃহের আকাশে প্রথমবারের মতো ড্রোন উড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওমরাহ ফোর্সের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ আল আহমাদি জানিয়েছেন, রমজানে কাবা গৃহের ভিড় নিয়ন্ত্রণে সার্বক্ষণিকভাবে ড্রোন উড়তে থাকবে। এছাড়া ভিড় নিয়ন্ত্রণের জন্য অন্যান্য ব্যবস্থাও থাকবে। সেই সঙ্গে নিরাপত্তা রক্ষা বাহিনীর ৩০ হাজার সদস্য মোতায়েন থাকবে। জেনারেল মুহাম্মদ আল আহমাদি আরো বলেন, ওমরাহ পালনকারী কিংবা দর্শণার্থীদের কারো মধ্যে সঙ্কটের চিহ্ন দেখা গেলে তাদের নিজেদের নিরাপত্তা এবং অন্যদের কথা বিবেচনা করে সেই ব্যক্তিদের কাবা শরীফে প্রবেশের অনুমতি দেয়া হবে না। কাবা শরীফের ভেতরে ভিড় নিয়ন্ত্রণে ড্রোন, নিরাপত্তা বাহিনীর বিমান ছাড়াও ২ হাজার পাঁচশ ক্যামেরায় সবকিছু দেখা হবে। হারাম শরীফের ভেতরেই পুলিশের ২ হাজার চারশ সদস্য এবং আরো ১ হাজার তিনশ নিরাপত্তা পেট্রল থাকবে। এছাড়া ওমরাহ পালনকারী এবং দর্শণার্থীদের নিয়মতান্ত্রিকভাবে কাবা শরীফে প্রবেশ করিয়ে আবার বের হতে সহায়তা করবে অাইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রমজান মাস উপলক্ষে ...

মায়ের লাশ দাফনে ছেলের বাধা

নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার পল্লীতে মায়ের লাশ দাফন করতে বাধা দিয়েছে ছেলে। ছেলের দাবী, আমার মা ওসিওত করে গেছেন তিন দিন পর তার লাশ জীবিত হবেন। এনিয়ে এলাকায় চাঞ্জল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার কামার পুকুর ইউনিয়নের নিজবাড়ী পঞ্চায়েত পাড়ার ভ্যানচালক আ: সামাদের স্ত্রী আমেনা বেগম একজন সাপুড়ে। তিনি বিভিন্ন গ্রামের ঝোপঝাড়ে গিয়ে সাপ ধরে থাকেন। শুক্রবার সাপ ধরতে যান পার্শ্ববর্তী তারাগঞ্জ উপজেলার আলমপুর বালা পাড়া গ্রামে। সেখানে তাকে সাপ কামড় দিলে বাড়ি নিয়ে আসার পর তার মৃত্যু ঘটে।  এলাকাবাসী লাশ দাফন করতে চাইলে বাধা দেন নিহত আমেনা বেগমের ছেলে আমিনুল ইসলাম। তার দাবী, আমার মা ওসিওত করে গেছেন তাকে এভাবে তিন দিন রাখতে হবে। এর পর তিনি জীবিত হবেন। এঘটনা এলাকায় জানাজানি হলে উৎসুক মানুষ নিহতের বাড়িতে ভীর জমায়। এব্যাপারে কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান জানান, আমি খবর শুনে নিহত আমেনার বাড়িতে যেয়ে লাশ দাফন করতে বলেছি। কিন্তু ওসিয়ত আছে বলে আমাকে জানিয়েছে। এগুলো কুসংস্কার ছাড়া কিছু নয়।

নোয়াখালীর ২ যুবকের সব স্বপ্ন ভেসে গেল যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড রিও নদীতে

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টাকালে টেক্সাস সীমান্তের নদীতে ডুবে নিহত নোয়াখালীর দুই যুবকের লাশের সন্ধান পেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্বপ্নের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে ভেসে গেলে আমেরিকার রিও গ্রান্ড নদীতে!! বাংলাদেশের দুই হতভাগ্য তরুণের নিথর মরদেহ মিলেছে যুক্তরাষ্টের টেক্সাসের রিও গ্রান্ড নদীতে। দু'জনই বাংলাদেশী নাগরিক নিশ্চিত করেছে যুক্তরাষ্টের স্থানীয় কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের নিকট এদের ঠিকানা নেই। স্থানীয় হাসপাতালে তাদের মরদেহ সংরক্ষণ করা আছে। বাংলাদেশ থেকে সাউথ ও সেন্ট্রাল আমেরিকার বিভিন্ন দেশ পাড়ি দিয়ে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার সময় টেক্সাসের রিও গ্রান্ড নদী তে ডুবে মারা যায় তারা। দু'জনেরই বাড়ী নোয়াখালী জেলাতে। ছবিতে প্রথম জনের নাম মাইনুল হাসান হৃদয় বাড়ি বেগমগঞ্জ আর শেষের জনের নাম নাঈম বাড়ি সোনাইমুড়িতে । নিহত নোয়াখালীর মাইনুল হাসান হৃদয় বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীরপুর গ্রামের আবুল হাশেমের ছেলে আর সোনাইমুড়ির নাঈমের বিস্তারিত ঠিকানা এখনো পাওয়া যায়নি। ছবি দেখে মাইনুল হাসানের খালাতো ভাই নিউইয়র্কের বাসিন...

যুক্তরাষ্ট্রে এবার টেক্সাসের স্কুলে গুলি: নিহত ৮

হ্যারিস কাউন্টি শেরিফ এড গঞ্জালেস সাংবাদিকদের বলেছেন, স্যান্টা ফি হাই স্কুলের এই ঘটনায় যারা মারা গেছে তাদের বেশিরভাগই শিক্ষার্থী। পুলিশের একজন কর্মকর্তাও এতে আহত হয়েছেন। স্কুলে হামলার পর সন্দেহভাজন হামলাকারী হিসেবে একজন ছাত্রকে আটক করে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। আরেকজন শিক্ষার্থীকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হামলার বিস্তারিত এখনও আসছে। স্কুলটি হিউস্টন শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। বিবিসির সংবাদদাতারা বলছেন, ফ্লোরিডার একটি স্কুলে গত ফেব্রুয়ারি মাসের হামলার পর কোন স্কুলে এটাই সবচেয়ে বড়ো আক্রমণ। ফ্লোরিডার ওই হামলায় ১৭ জন নিহত হয় এবং তারপরই বন্দুক নিয়ন্ত্রণে আইন তৈরির ব্যাপারে সরকারের উপর চাপ তৈরির জন্যে মার্কিন তরুণরা আন্দোলন করছিলো। এর মধ্যেই টেক্সাসের স্কুলে আবারও হামলার ঘটনা ঘটলো। টেক্সাসে স্কুল কর্তৃপক্ষ এই গুলিবর্ষণের ঘটনা নিশ্চিত করেছে। তারা বলছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।

মাইকে সেহেরী খেতে ডাকায় ইমামকে মারধর

কুমিল্লার বুড়িচং উপজেলার সাদকপুর নোয়াপাড়া এলাকায় ভোররাতে মসজিদের মাইকে সেহেরী খাওয়ার জন্য বলাতে ইমামকে মারধর করে আহত করার খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটিয়েছে প্রবাস ফেরৎ মোশারফ হোসেন (৩৫)। এ ঘটনায় এলাকার মুসুল্লিদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় মুসুল্লিরা জানায়, জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মোঃ মাছুম বিল্লাহ (২৮) কে শুক্রবার ভোর রাতে প্রথম রমজানের সেহেরী খাওয়ার জন্য মাইকে মুসুল্লিদের ডাকা-ডাকি করেন। ভোর সাড়ে ৩ টায় ইমাম সেহেরী খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এ সময় মসজিদের পূর্ব পাশের বাড়ীর আঃ বারেকের ছেলে মোশারফ হোসেন (৩৫) ইমামের উপর অতর্কিত হামলা চালায়। ইমামের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে। আহত ইমাম মাছুম বিল্লাহ জানান, রমজান মাসে সেহরীর আগ মূহুর্তে মুসল্লীদেরকে মাইকের মাধ্যমে বলে দেওয়ার জন্য স্থানীয় মেম্বার মো: সুরুজ মিয়া এবং কমিটি আমাকে নিদের্শ প্রদান করেন। তাই আমার কর্তব্য পালন করতে আমি মাইক দিয়ে ডাকা-ডাকি করি। এ সময় ভোর সাড়ে ৩ টায় মাইকে ডাকা-ডাকি করলে মসজিদের পাশের বাড়ির প্রবাস ফেরৎ মোশারফ হো...

EXCLUSIVE: Suspect in Boksburg cash-in-transit heist is a cop

News24 has reliably learnt that one of the seven men arrested after the cash-in-transit heist in Boksburg, in the East Rand is a police officer.  "It's confirmed he is a cop," a reliable police source told News24 on Thursday evening. The officer, whose identity is known to News24, cannot be named until he has been officially charged. He was apparently part of a sector team in Sundra, Mpumalanga.  Police spokesperson Captain Mavela Masondo could not immediately confirm that one of the suspects was an officer. The Independent Police Investigative Directorate's Moses Dlamini told News24 that they would not know until the matter was reported.  The incident happened on Atlas road in Boksburg on Thursday morning. Masondo said at the time that the robbers travelled in three different cars.  "They shot at the two G4S vans and then there was an exchange of fire between them and the security officers. Two security officers were shot in the process,...

২৭ দিন ধরে নিখোঁজ সৌদি যুবরাজ! ইরানের দাবি রাজপ্রাসাদে গোলাগুলির সময় নিহত হয়েছে সাঈদীর এই যুবরাজ

প্রায় এক মাস ধরে কোথাও দেখা যাচ্ছে না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। কোথায় আছেন সালমান? কেন প্রকাশ্যে দেখা যাচ্ছে না তাকে? সৌদি কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো মন্তব্য না করলেও ইরান ও রুশ গণমাধ্যম সৌদি যুবরাজ নিহত হয়েছেন বলে দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে নির্ভরযোগ্য কোনো সূত্রের কথা উল্লেখ না করলেও বেশ কিছু পয়েন্টের ভিত্তিতে সৌদি যুবরাজ নিহত হয়েছেন বলে ধারণা করছে। রাশিয়ায় স্পুতনিক নিউজ, ইরানের ফার্স নিউজ ও প্রেস টিভিতে এ সংবাদ প্রকাশিত হয়েছে। ইরানের গণমাধ্যমগুলো দাবি করছে, গত ২১ এপ্রিল রিয়াদের রাজপ্রাসাদে একটি অভ্যুত্থানচেষ্টা হয়। সেখানেই গোলাগুলি চলার সময় সৌদির প্রভাবশালী যুবরাজ সালমান নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফার্সি ভাষায় প্রকাশিত কাইহান পত্রিকা দাবি করছে, অজ্ঞাত একটি আরব দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে একটি গোয়েন্দা প্রতিবেদনে যুবরাজ নিহত হওয়ার খবরটি পাঠানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২১ এপ্রিল সৌদির রাজপ্রাসাদে হামলার সময় যুবরাজ সালমানের শরীরে দুটি বুলেট আঘাত হানে। তিনি হয়তো মারা গিয়েছেন। কারণ ওই ঘটনার পর যুবরাজকে আর প্রকাশ্যে দেখা যায়নি।...