সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে স্বদেশি সহকর্মীর ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মামুন নামে (৩৫) এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আবদুল্লাহ আল মামুনের (৩৫) বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি থানার দৌলতপুর গ্রামে। তাকে হত্যার সন্দেহভাজন মোহাম্মদ ইদ্রিসের (৪০) বাড়ি চট্টগ্রামের বহদ্দার হাটে। আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অফিসার রেজাউল আলম জানান, ঈদের দ্বিতীয় দিন শনিবার স্থানীয় সময় দুপুরে আবুধাবির মোসাফফাহর ৩৭ নম্বর ইন্ডাস্ট্রিয়াল জোনে এই হত্যাকাণ্ড ঘটে। মামুনের লাশ আবুধাবি সেন্ট্রাল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। রেজাউল বলেন, মামুন ও ইদ্রিস দুইজনই স্থানীয় একটি টার্নিং ওয়ার্কশপে কাজ করতেন। সামান্য খাবার নিয়ে তর্কাতর্কি থেকে এ হত্যাকাণ্ড ঘটে।
খবরের সন্ধানে