Skip to main content

Posts

Showing posts from October, 2017

চাকা খুলে গেলেও নিরাপদে অবতরণ বিমানের

৬৭ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে। সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা হলে উড়োজাহাজটির পেছনের চাকা খুলে রানওয়েতে পড়ে যায়।  নিরাপদ অবতরণের চেষ্টায় সিভিল অ্যাভিয়েশন, ফায়ার সার্ভিস ও এয়ারপোর্ট কর্তৃপক্ষ প্রায় এক ঘণ্টা চেষ্টা চালান। সকাল সাড়ে ১০টার কিছু পরে ঢাকায় নিরাপদে অবতরণ করে বিমান বাংলাদেশের ড্যাশ-এইট বিমানটি। বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন আতিক। এ ঘটনায় বিমানের ডেপুটি চিফ অব ফ্লাইট ক্যাপ্টেন এনামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ বিভাগের জিএম শাকিল মেরাজ।

বাড়ি নির্মাণে প্রবাসীরা দুই কোটি টাকা ঋণ পাবে

বাড়ি নির্মাণ করতে প্রবাসীদের ঋণ দেওয়ার কথা জানিয়েছে রূপালী ব্যাংক। মাত্র ৯ শতাংশ সুদে এ প্রকল্পে আওতায় প্রত্যেককে সর্বোচ্চ দুই কোটি টাকা ঋণ দেওয়া হবে। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি সেন্টারে ‘বাংলাদেশে অর্থ প্রেরণে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ সব কথা বলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান। রূপালী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। ঋণের আবেদনপত্রে নিজের পাসপোর্ট ও কর্মক্ষেত্রের প্রত্যয়নপত্র অথবা ট্যাক্স দেওয়ার কপি জমা দিতে হবে। বাংলাদেশের একজন গ্যারান্টারও লাগবে। এ প্রক্রিয়া দ্রুত চালু করতে রূপালী ব্যাংকের সদর দফতরে ‘প্রবাসী হেলপ ডেস্ক’ চালু করা হচ্ছে বলেও জানান আতাউর রহমান। এবিসিসিআই নামের একটি সংস্থার উদ্যোগে ও সংস্থার প্রধান হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন। সেমিনারে আরো বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে এ মোমেন, ফাহাদ সোলায়মান, পল খান ও আব্দুর রাজ্জাক।

দুই বোনকে আটকে রেখে পাঁচ দিন ধরে ধর্ষণ

গাজীপুরের শ্রীপুরে স্কুলে যাওয়ার পথে দুই বোনকে অপহরণের পর পাঁচ দিন ধরে ঘরে আটকে রেখে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এই অভিযোগে দুইজনকে আটক করে রবিবার সন্ধ্যায় পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃত হানিফা (৩৫) গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের নুরুল হুদার ছেলে। অপরজন শাহিন আলম (১৮) একই গ্রামের হযরত আলী ছেলে। ধর্ষণের শিকার কিশোরীদের স্বজনেরা ধর্ষিতাদের বরাত দিয়ে ঢাকাটাইমসকে জানান, ধর্ষিতা দুই কিশোরী পৌর এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তারা উভয়ই সম্পর্কে চাচাতো বোন। ১৮ অক্টোবর দুপুরে অষ্টম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে যাওয়ার পথে তাদের দুইজনকে জোর করে প্রাইভেট কারযোগে অপহরণ করেন অভিযুক্ত হানিফা ও শাহিন। পরে তারা পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকা উপজেলার সিড স্টোর বাজারের পাশে একটি বাড়িতে আটকে রেখে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে গত পাঁচ দিন ধরে একাধিকবার ধর্ষণ করে। এসময় তাদের শারীরিকভাবেও নির্যাতন করা হয়। বিশেষ কাজে অভিযুক্ত দুইজন বাসা থেকে বের হলে তাদের মুঠোফোনে বাড়িতে তাদের অবস্থান জানানো হলে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ধর্ষকদের আটক ক...

জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় কেন, না করলে সমস্যা কী

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং সকালবেলা ঘুম থেকে উঠার পর দিন শেষে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত গোটা জীবনের সব ধরনের কাজের দিক-নির্দেশনা ইসলামে প্রদত্ত হয়েছে। ইসলামের কিছু বিধান এসেছে সরাসরি আল্লাহ মহানের পক্ষ থেকে। যাকে আমরা পবিত্র কুরআনের মাঝে পেয়ে থাকি। এছাড়া ইসলামের আরো কিছু বিধান সাব্যস্ত হয়েছে ইসলামের নবী হজরত মুহাম্মাদ (সা.)-এর জীবন যাপন প্রক্রিয়ার মাধ্যমে। তবে জেনে রাখার বিষয় হলো- রাসূলের (সা.) জীবন যাপন প্রক্রিয়াও মূলত আল্লাহ মহানের নির্দশনায় বাস্তবায়িত হয়েছে। মুসলিম সমাজে এখন পবিত্র হজের পবিত্র আবহ বিরাজ করছে। বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশ থেকে হজব্রত পালনের উদ্দেশ্যে অনেকেই সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। পবিত্র হজ পালনের মৌসুমে কিছু বিষয় বা বস্তু নিয়ে বিশ্বব্যাপি আলোচনা হয়। তার মাঝে জমজমের কূপের পানির বিষয়টি অন্যতম। এমন কোনো হাজি সাহেব পাওয়া যাবে না, যিনি হজ শেষে পবিত্র এই কূপের পানি সঙ্গে করে না নিয়ে আসেন। জমজম কূপের পানি আল্লাহ মহান প্রদত্ত একটি নেয়া্মত। আমরা জানি, সাধারণত পানি বসে পান করা সুন্নাত। কিন্তু জম...

কুরআনের ভুল খুঁজতে গিয়ে অবশেষে নিজেই মুসলমান হন কানাডার অধ্যাপক

ড. গ্যারি মিলার ছিলেন কানাডার একজন খ্রিষ্ট ধর্ম প্রচারক। তিনি পবিত্র কুরআনের ভুল খোঁজার চেষ্টা করেছিলেন, যাতে ইসলাম ও কুরআন বিরোধী প্রচারণা চালানো সহজ হয়। কিন্তু ফল হয়েছিল বিপরীত। তিনি বলেন, আমি কোন একদিন কুরআন সংগ্রহ করে তা পড়া শুরু করলাম। প্রথমে ভেবেছিলাম কুরআন নাযিল হয়েছিল আরবের মরুচারীদের মধ্যে। তাই এতে নিশ্চয় মরুভূমি সম্পর্কে কথা থাকবে। কুরআন নাযিল হয়েছিল ১৪০০ বছর আগে। তাই খুব সহজেই এতে অনেক ভুল খুঁজে পাব ও সেসব ভুল মুসলিমদের সামনে তুলে ধরব বলে সংকল্প করেছিলাম। কিন্তু কয়েক ঘণ্টা ধরে কুরআন পড়ার পরে বুঝলাম আমার এসব ধারণা ঠিক নয়, বরং এমন একটা গ্রন্থে অনেক আকর্ষণীয় তথ্য পেলাম। বিশেষ করে সূরা নিসার ৮২ নম্বর আয়াতটি আমাকে গভীর ভাবনায় নিমজ্জিত করে। সেখানে আল্লাহ বলেন, ‘এরা কী লক্ষ্য করে না কুরআনের প্রতি? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারও পক্ষ থেকে নাযিল হ’ত, তবে এতে অবশ্যই বহু বৈপরিত্য দেখতে পেত’। খ্রিষ্ট ধর্ম প্রচারক গ্যারি মিলার এভাবে ইসলামের দোষ খুঁজতে গিয়ে মুসলিম হয়ে যান।

কি হয় বাঁ হাতের তালু চুলকালে?

সমাজে একটি কথা প্রচলিত আছে। ডান হাতের তালু চুলকালে অর্থ আয় হয়। আর বাম হাতের তালু চুলকালে খরচ বাড়ে। তবে একেবারেই অন্য কথা জানায় ভারতীয় বাস্তুশাস্ত্র কিন্তু এমন সংস্কারের পিছনে কি আদৌ কোনও যুক্তি কাজ করে? দেশীয় সংস্কার বলে, বাঁ হাত চুলকানোর অর্থ লক্ষ্মী ছেড়ে যাওয়া। এমন ক্ষেত্রে হঠাৎ অর্থনাশ, চুরি, ডাকাতি অথবা অন্য কোনও ক্ষেত্রে বিপুল খরচ ঘটতে পারে বলে আশঙ্কা করে এই সংস্কার। আবার অন্যদিকে ডান হাত চুলকালে ধরে নেওয়া হয় লক্ষ্মীলাভের সম্ভাবনা। হঠাৎ অর্থাগম, কোনও দূর আত্মীয়ের সূত্রে সম্পত্তিলাভ, নিজেরই লুকিয়ে রাখা এবং পরে ভুলে যাওয়া টাকা হাতে আসা ইত্যাদি যা খুশি ঘটতে পারে বলে মনে করা হয়।-ভারতীয় একটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। সংস্কার অনুসারে উপরের বক্তব্য কেবল পুরুষের জন্য প্রযোজ্য। মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই উল্টো। সেখানে ডান হাত চুলকালে অর্থহানি আর বাম হাতে অর্থলাভের কথা বলা হয়। কিন্তু একেবারেই অন্য কথা জানায় ভারতীয় বাস্তুশাস্ত্র। এই মত অনুসারে, হাতের পাতা চুলকানোর অর্থ দেহে শক্তির সংবহন। বাঁ হাত আমাদের দেহের একটি অপ্রত্যক্ষ অঙ্গ। এক্ষেত্রে যদি অর্থব্যয় হয়, তা হলে তাক...

মালয়েশিয়ায় ৩৯ বাংলাদেশিসহ ১১৩ জন আটক

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বৃহস্পতিবার সেলাঙ্গর প্রদেশের ক্যালাং এলাকায় একটি সুপার মার্কেটে অভিযান চালিয়ে ৩৯ জন বাংলাদেশিসহ ১১৩ জন অবৈধ প্রবাসী শ্রমিককে আটক করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘ওপস মাহির’ নামে অভিযানটি চালায় দেশটির অভিবাসন পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে নেপালের ৪০, বাংলাদেশের ৩৯ এবং পাকিস্তানের ২৭ জনসহ অন্য দেশের আরো অনেকেই ছিল। অভিবাসন পুলিশের মহাপরিচালক দাতুক সেরী মোস্তফার অলি বলেন, ‘বেশ কয়েকটি কোম্পানি লাইসেন্স বিহীন কোম্পানির কাছ থেকে শ্রমিকদের নিয়ে এসে, তাঁদেরকে কাজে নিয়োগ করেছে। তাই আমরা তাঁদের আটক করেছি।’ জালিয়াতি চক্রের সাথে ৩টি কোম্পানি জড়িত আছে বলে তিনি জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত, আটককৃতদের  বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশনে রাখা হয়েছে। সূত্র: প্রবাস কথা

রোহিঙ্গাদের বিপন্নতা দেখতে বাংলাদেশে আসছেন জর্ডানের রানি

                          জর্ডানের রানি রানিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে বাংলাদেশে আসছেন জর্ডানের রানি রানিয়া আবদুল্লাহ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) বিবৃতি থেকে রানিয়ার বাংলাদেশ সফর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। বিবৃতিতে বলা হয়েছে ২৩ অক্টোবর সোমবার তিনি বাংলাদেশে পৌঁছাবেন। গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধন অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ইতোমধ্যে ৫ লাখ ৮২ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা ৬ লাখেরও বেশি। এখনও থামেনি রোহিঙ্গা স্রোত। পালিয়ে আসা বিপুল পরিমাণ মানুষের মানবিক সহায়তা নিশ্চিতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে। শরণার্থী শিবিরগুলোতে ক্ষুধা আর রোগের শঙ্কা বিরাজ করছে ভয়াবহভাবে। রোহিঙ্গাদের এই বিপন্নতা দেখতেই রানিয়া বাংলাদেশে আসছেন। রানিয়া আল আবদুল্লাহ আইআরসির একজন বোর্ড সদস্য। একইসঙ্গে তিনি জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থার একজন পরামর্শক। ত...

দ. আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা; প্রবাসীদের মাঝে আতঙ্ক

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় ওই এলাকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশির মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ বিভাগের আমটাটা এলাকার লিবোডিতে এই ঘটনা ঘটে। নিহত ওই বাংলাদেশির নাম সোলাইমান মিয়া। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা এলাকার বাসিন্দা। স্থানীয় কয়েকজন প্রবাসী জানায়, ঘটনার দিন সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ বিভাগ এর আমটাটা জেলার লিবোডিতে গ্যারাজে গাড়ি রেখে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সামনে আসা মাত্র একজন অস্ত্রধারী কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী সোলাইমানকে লক্ষ করে এলোপাথাড়ি ভাবে গুলি ছুড়তে থাকে । পরে খুব কাছে থেকে মাথায়, পেতে, হাতে গুলী করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ২০০৩ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন তিনি। হয়তো পুর্বশত্রুতার কারণে সোলাইমানকে খুন করা হতে পারে । কেননা সন্ত্রাসী গুলী করে সোলাইমানকে মৃত্যু নিশ্চিত করে চলে গেছে কিন্তু তার টাকা বা মালামাল নিয়ে যায়নি। যে কারণে এটা পূর্ব শত্রুতার জের বলে ধারণা করছে তাঁরা। সোলাইমানের লাশ বাংলাদেশে কবে নাগাদ প...

Mashaba says immigration is at ‘crisis level’

The mayor of the City of Johannesburg has called on the Department of Home Affairs to intervene and help the council deal with the issue of illegal immigrants. In a statement released on Thursday‚ Mashaba said “illegal immigration” had reached “crisis level”. “In the interests of inter-governmental relations as espoused in the Constitution‚ I have on numerous occasions sought an audience with the Department of Home Affairs‚ in good faith. So far‚ these attempts have been in vain. I have instructed the City’s legal team to investigate all legal options available to the City to compel the Department of Home Affairs‚ to address the issue of illegal immigration in the City of Johannesburg. I expect papers to be filed in court in the coming weeks‚” Mashaba said. He added: “The Department of Home Affairs has a constitutional obligation to address this issue. So far‚ the department’s conduct on this matter can be described in one word - dismal.” Mashaba recently got the go-ahead i...

দক্ষিণ আফ্রিকা প্রবাসী মাহবুবকে ফিরে পাবার আকুতি পরিবারের

নিখোঁজ সংবাদের ভিড়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসী মোঃ মাহবুব রহমান। তিনি ২০০৮ সালে মধ্যপ্রাচ্যের দুবাই থেকে পারিবারিক অবস্থাতে আরেকটু স্বচ্ছলতা আনতে দক্ষিণ আফ্রিকা আসেন। দক্ষিণ আফ্রিকায় আসার পর প্রথম এক বছর বেশ ভালো ছিলো। কিন্তু এক বছরের মাথায় পারিবারিক বিভেদে ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত পরিবারের কারো সাথে কোনো যোগাযোগ নাই। কেউ জানে না কোথায় কি অবস্থায় আছেন তিনি। আদৌ কি বেঁচে আছে না মারা গেছেন? অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দক্ষিণ আফ্রিকায় আসার প্রথম দিকে তার গ্রামের বা পরিচিত কেউ না থাকার কারণে সে সময় থেকে তেমন একটা খোঁজ নিতে পারেনি তার আত্মীয়-স্বজন। ছেলের এমন নিরুদ্দেশ বাবা-মা দু’জনেই অসুস্থ হয়ে পড়ে। এক সময় তাকে না পাওয়ার বেদনায় বাবা-মা দুজনই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে পরোপারে পাড়ি জমান। তার একমাত্র বড় ভাই সৌদি আরব প্রবাসী মোঃ নূরুল কবীর। মাহাবুব রহমানের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায়। পিতার নাম কালা মিয়া (মৃত), গ্রাম খাজেরিয়া আকবর পারা। বড় ভাই মোঃ নূরুল কবীরের আকুতি তার ছোট ভাইকে যেনো জীবিত আবার পরিবারের মাঝে ফিরে পায়। যদি কেউ মাহবুব...

রান্নার লাকড়ির জন্য গাছের শেকড়ও কেটে ফেলছে রোহিঙ্গারা

রোহিঙ্গারা বাংলাদেশে আসার আগেই জুম চাষ ও নানা কারণে টেকনাফ ও উখিয়ার পাহাড়গুলো ন্যাড়া করা হয়েছিল। ন্যাড়া পাহাড়গুলো আবারও সবুজ হতো। পাহাড়ে থাকা গাছের শেকড় থেকেই নতুন গাছ জন্মাতো। কিন্তু এখন সেইসব ন্যাড়া পাহাড়গুলো বিরান ভূমিতে পরিণত হয়েছে। সবুজের বদলে চোখে পড়ে শুধু রোহিঙ্গা ঝুপড়ি। পাহাড়গুলো একেক করে রোহিঙ্গাদের দখলে চলে গেছে। রান্না করতে পাহাড়ে থাকা গাছের শেকড়ও তুলে ফেলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এভাবে চলতে থাকলে উখিয়া ও টেকনাফ থেকে হারিয়ে যাবে বনভূমি। যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। নতুন ও পুরনো মিলিয়ে এখন ১০-১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। নতুন করে আশ্রয় নেওয়া পাঁচ লাখের বেশি রোহিঙ্গাদের রান্না করতে দৈনিক অন্তত ৫ লাখ কেজি লাকড়ি প্রয়োজন। তাই,কক্সবাজারের উখিয়া,টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বনভূমিই ভরসা তাদের। তারা বনের গাছ-বাঁশ কেটে তৈরি করছে ঘর-বাড়ি। আর ব্যবহার করছে জ্বালানি কাজে। এছাড়া কাটা হচ্ছে পাহাড়। এতে উজাড় হচ্ছে বনাঞ্চল। কক্সবাজার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সাইফুল এরশাদ বলেন, ‘মানবিক সহায়তা করতে রোহিঙ্গাদের জন্য দেশের ব...

এ কেমন কটূক্তি বাংলাদেশি বোলারদের নিয়ে?

 আফ্রিকার একসময়ের জনপ্রিয় ক্রিকেটার অ্যালান ডোনাল্ড বাংলাদেশের বোলারদের ‘স্মার্ট’ হওয়ার তাগিদ দিয়ে  বলেছেন, ‘বাংলাদেশের বোলারদের স্মার্ট হতে হবে। শুধু দক্ষতা থাকলেই সফল বোলার হওয়া যায় না; সাফল্য পেতে হলে স্মার্টনেসটা খুব জরুরি। যদি ওয়ালশের থেকে ওরা কিছু শিখতে না পারে, তাহলে বলব যথেষ্ট স্মার্ট ওরা নয়।’ চলমান বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে নিয়ে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অ্যালান ডোনাল্ড। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বেশ কিছু ভালো বোলার আছে। কিন্তু বুদ্ধি করে বোলিং করতে তেমন কাউকে দেখি না। অবশ্য এতটা বলা আমার হয়তো ঠিক হচ্ছে না। কারণ আপনাদের দেশের সব খেলা যে বল ধরে ধরে আমি দেখি, তা নয়।’ এ সময় সাবেক পেসার ফিরে যান তার সময়ের গল্পেও, ‘আমি মনে করি, নিজের বোলিংয়ের সময় বোলাররাই অধিনায়ক। দলের অধিনায়ক ফিল্ডিং সাজাবেন সত্যি কিন্তু পরিকল্পনাটি বোলারের সঙ্গে মিলে করতে হয়। আমরা যেমনটা করতাম। হ্যান্সি (ক্রনিয়ে), আমি, শন (পোলক) মিলে খুঁজে বের করতাম ব্যাটসম্যানের দুর্বলতা। ওদের জন্য ফাঁদ পেতে কিভাবে আউট করা যায়। আমি তো আজ বাংলাদেশের কোনো বোলারকে দে...

সংসার নিয়ে ব্যস্ত দাপুটে অভিনেত্রী

সংসার। এই শব্দটির সঙ্গে জড়িয়ে আছে সুখ-দুঃখ, হাসি-কান্না। সংসার করে হয়তো কেউ সুখি অথবা কেউ দুঃখী। আর এই নিয়েই তো জীবন। সেই সংসার জীবনে কিছু চাওয়া থাকে, কিছু পাওয়া থাকে। কখনও পূরণ হয়, আবার কখনও পূরণ হয়না। কিন্তু তাই বলে তো আর থেমে নেই জীবন। অনেক স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছে জীবন। বেঁচে থাকতে হলে প্রয়োজন জীবিকার।সেই জীবিকার তাগিদেই সবাই যে যার মতো ব্যস্ত হয়ে পড়েন। অথচ এই সংসার নিয়েই নিজেদের কর্মের জায়গা ছেড়ে দিয়ে শুধুমাত্র সংসার নিয়েই ব্যস্ত রয়েছেন এক সময়কার জনপ্রিয় ২ তারকা। তারা হলেন অভিনেত্রী রোমানা ও বিন্দু। তারা অভিনয়ের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গড়লেও পরবর্তীতে তারা হয়ে উঠেছেন ‘ফুলটাইম সংসারী’। অভিনয় তো ছেড়েছেন, সেই সঙ্গে ছেড়েছেন নিজের দেশও। রোমানা খান: জনপ্রিয় অভিনেত্রী রোমানা খান। এ মুহূর্তে আমেরিকাতে অবস্থান করছেন। স্থায়ীভাবেই বাস করছেন নিউইয়র্কে। দেশে ফিরবেন কি ফিরবেন না, এমন কিছুই জানা যায়নি। গত বছরই বিয়ে করেছিলেন আমেরিকার বাংলাদেশি প্রবাসী ও ব্যবসায়ী এলিন রহমানকে। এরপর থেকে স্বামীর সঙ্গে সেখানেই স্থায়ী হয়েছেন রোমানা। বিয়ের পর বেশ সুখেই আছেন জনপ্রিয় এ অভিনেত্রী। আর সেটা তার...

যে কারণে ছাত্রীদের ছেঁড়া জিন্সে নিষেধাজ্ঞা

ক্যাম্পাসে ছাত্রীদের ছেঁড়া জিন্সে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মিশরের আলেক্সান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন। দেশটির একটি পত্রিকার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমগুলো জানিয়েছে, আলেক্সান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন তারেক সরু সম্প্রতি একটি নোটিশে জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে এমন ছেঁড়া জিন্স পরে ক্যাম্পাসে অবস্থান করা যাবে না। তবে ছেঁড়া পোশাক শরীরের বিভিন্ন অংশ প্রদর্শনের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে নষ্ট করে বলেও জানান তিনি। নোটিশে তিনি আরো বলেন, খোলামেলা পোশাক তরুণদের মধ্যে যৌন অনুভূতি জাগিয়ে দিতে পারে, যার ফলে ক্যাম্পাসে যৌন হয়রানির ঘটনা ঘটতে পারে। ’ জানা গেছে, নিষেধাজ্ঞার প্রথম কয়েকদিন ক্যাম্পাসে ছেঁড়া প্যান্ট পরিহিত কয়েকজন শিক্ষার্থীকে ধরেছেন সেই ডিন। যদিও ডিনের এই নিষেধাজ্ঞার পক্ষে-বিপক্ষে মিশরজুড়ে বিতর্ক চলছে।

কেমন দেশ দক্ষিন আফ্রিকা

  ক্যাপটাউন বর্ণবাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম, কারাভোগ ও অবশেষে সাফল্যের জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নেলসন ম্যান্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকা। স্বর্ণ ও হীরাসহ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশটি আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণ প্রান্তে অবস্থিত। পশ্চিমে আটলান্টিকের এবং দক্ষিণ ও পূর্ব দিকে ভারত মহাসাগরের ২৭৯৮ কিলোমিটার বা ১৭৩৯ মাইল উপকূল ঘেরা নয়নাভিরাম ভূখণ্ড নিয়ে এটি গঠিত। উত্তর-পশ্চিমে নামিবিয়া, উত্তরে জিম্বাবুয়ে ও বতসোয়ানা এবং উত্তর-পূর্বে রয়েছে মোজাম্বিক ও সোয়াজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্ব অংশের একটি অংশ নিয়ে রয়েছে লেসোথো রাজ্য, যার আয়তন ক্যালিফোর্নিয়ার প্রায় তিন গুণ। ইতিহাস : দক্ষিণ আফ্রিকায় যারা প্রথমে বসতি স্থাপন করে তারা স্যান নামে পরিচিত। এরপর আসে খৈ খৈ ও বান্টু ভাষার লোকজন। আফ্রিকার অন্যান্য অঞ্চল থেকে এরা যাযাবর হিসেবে এখানে আসে। ১৫০০ খ্রিষ্টাব্দে কেপ সাগরপথ আবিষ্কারের দেড় শ’ বছর পর ১৬৫২ খ্রিষ্টাব্দে হল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে একটি বিশ্রামকেন্দ্র স্থাপন করে। পরে সেটাকেই কেন্দ্র করে গড়ে ওঠে কেপটাউন শহর। তখন সেখানে বাস করত স্থায়ী জোনা ও জুলু সম্প্রদায়।...