Skip to main content

Posts

Showing posts from January, 2018

নোয়াখালীতে নকল ওষুধ তৈরি কারখানা সিলগালা

নোয়াখালীতে একটি নকল ওষুধ তৈরির কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। র‌্যাব জানায়, সোমবার সন্ধ্যার দিকে সদর উপজেলার চরমটুয়া এলাকায় আলাক্সা ফার্মাসিটিক্যাল নামে একটি ওষুধ তৈরির কারখানায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইয়াছিন আরাফাতের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার বৈধ লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে আমেরিকা, ব্রিটেন ও ভারতসহ বিভিন্ন দেশের ওষুধের ব্র্যান্ড নকল করে ওষুধ তৈরির অভিযোগে কারখানাটি সিলগালা করা হয়। পাশাপাশি এ ঘটনায় জড়িত ৬ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

অ্যান্ড্রয়েড ফোনের ১০টি চমকপ্রদ টিপস্ !

মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে প্রতিনিয়তই আমাদেরকে নানা রকম সমস্যায় পড়তে হয়। কখনো কখনো খুব সাধারণ একটি সমস্যার জন্য আমরা শরণাপন্ন হই সার্ভিস সেন্টারের। তাই আমরা এমন কিছু সমস্যা ও তার সমাধান প্রক্রিয়া তুলে ধরেছি যেগুলো খুব সহজে আপনি নিজেই করতে পারবেন। এতে করে একদিকে আপনার যেমন সময় সাশ্রয় হবে অন্যদিকে নিজেই হয়ে উঠবেন মোবাইল এক্সপার্ট।      ১. ফোনের সাউন্ড খুবই কম অনেক সময় দেখা যায় ফোনের সাউন্ড খুব কম থাকে, এক্ষেত্রে গুগল প্লে থেকে AudioBoost নামের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। এটি আপনার ফোনের সাউন্ড ৩০% বৃদ্ধি করবে। ২. ওয়াই-ফাই কানেক্ট হয় না ওয়াইফাই সংযুক্ত না হওয়া, এটি একটি কমন সমস্যা। এক্ষেত্রে আপনার এন্ড্রয়েড ফোন এ wi-fi > Settings > Menu > Advance  এবং stay connected সিলেক্ট করুন। রেঞ্জ এর মধ্যে থাকলে আপনার এন্ড্রয়েড দিয়ে ওয়াই-ফাই কানেক্ট হয়ে যাবে। বিশেষ করে নতুন ওয়াইফাই কানেক্ট করতে গেলে এই ধরনের সমস্যায় বেশি পড়তে হয়। ৩. এসডি কার্ড পাচ্ছে না এসডি কার্ডে সমস্যার কারণে এটি হতে পারে। তাই প্রথমে ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ এর মাধ্যমে এসডি কার্ড ...

মহাকাশে মৃত্যু হলে লাশের কি হয়?

মানুষ মরণশীল। যেখানেই যাই, যে অবস্থাতেই থাকি না কেন, মৃত্যুর স্বাদ আমাদের সবাইকেই পেতে হবে। তবে মৃত্যুর পর আমাদের মৃতদেহ পচে-গলে যায় এটা আমরা সবাই জানি, কিন্তু মহাকাশে মৃতদেহের কি হয় তা কি আমরা জানি? কারণ মহাকাশে অল্প ঘনত্বের বস্তু বিদ্যমান। অর্থাৎ শূন্য মহাশূন্য পুরোপুরি ফাঁকা নয়। প্রধানত, অতি অল্প পরিমাণ হাইড্রোজেন প্লাজমা, তড়িৎচুম্বকীয় বিকিরণ, চৌম্বক ক্ষেত্র এবং নিউট্রিনো এই শূন্যে অবস্থান করে। তাত্ত্বিকভাবে, এতে কৃষ্ণবস্তু এবং কৃষ্ণশক্তি বিদ্যমান।মহাশূন্য এমন অনেক কিছু আছে যা মানুষ এখনও কল্পনা করতে পারেনি। তাই পৃথিবীর মত মহাকাশে মৃতদেহ পচে না। তবে কি হয়? মহাকাশে লাশটা পচার সুযোগ পাবেনা। কারণ রেডিয়েশন ও বায়ুশূন্যতায় শরীরের যত ব্যাকটেরিয়া আছে, ওগুলো মারা যাবে বা শীতনিদ্রায় চলে যাবে। লাশটা যদি পৃথিবীর কক্ষপথের সাথে চলে তবে তা কম চাপের কারণে সিদ্ধ হয়ে মমিতে পরিণত হবে। অনেকটা ইতালির পম্পেইতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ধ্বংস হওয়া নগরীতে যেমন লাশ উদ্ধার হয়েছিল তেমন। আবার যদি লাশটা পৃথিবীর কক্ষপথ থেকে সৌরজগতের বাইরের দিকে থাকে, যেখানে তাপমাত্রা শূন্যের নীচে, লাশটা জমে শক্ত হয়ে...

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ আহত ৩

মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবনে ক্রেন দুর্ঘটনায় এক ইন্দোনেশীয় নিহত ও দুই বাংলাদেশিসহ ৩ জন আহত হয়েছেন।  আহত অপর শ্রমিক ইন্দোনেশিয়ার নাগরিক। মঙ্গলবার সকালে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত ২ বাংলাদেশি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর নির্মাণ প্রকল্পের কাজ স্থগিত করতে নোটিশ দিয়েছে সেদেশের কর্তৃপক্ষ।

কাতারে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি নাগরিক বেলায়েত হোসেন মিলন মুন্সি মারা গেছেন। বুধবার দোহা হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গেল রোববার কাতারি নাগরিকের প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। নিহতের বাড়ী ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্ব মধুগ্রামে। তিনি জাহাঙ্গীর মুন্সীর ছেলে। নিহতের মরদেহ দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি কাতারে একটি লিমুজিন ট্যাক্সি কোম্পানিতে ৪ বছর কর্মরত ছিলেন।  কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম জানান, নিহতের মরদেহ দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানো হবে। অভিযুক্ত প্রাইভেটকারের মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ নেয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান।

প্রতিদিন বিমানে করে অফিসে যান তিনি!

পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ভিত্তিক একটি টেক প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা কার্ট ভন বান্দিস্কি। প্রতিদিন লস এঞ্জেলস থেকে সান ফ্রান্সিসকোতে প্রায় ৭৭০ মাইল পাড়ি দিয়ে অফিস করেন। তার এই দীর্ঘপথের যাতায়াতের মোট ছয় ঘণ্টার বেশিরভাগ সময়ই থাকতে হয় বিমানে। সপ্তাহে পাঁচ দিন কাজ করেন তিনি। সকাল ৫টায় ঘুম থেকে উঠে ১৫ মিনিট গাড়ি চালিয়ে লস এঞ্জেলসে নিজের বাড়ি থেকে বব হোপ বারব্যাংক বিমানবন্দরে যান। সেখান থেকে বিমানে চড়ে ৯০ মিনিটে যান অকল্যান্ডে। এই সময়ে তিনি পাড়ি দেন ৩৫৩ মাইল বা ৫৬৮ কিলোমিটার। ক্যালিফোর্নিয়া ভিত্তিক এয়ারলাইন প্রতিষ্ঠান সার্ফ এয়ারের ভবনের পাশেই গাড়ি পার্ক করেন তিনি। প্রতিমাসে তার যাতায়াতের জন্য দিতে হয় ২ হাজার ৩০০ ডলার। বিমানে উঠতে খুব একটা বেশি ঝামেলায়ও পড়তে হয় না তাকে। সামান্য কিছু চেক সেরে কয়েক মিনিটেই বিমানে উঠতে পারেন তিনি। বিমানে উঠেও কাজ করেন তিনি। অকল্যান্ডে পৌঁছানোর পর আবার গাড়িতে উঠে সানফ্রান্সিকোর উদ্দেশে রওনা দেন বান্দিস্কি। তবে এই যাত্রায় তাকে পড়তে হয় আবহাওয়াগত সমস্যায়। অনেক সময় দেখা যায় লস এঞ্জেলসে হয়তো দেখে এসেছেন রোদ্দুর, কিন...

সাকিবকে ‘মুক্ত’ করে দিলো কলকাতা নাইট রাইডার্স

আইপিএলে সাকিব আল হাসান মানেই যেন কলকাতা নাইট রাইডার্স। একে তো পশ্চিমবঙ্গের দল, যাদের সাথে বাংলাদেশের মিল অনেক; সেই সাথে সাকিব আবার সেই দলের ক্রিকেটার। আইপিএল দেখা বাংলাদেশের অর্ধেকেরও বেশি সমর্থকের প্রিয় দল ছিল তাই কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশিদের কলকাতা নাইট রাইডার্সের প্রতি আরেকটা কারণ ছিল- আইপিএলের মতো হেভিওয়েট টুর্নামেন্টে নিয়মিত প্রতিনিধিত্ব করে আসছেন কেবল সাকিবই, আর সেই সাকিব যে দলের সমর্থক সেই দলের প্রতিই তো থাকবে সমর্থকদের সমর্থন। তবে এবার কলকাতার সেই সমর্থনে কিছুটা ভাঁটা দেখা দিতে পারে। কেননা দীর্ঘদিনের সেনানী সাকিব আল হাসানকে যে ছেড়ে দিয়েছে কলকাতা! ছেড়ে দেওয়ায় অবশ্য সাকিবের আইপিএলে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। বরং আবার সেই কলকাতার জার্সি গায়েই দেখা যেতে পারে সাকিবকে! তবে সাকিবকে কার্যত ‘মুক্তি’ দিয়েছে কেকেআর। নিয়ম অনুযায়ী প্রতি আসর শেষে পরের আসরের জন্য নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড় দলে ধরে রাখা যায়। গত সাত বছর ধরে সাকিবকে নিজেদের ডেরায় ধরে রেখেছিল বলিউড তারকা শাহরুখ খানের দল। তবে এবার আর সেই পথে হাঁটছে না আইপিএলের অন্যতম সফল দলটি। সাকিবকে এবার তারা ছেড়ে দিচ্ছে নিলামের টেবিল...

এবার ফোরজি ভার্সনে আছে নকিয়া ৩৩১০

থ্রিজি ভার্সনের পর এবার ফোরজি ভার্সনে আছে নকিয়া ৩৩১০। সম্প্রতি ফোরজি ভার্সনের নকিয়ার এই ফোনটি চীনের মোবাইল ফোন সার্টিফিকেশন অথোরিটি টিইএনএএ-তে তালিকাভূক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে ২০১৮ সালের জানুয়ারিতে ফোরজি ভার্সনের নকিয়া ৩৩১০ বাজারে পাওয়া যাবে। ফোরজি ভার্সনের নকিয়া ৩৩১০ এর মডেল নম্বর টিএ-১০৭৭। ফোনটি টিইএনএএ-এর তালিকাভূক্ত আছে। নকিয়ার এই ফিচার ফোনটি আলিবাবার ইয়ুন অপারেটিং সিস্টেমে চলবে। এই অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের কাস্টমস ভার্সন। এবছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া তাদের নস্টালিজিক এই ফোন প্রদর্শন করে। এর কয়েক মাস পর ফোনটি বাজারে আসে। শুরুতে ফোনটি টুজি ভার্সনে পাওয়া যাচ্ছিল। গ্রাহকদের অনুরোধের সেপ্টেম্বরে বাজারে আসছে নকিয়া ৩৩১০ এর থ্রিজি ভার্সন। এবার আসছে ফোরজি ভার্সন। নকিয়া পাওয়ার ইউজার ওয়েবসাইটের তথ্য মতে, ফোনটি ফেব্রুয়ারিতে প্রদর্শন করা হবে। এর পরের মাস অর্থাৎ মাসে ফোনটি বাজারে বিক্রি করা হবে। নকিয়া ৩৩১০ ফোনটিতে রয়েছে ২.৪ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৪০X৩২০ পিক্সেল। এতে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে।  ব্যাকআপের জন্য ফ...

যে দেশে ১লা জানুয়ারি ‘সকলের জন্মদিন’

আফগানিস্তানের বাসিন্দা ৪৩ বছর বয়সী সামাদ আলাবির জন্মদিন পহেলা জানুয়ারি। শুধু তিনিই নন, একই দিনে তার স্ত্রী, দুই ছেলে ও ৩২ জন বন্ধু ছাড়াও হাজার হাজার আফগানবাসীর জন্মদিন। বার্তা সংস্থা এএফপি’কে সামাদ আলাবি বলেন: পহেলা জানুয়ারি সকল আফগানবাসীর জন্মদিন বলে মনে হচ্ছে। প্রকৃত তারিখ জানা না থাকায় তারা পরবর্তী সময়ে জন্মদিন হিসেবে পহেলা জানুয়ারিকেই পছন্দ করেছে। জন্ম সনদ অথবা অফিসিয়াল রেকর্ড না থাকায় বয়স নির্ণয়ের জন্য অনেক আফগান দীর্ঘদিন ধরে মৌসুমি বা ঐতিহাসিক দিনগুলোকে তাদের জন্মদিন বানিয়েছে। কারণ ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পাসপোর্ট ও ভিসার ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে আফগানদের জন্ম তারিখ লিখতে হয়। প্রকৃত জন্ম তারিখ জানা না থাকায় তারা নিজেদের পছন্দমত একটি দিন বেছে নেয়। আরও পড়ুন: ভারতে এক চড়ের বদলে দুই চড় খেলেন বিধায়ক ফেসবুকে অ্যাকাউন্ট খোলার জন্যও জন্মদিনের প্রয়োজন হয়। তাই এখন পহেলা জানুয়ারি আফগানদের গণ জন্মদিনে পরিণত হয়েছে। তারা সৌর হিজরি থেকে কোন তারিখকে তাদের জন্মদিন বানাতে চায় না। আরও পড়ুন: ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখলেই চাল ফুটে হবে ভাত! এর কারণ ব্যাখ্যা করে ...

ককপিটে দুই পাইলটের হাতাহাতি!

মাঝ আকাশে উড়োজাহাজের ককপিটে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দুই পাইলট। উড়োজাহাজের প্রধান পাইলট সহকারী এক নারী পাইলটকে চড় মেরেছিলেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত সোমবার লন্ডন থেকে মুম্বাইগামী জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান পরিবহনের মহাপরিচালক জানিয়েছেন, ৩২৪ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে এই ঘটনা ঘটানোর দায়ে ওই পাইলট ও সহকারী পাইলটকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া প্রধান পাইলটের লাইসেন্স বাতিল করাও হয়েছে। ঘটনা তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, লন্ডন থেকে মুম্বাইগামী জেট এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় নয় ঘণ্টা ওড়ার পর ককপিটে ওই দুই পাইলটের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে প্রধান পাইলট সহকারী নারী পাইলটকে চড় মারেন। এরপর ওই নারী পাইলট কাঁদতে কাঁদতে ককপিট থেকে বেরিয়ে আসেন। পরে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তিনি আবার ককপিটে চলে যান। জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ বলছে, ওই সহকারী নারী পাইলট যদি প্রধান পাইলটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চান তাহলে তাঁকে সহায়তা করা হবে। আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে ভয়ংক...

বাঁচবে না জেনেও হাসপাতালে বিয়ে, ১৮ ঘণ্টা পর প্রেমিকার মৃত্যু

রূপকথার কাহিনীর মত যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে এক প্রেমিক যুগল ডেভিড-হিদার। তাদের সম্পর্কের শুরুটা ২০১৫ সালের মে মাসে। একটি নাচের ক্লাসে প্রেমিক ডেভিডের চোখে চোখ পড়ে প্রেমিকা হিদার মোজারের। তারপর থেকেই স্বপ্ন বুনছিলেন সময় এলে গাঁটছড়া বাঁধবেন- সুখের সংসার গড়ে তুলবেন। হঠাৎ এক ঝড় এসে লণ্ডভণ্ড করে দেয় সবকিছু। হিদারের শরীরের ধরা পড়ে স্তন ক্যান্সার। হাল ছাড়েননি ডেভিড থেকেছেন তার পাশে। সময় গড়ায় কমতে থাকে হিদারের আয়ু। দুজনে সিদ্ধান্ত নেন ৩০ তারিখে বিয়েটা করেই ফেলবেন। কিন্তু ডাক্তার বলে দেয় সময় খুব বেশী নেই আর কয়েক ঘণ্টা । অতঃপর ২২শে ডিসেম্বর স্থানীয় সেন্ট ফ্রান্সিস চ্যাপেল হাসপাতালে আনুষ্ঠানিক ভাবে একসঙ্গে জীবন কাটানোর শপথ নেন ডেভিড-হিদার। বিয়ের মাত্র ১৮ ঘন্টা পর দুনিয়া থকে বিদায় নেন হিদার মোজার। 

বিতর্কে জড়িয়ে সাব্বিরের ক্ষতি কোটি টাকা!

এবার এক কিশোরকে পেটানোকে কেন্দ্র করে বড় শাস্তি হয়েছে সাব্বিরের, যাতে ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের নিষেধাজ্ঞা ও বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়াসহ ঘোষণা এসেছে ২০ লাখ টাকা জরিমানার। ইতিপূর্বেই বিভিন্ন কারণে সাব্বিরের জরিমানা হয়েছিল। সেই অঙ্কের পরিমাণের সাথে সদ্য পাওয়া শাস্তির ক্ষতি যোগ করলে দাঁড়াচ্ছে, উদ্ধত আচরণের কারণে সব মিলিয়ে কোটি টাকার মতো ক্ষতি হবে তারকা এই ক্রিকেটারের! ২০১৬ সালের বিপিএলে স্পর্শকাতর এক অভিযোগে ১২ লাখ টাকা জরিমানা হয়েছিল সাব্বিরের। সর্বশেষ বিপিএলে আম্পায়ারকে গালি দিয়ে ম্যাচ ফি’র ৪০ শতাংশ হিসেবে প্রায় দেড় লক্ষ টাকা জরিমানা গুনেছেন। বিপিএলে কুকর্মের দায়ে এই সাড়ে ১৩ লাখ টাকা জরিমানার সাথে সদ্য পাওয়া ২০ লাখ টাকা জরিমানা যোগ করলে দাঁড়াচ্ছে সাড়ে ৩৩ লাখ টাকা। এ তো ছিল শুধু জরিমানার হিসাব; নিষেধাজ্ঞা ও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার হিসেব কষতে হলে ক্ষতির অঙ্কটা হবে প্রায় তিনগুণ! ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের নিষেধাজ্ঞায় সাব্বির খেলতে পারবেন না বিসিএল এবং ডিপিএলে। বিসিএলে ৬ ম্যাচ খেললে সাব্বির পেতেন ২ লাখ টাকা। ডিপিএলে এক মৌসুম খেলেই ৪০ লাখের মতো আয় করতেন। এই ৪২...

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে পুলিশের বেধড়ক লাঠিচার্জ

পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে পুলিশের আকষ্মিক বেধড়ক লাঠিচার্জ ও টিয়ারসেলের ঘটনায় পুলিশের সাথে বিএনপি ও ছাত্রদলের নেতা কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় বিএনপি ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আহত নেতাকর্মীরা জানান, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ জানুয়ারি) দুপুর একটায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‌্যালী বের করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় দলীয় কার্যালয়ের সামনেই পুলিশ তাদের র‌্যালী করতে বাধা দেয়। পরে ক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের বাঁধা উপেক্ষা করে র‌্যালী করতে গেলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। কিছু সময় ধরে চলা সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান জাফির তুহিন সহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ...