ঢাকার উপকণ্ঠ সাভারের বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সিটি সেন্টারের সামনে ডাস্টবিনে পড়ে থাকা নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। সাভার মডেল থানার পুলিশ জানায়, সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে ডাস্টবিনে রাখা একটি কার্টনে নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে।
খবরের সন্ধানে