Skip to main content

Posts

Showing posts from February, 2017

ডাস্টবিনের কার্টনে পড়ে ছিল নবজাতকের লাশ

ঢাকার উপকণ্ঠ সাভারের বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সিটি সেন্টারের সামনে ডাস্টবিনে পড়ে থাকা নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। সাভার মডেল থানার পুলিশ জানায়, সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে ডাস্টবিনে রাখা একটি কার্টনে নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ওমান যাওয়া অনিশ্চিত রফিকুলের!

পরিবহন ধর্মঘটের কারণে টাঙ্গাইলে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। একই কারণে রফিকুল ইসলাম নামের এক যুবকের ওমান যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায় শত শত বাস সারিবদ্ধ করে রেখে দেয়া হয়েছে। বাসের টিকিট কাউন্টারে ভিড় থাকলেও টিকিট বিক্রি করার মতো কাউকে পাওয়া যায়নি। এসময় কথা হয় কালিহাতী উপজেলা সদরের রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, 'মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ওমান যাওয়ার ফ্লাইট। এজন্য কোনো বাস না পেয়ে কালিহাতী থেকে একটি ভ্যান ভাড়া করে টাঙ্গাইল এসেছি বাস পাওয়ার আসায়। কিন্তু এখানেও একই অবস্থায়। এখন দেখছি- আমার ওমান যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়েছে।' একই অবস্থা নিরালা সুপার সার্ভিস টিকিট কাউন্টারে। ঢাকা যাওয়ার জন্য সকাল থেকে বসে রয়েছেন আলমগীর হোসেন ও তার পরিবারের তিন সদস্যসহ অনেক যাত্রী। কখন ছাড়বে বাস এই আশায় সকাল থেকেই টিকিট কাউন্টারে বসে রয়েছেন তারা। আকস্মিক পরিবহন ধর্মঘটে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। একদিকে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা অন্যদিকে টয়লেটের অসুবিধা। বিশেষ করে নারীরা পড়েছেন চরম ভোগান্তিতে। এ বিষ...

পাখির ধাক্কায় জমিতে কপ্টার, অল্পের জন্য রক্ষা

পাখির সঙ্গে ধাক্কা খেয়ে ঢাকা থেকে সিলেটগামী একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও পাঁচ বিদেশীসহ সাত আরোহী সামান্য আহত হয়েছেন। মঙ্গলবার সিলেট যাওয়ার পথে কিশোরগঞ্জের বাজিতপুরে এ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের ওই হেলিকপ্টার ঢাকা থেকে ডেনমার্কের দুজন, কোরিয়ার দুজন ও ইতালির একজন নাগরিকসহ সাতজনকে নিয়ে সিলেটে বেঙ্গল ফাউন্ডেশনের একটি অনুষষ্ঠানে যোগ দিতে রওনা হয়। পথিমধ্যে একটি বড় পাখির সঙ্গে ধাক্কা খেয়ে হেলিকপ্টারের সামনের গ্লাস ভেঙ্গে আরোহীরা আহত হন। বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গ্রামের প্রবীণ রবিউল আউয়াল জানান, বেলা তখন সকাল সাড়ে ১১টা হবে। হঠাৎ কপ্টারের প্রচণ্ড আওয়াজ ও বাতাস অনুভব করে ঘর থেকে বের হয়ে দেখি দক্ষিণ দিক থেকে কপ্টারটি গাছগাছালির সামান্য ওপর দিয়ে সূতাকাটা ঢাউস ঘুড়ির মতো এদিক-ওদিক কাত হয়ে হয়ে উত্তর দিকে যাচ্ছিল। এ সময় গ্রামের কৌতূহলী শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষও ঘর থেকে বের হয়ে আসে। কপ্টারটি কিছুদূর গিয়ে আবার ঘুরে খুব নিচ দিয়ে দক্ষিণে কয়েকশ' গজ এসে সদ্য তোলা...

হাঁচি দিলেই বের হচ্ছে পোকা!

হাঁচি দিলেই বের হচ্ছে পোকা। কারণ পোকা তার মাথার ভেতর বাসা বেঁধেছে। এমন ঘটনার কথা ভাবা যায়? এমন ঘটনা অবাস্তব মনে হলেও সত্যি ঘটেছে। বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর গ্রামের হনুফা বেগম (৪০) হাঁচি দিলেই বের হচ্ছে পোকা। গত কয়েক দিনে তার হাঁচির সঙ্গে অন্তত ৩০ থেকে ৩৫টি জীবন্ত পোকা বের হয়েছে। হনুফা বেগম বলেন, অনেক দিন থেকে মাথাব্যথা ও চোখ থেকে অনবরত পানি পড়ছে। এজন্য মাঝে মধ্যে মাথাব্যথার ওষুধ খেয়ে নিবারণের চেষ্টা চালাতাম। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি নাক থেকে রক্ত বের হয়। এতে মাথাব্যথা আরও বেড়ে যায়। গৌরনদীর একটি প্রাইভেট ক্লিনিকে গেলে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পরামর্শ দেন। ২৩ ফেব্রুয়ারি পুনরায় নাক থেকে রক্ত বের হতে থাকে। ওইদিন বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার প্রাইভেট ক্লিনিক রয়েল সিটি হাসপাতালে ভর্তি হন। ইএনটি বিশেষজ্ঞ খান আব্দুর রউফের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। তিনি আরও জানান, গত ২৪ ফেব্রুয়ারি চিকিৎসক খান আব্দুর রউফ একধরনের যন্ত্র ব্যবহার করে নাকের ভেতর কী যেন করেন। এরপর তিনি হাঁচি দেয়ার সঙ্গে সঙ্গে বড় আকারের ১৫ থেকে ২০টি জীবন্ত পোকা বের হয়ে আসে। একইভাবে গতকাল সোমবার আবারও হাঁচ...

STONED TO DEATH!

On Sunday, an enraged group from R section showed no mercy to a suspected 26-year-old robber who had allegedly robbed a woman of her handbag. The man was chased and stoned to death. His half-naked body lay about a kilometre away from where he allegedly committed the crime. A resident said when cops arrived at the scene, the young man had already collapsed. “Those who were at the bus stop said they heard a woman screaming and begging for help after her bag had been snatched. “A mob chased after the suspect and caught him not far from the bus stop. They severely beat him with pieces of concrete block and stones,” said the resident. Another resident said the suspect was not from the area, as nobody knew him. “He was probably from another section of the township. “It is a common habit for criminals to pursue their criminal activities in places where nobody knows them.” Daily Sun  could not find the woman who was robbed of her bag. It is not yet clear...

ব্যাংক ডাকাতি করে পালানোর সময় ডাকাত আটক

আজ একুহুলেনির একটি ব্যাংক থেকে ডাকাতি করে পালানোর সময় পুলিশের হাতে আটক হয়েছে তিন ডাকাত। সে সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতিকৃত টাকা। পুলিশ জব্দ করে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি। 

ডারবানে দোকানে ডাকাতি

ডাকাতির ঘটনা ঘটেছে ডারবানের সুরাজ জুযেলারীতে  । আজ  বেলা এগারোটার দিকে একদল ডাকাত অস্ত্র নিয়ে হামলা চালায় সেই দোকানের ভিতর । লুট করা হয় বিপুল পরিমাণ সরনালংকার ।সে সময় ডাকাতের গুলিতে আহত হন দু’জন ।

১৫ মার্চ বাম মোর্চার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও

ঢাকা: গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে আহূত হরতালে পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল, জলকামান ও গ্রেফতারের নিন্দা জানিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। এর মধ্যে ১৫ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে। গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চা ও বাসদ-সিপিবির আহবানে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীতে ৬-১২টা হরতাল কর্মসূচি পালিত হয়। ভোর ৬টায় গণতান্ত্রিক বাম মোর্চার হরতালের মিছিল প্রেসক্লাব, নয়াপল্টন, জিরো পয়েন্ট, দৈনিক বাংলা, হাইকোর্টের কদম ফোয়ারাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে গণতান্ত্রিক বাম মোর্চা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে। সমাবেশের শুরুতেই আগামী কর্মসূচি ঘোষণা করেন মোর্চার সমন্বয়ক ফিরোজ আহমেদ। কর্মসূচির মাঝে রয়েছে ১-১৫ মার্চ বিক্ষোভ পক্ষ এবং ১৫ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পর্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্...

Fears xenophobic violence may spread to KZN

Durban - It is feared that the xenophobic violence playing out in other parts of the country could lead to attacks against foreigners living in KwaZulu-Natal, and Mxolisi Kaunda, the MEC for Transport, Community Safety and Liaison, has called for peace between foreigners and locals. Last week, KZN police were on high alert following reports of a march in Pretoria. Kaunda, who is also the chairman of the KZN Inter Ministerial Committee on Xenophobia, said concerns were raised by representatives of the foreigners in Durban at the weekend. “South Africa and KZN were part of the global community and respected UN prescripts on how we should relate to foreign nationals, including some fleeing conflicts in their home countries,” said Kaunda. There was no reason for violence between locals and foreigners, he said. “Premier Willies Mchunu has said time and again that foreign nationals are our brothers and sisters. We, therefore, should do everything possible to ensure that we co-e...

ছিনতাইকৃত গাড়ি উদ্ধার

গতকাল জার্মিষ্টোন থেকে অস্ত্রের মুখে মার্সিডিস এই গাড়িটি ছিনতাই করেছিল একদল ডাকাত। আজ ভোরে তা উদ্ধার করে জোহানেসবার্গ মেট্রো পুলিশ। পুলিশ গাড়িটি উদ্ধার করতে পারলেও কাউকে আটক করতে পারেনি। 

বুচারিতে ডাকাতি

জোহানেসবার্গ এর এনগাছ নামে একটি বুচারিতে ডাকাতির ঘটনা ঘটেছে। এক দল অস্ত্রধারী ডাকাত সন্ধার নামার কিছুক্ষন পর অস্ত্র নিয়ে হামলা চালায় বুচারিতে। লুট করে নগদ অর্থ । কিন্তু ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় দুইজন ডাকাত আটক হয় পুলিশের হাতে। উদ্ধার করা হয় পিস্তল সাথে আটক করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি।

সূর্যে মহাকাশযান পাঠাচ্ছে নাসা!

চাঁদে, মঙ্গলে ও অন্যান্য দূর গ্রহে অভিযান তো চলেছে, চলছেও। কিন্তু গণগনে আগুনের গোলা সূর্যে অভিযান বিস্ময়কর। আর এই অবাক করা পরিকল্পনাটাই এবার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এনডিটিভি জানিয়েছে, আগামী বছরই সূর্য অভিযানে রোবটিক মহাকাশযান পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার। জ্বলন্ত সূর্যের বায়ুমন্ডল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এর ৬০ লক্ষ কিলোমিটার দূরত্বে প্রদক্ষিণ করবে মাহাকাশযানটি। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘সোলার প্রোব প্লাস’ মিশন। নাসার বিজ্ঞানী এরিক ক্রিস্টিয়ান বলেন, “সূর্যে এটিই হতে চলেছে আমাদের প্রথম অভিযান।” পৃথিবী থেকে ১৫ কোটি কিলোমিটার দূরে থাকা সূর্যের উপরিভাগে যাওয়া সম্ভব হবে না বলে জানালেও গবেষক ক্রিস্টিয়ান বলেন, “তবে এ মহাকাশযানটি সূর্যের যতটা সম্ভব কাছে গিয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে আনবে।” আশা প্রকাশ করে তিনি বলেন, এ মিশন থেকেই হয়ত আমরা জানতে পারব সূর্যের পৃষ্ঠ যাকে বলা হয় ফোটোস্ফেয়ার সেটি এর এটমোসফেয়ার কোরোনার মত এতটা উত্তপ্ত নয় কেন। নাসার হিসাবমতে, সূর্যের উপরিভাগের তাপমাত্রা মাত্র ৫ হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এর বায়ুমন্ডলের তাপমাত্রা ২০ লাখ ডি...

ফের নতুন চমক নিয়ে বাজারে আসছে নোকিয়া

স্মার্টফোনের বাজারে ফের নতুন চমক নিয়ে হাজির নোকিয়া। ৩৩১০ মডেলের সেই ফোনকে ফিরিয়ে আনার কথা আগেই শোনা গিয়েছিল। এবার আরও তিনটি মডেলের কথা সামনে এল। সেগুলি হল নোকিয়া ৬, নোকিয়া ৫, নোকিয়া ৩। নোকিয়া ৩৩১০ এর সঙ্গে অনেক মানুষের নস্টালজিয়া জড়িয়ে আছে। এখন যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন, তাঁদের অনেকেই একসময় এই ৩৩১০ ব্যবহার করতেন। সেই মডেলকে নতুন চেহারায় ফিরিয়ে আনা হচ্ছে। দাম রাখা হয়েছে ৩৪০০। এই স্মার্টফোন জমানায় এই ফোনে কিন্তু নেটের সুবিধা নেই। এক বার চার্জ দিলে কথা বলা যাবে ২২ ঘণ্টা। আছে এমপিথ্রি প্লেয়ার। ৩২ জিবি পর্যন্ত মেমরি। পুরনো স্নেক গেমও আছে। ভারতে আসতে পারে মে মাস নাগাদ। নোকিয়া কর্তাদের আশা, নেট না থাকলেও এই ফোন আবার আগের মতোই জনপ্রিয় হবে। নোকিয়া ৬ এর দাম আনুমানিক ১৬,১০০। নোকিয়া ৫ এর দাম পড়বে ১৩৩০০। তুলনামূলক কম নোকিয়া ৩। এর দাম ৯৭০০। কোন ফোনে ব্যাটারির ক্ষমতা কত, আর কী কী সুবিধা আছে, তাও জানা গিয়েছে। স্মার্টফোন জমানার আগে ভারতে মোবাইলের বাজারে অনেকটাই আধিপত্য ছিল নোকিয়ার। কিন্তু স্মার্টফোন আসার পর অন্যান্য কোম্পানিগুলিও দ্রুত উঠে আসে। নোকিয়া সেই লড়াইয়ে কিছুটা পিছিয়ে যায়। নতুন চা...

আর হবে না ফেসবুক হ্যাকিং জেনে নিন কিছু সহজ উপায়

ফেসবুক ব্যাবহার এখন অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে, প্রতিদিন বন্ধুদের সাথে কিছু সময় না কাটালে যেন দিনটা মোটেও ভাল কাটে না। হঠাৎ যদি দেখেন যে, আপনার ফেসবুক আইডিতে লগইন করতে পারছেন না, তখন কেমন লাগবে আপনার? সুরক্ষায় রাখতে চান আপনার প্রিয় ফেসবুক? তাহলে, জেনে নিন ফেসবুক হ্যাকিং থেকে বাঁচার কিছু উপায়– প্রথম , ফেসবুক আইডিতে ব্যাবহার করা মেইল এবং ফেসবুক আইডির পাসওয়ার্ড ভিন্ন রাখা। হ্যাকাররা হ্যাকের পরই প্রথম লক্ষ থাকে ই-মেইল এড্রেসটা বদলে ফেলা। আর কোনোক্রমে ই-মেইল এড্রেসটি বদলে ফেলতে পারলে আর হ্যাকিং হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা খুবই কঠিন হয়ে যায়। কারণ হ্যাকিং হওয়ার পর অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার একমাত্র উপায় হলো ই-মেইল এড্রেস। দ্বিতীয় , ফেসবুকের কোথাও পাসওয়ার্ড দেয়ার প্রয়োজন হলে প্রথমেই লক্ষ রাখতে হবে ওয়েব এড্রেসটি মূল ফেসবুকের এড্রেস কিনা। অনেক সময় কাছাকছি এড্রেসের এবং দেখতে সম্পূর্ণ ফেসবুকের ওয়েবসাইটের মতো সাইটগুলোতে পাসওয়ার্ড দিলেই সাইটটি হ্যাক হয়ে যায়। facebook.com- এর পরিবর্তে যদি facebookie.com, facabook.com ইত্যাদি রকম দেখা যায় তবে কখনোই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়া ...

Police on high alert following alleged xenophobic violence in JHB

The Gauteng Department of Public Safety’s Michael Sun says that the violence spread to the corner of Main Reef Road and Jerusalem Street where foreign-owned shops were looted.(SABC) TAGS: GautengJohannesburgPoliceXenophobiaViolenceMichael Sun The Johannesburg Metro Police Department (JMPD) as well as the South African Police Service are on high alert following alleged xenophobic violence which broke out in the Jeppestown area, in Johannesburg. The violent attacks against foreign nationals began over two weeks ago after residents burnt down the houses of suspected drug lords and brothel owners in Rosettenville and Pretoria. The Gauteng Department of Public Safety’s Michael Sun says that the violence spread to the corner of Main Reef Road and Jerusalem Street where foreign-owned shops were looted. On Friday, during a march against illegal immigrants  in Pretoria West and Atteridgeville, a number of foreign nationals were seen holding pangas to protect themselves agains...

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে প্রাইভেটকার চালক নিহত

আশুলিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে আব্দুল আজিজ (৬৫) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত আব্দুল আজিজ পরিবারের সঙ্গে রাজধানীর কামরাঙ্গীচরের পূর্ব রসুলপুর এলাকায় থাকতেন। নিহতের ছেলে রাজন জানায় গতকাল সকালে প্রাইভেটকারে যাত্রী নিয়ে আশুলিয়া নন্দন পার্কের ওদিকে যান। দুপুরের পর সেখান থেকে স্থানীয়রা আমাদের মোবাইলে ঘটনা জানায়। আমরা গিয়ে বাবাকে অচেতন অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করি। পরে রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। নিহতের আরেক ছেলে সুমন  বলেন, ‘বাবার প্রাইভেটকারটি এখনও পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই বাবা অচেতন ছিলেন। কি হয়েছে বিষয়টি আমরা এখনও বুঝতে পারিনি। 

জোহানেসবার্গে অভিবাসী বিরোধী বিক্ষোভের পর লুটপাট ও ভাংচুর

দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে অভিবাসনবিরোধী বিক্ষোভের পর ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়া দেশটির আরো বিভিন্ন শহরে এ ধরনের লুটপাট, দোকান ভাংচুর ও রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংসের ঘটনা ঘটেছে বলে সোমবার রাতে পুলিশ এ খবর জানায়।   পুলিশ জানায়, প্রায় একশ লোকের একটি দল রাস্তায় দোকানপাটে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় তারা অভিবাসন বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, সন্ত্রাসী কায়দায় এসব লোক দোকানে ঢুকে ভাংচুর ও লুটপাট চালায়। দোকানের আসববাবপত্রের ক্ষতি সাধন করে। খাবারের জিনিস ছুঁড়ে ফেলে দেয় ও দরজা-জানালার কাচ ভাংচুর করে।    সোমালি একজন দোকানের মালিক জানান, কোনকিছু বুঝে উঠার আগেই লোকজন আচমকা এসে দোকানে হামলা চালায়। অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি বলেন, কেন সাধারণ মানুষের উপর এ ধরনের হামলা ও দোকানপাটে লুটপাট চালানো হল তা আমাদের বোধগম্য নয়। আমরা এটুকু বলতে পারি আমরা এখন সেখানে বড় ধরনের ভীতিকর অবস্থায় আছি।    পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ম্যাথাপপেলো পিটার্স জানান, আমরা এ ঘটনার পর দোষীদের শনাক্তে অভিযান অব্যাহত রেখেছি এবং আমরা আশা...

ওকে ফার্নিচারে ডাকাতি

এলডেরাডো পার্কের ওকে ফার্নিচারে ডাকাতি হয়েছে । একদল অস্ত্রধারী ডাকাত অস্ত্র কোন কিছু বুঝে উঠারর আগেই অস্ত্র নিয়ে আক্রমন করে দোকান ম্যানেজারের উপর। ম্যানেজারের পর জিম্মি করে ফেলে দোকানে থাকা সবাই কে। তখন তারা লুট করে নেয় ক্যাশে থাকা বিপুল পরিমানে অর্থ এবং মূল্যবান ইলেকট্রনিক পন্য সামগ্রী। ঘটনার পর পুলিশ এসে দোকানে লোকজনের সাথে কথা বলে বৃত্তান্ত জেনে একটি মামলা গ্রহন করেছেন। 

বরিশালে এসআই পত্নীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নূরে আলমের স্ত্রী সুরভী আক্তার মনির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।  রোববার দিবাগত রাতে মনির মামা মো. মামুন বাদী হয়ে অপমৃত্যুর মামলাটি দায়ের করেন।  এদিকে, ময়নাতদন্ত শেষে সোমবার সকালে মনির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরআগে রোববার রাত ৮টার দিকে নগরীর কাশীপুর মদিনা সড়কের ভূঁইয়া বাড়ির মো. দিদারের দোতালা ভবনের একটি ভাড়া বাসা থেকে সুরভী আক্তার মনির মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরভীর খালা জানান, নূরে আলমের আগের একটি বিয়ে রয়েছে। ওই সংসারে তার ৩টি সন্তান। প্রথম স্ত্রী থাকা অবস্থায় সুরভীকে প্রেম করে বিয়ে করেন নূরে আলম। সুরভীরও আগের বিয়ে ছিল। ওই সংসারের স্বামীকে তালাক দিয়ে ৩ বছরের একটি ছেলে সন্তানসহ নুরে আলমের সঙ্গে বছরখানেক আগে থেকে বসবাস শুরু করে সুরভী।  সুরভীর ভাই ও মামার দাবী, নূরে আলম-সুরভীর দাম্পত্য কলহ লেগেই থাকতো। বিয়ের পর যৌতুকের দাবিতে প্রায়ই সুরভীর উপর নির্যাতন করতো স্বামী নূরে আলম। তাদের দাবি সুরভীকে নির্যাতনের পর হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাঁজানো হয়েছে। তার...

প্রথম অস্কারজয়ী মুসলিম অভিনেতা মাহেরশালা আলি

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৮৯তম আসরের পুরস্কার ঘোষণা পর্ব চলছে। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের হলিউডের ডলবি থিয়েটারে চলছে পুরস্কার ঘোষণা। এখন পর্যন্ত তিনি প্রথম মুসলিম অভিনেতা যিনি অস্কার পুরস্কার হাতে নিলেন।    ৮৯তম আসরের সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন কৃষ্ণাঙ্গ অভিনেতা মাহেরশালা আলি। ‘মুনলাইট’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।   সেরা পার্শ্ব অভিনেতার প্রতিযোগিতার দৌঁড়ে আরো যারা মনোনয়ন পেয়েছিলেন জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ সি), দেব প্যাটেল (লায়ন) ও মাইকেল শ্যানন (নকটারনাল এনিমেলস)।   পুরস্কার পাওয়ার পর মাহেরশালা আলি বলেন, আমি সত্যিই গর্বিত এমন একটা সুযোগ পাওয়ার জন্য। এটা চমৎকার অভিজ্ঞতা, ধন্যবাদ পরিচালক বেরি জেনকিনসকে, ধন্যবাদ মুনলাইট লেখক ট্যারেল আলভিন ম্যাক-কেরেনি। সেইসঙ্গে তিনি তার পরিবারকেও ধন্যবাদ জানান।

বাইক ও প্রেমিকা বদলিয়ে ফ্লাইওভারে স্টান্টবাজি, তারপর ...

দুটি বাইকে চার বন্ধু। রাহুল ও সুস্মিতা এবং আমান ও পায়েল। তারা ছুটে চলছে মহাসড়ক দিয়ে। এক সময় তাদের মাথায় ভুত চাপে। তারা বাইক ও প্রেমিকা বদল করে নিয়ে ফ্লাইওভার অতিক্রম করবে দ্রুতগতিতে। আর তখনই ঘটে মর্মান্তিক-হৃদয় বিদারক ঘটনাটি! রাত সাড়ে দশটা নাগাদ রাহুল পায়েলকে আমানের বাইকের পেছনে বসিয়ে ফ্লাইওভারের ওপর দিয়ে দিয়ে ঝড়ের গতিতে বাইক ছোটাতে থাকে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের মাঝ বরাবর রাহুলের বাইকের হ্যান্ডেল ফ্লাইওভারের রেলিংএ আটকে যায়। বাইকের ভীষণ গতি থাকায় পেছনে বসে থাকা পায়েল বাইক থেকে ছিটকে পড়ে ফ্লাইওভারের নীচে বাজার এলাকায়। হঠাৎ করে এই মেয়েটি কোথা থেকে এখানে পড়ল খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয় মানুষজন। তারাই ফ্লাইওভারের উপর গিয়ে দেখেন, সেখানে রাস্তায় পড়ে ছটফট করছে রাহুল। দু’জনকেই উদ্ধার করে নিয়ে আসা হয় স্থানীয় নার্সিং হোমে। সেখানে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটে রবিবার ভারতের দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার অন্তর্গত দক্ষিণ শহরতলি লাগোয়া ইএম বাইপাসের কামালগাজি ফ্লাইওভারে। মাত্র বছর দু’য়েক আগেই এই উড়ালপুল খুলে দেওয়া হয়েছিল জনসাধারণের জন্য। দক্ষিণ ২৪ পরগনার ...

নবীগঞ্জে দালালের পাল্লায় পড়ে লেবানন গিয়ে ৩ বছর ধরে নিখোঁজ যুবতি স্বপ্না

দালালদের পাল্লায় পড়ে লেবানন গিয়ে হবিগঞ্জের নবীগঞ্জের কান্দিগাঁও এলাকার স্বপ্না নামের এক যুবতি ৩ বছর ধরে নিখোঁজ রয়েছেন। মিলছেনা যুবতির কোন খোঁজ খবর। কেমন আছে বা কি করছে এই খবরটুকুও কেউই দিতে পারছেনা। এনিয়ে চরম হতাশায় রয়েছেন যুবতির স্বজনরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে দুই দালালকে গ্রেফতার করেছে পুলিশ। সুত্রে জানা যায়, সুন্দর ভবিষ্যত ও সোনালি দিনের স্বপ্ন এবং দরিদ্র পিতা-মাতার মুখে হাসি ফুটাতে ৩ বছর আগে স্থানীয় দালালদের মাধ্যমে সূদুর লেবানলে পাড়ি জমান নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের নুর ইসলামের ২১ বছর বয়সী যুবতি কন্যা স্বপ্না বেগম। সেখানে তাকে গৃহকর্মীর চাকুরী দিবেন এবং প্রতি মাসে মোটা অংকের টাকা রোজি করার প্রলোভন দেখিয়ে ৭০ হাজার টাকার বিনিময়ে স্বপ্না কে সাথে করে নিয়ে যায় একই ইউনিয়নের সাতাইহাল গ্রামের হারুন মিয়ার পুত্র লেবানল প্রবাসী জিলু মিয়া। ৭০ হাজার টাকা গ্রহন করে তার পিতা হারুন মিয়া। সেখানে যাওয়ার পর তার মা বাবার সাথে ১ দিন মোবাইল ফোনে কথা বলেছিল স্বপ্না। এর পর থেকেই যোগযোগ নেই। এভাবেই একে একে তিন বছর পেরিয়ে গেলেও হদিছ মিলছেনা স্বপ্নার। সে ব...

আন্দোলন ভাংচুর হচ্ছে বক্সবাগে

 গতকাল থেকেই হামলা,  ভাংচুর,  আন্দোলন হচ্ছে বক্সবার্গে। জানা যায় সেখানে স্থানীয় একটি খনির গর্তে পাঁচ বছরের এক শিশু পরে নিহত হয়। আর সেই শুত্র ধরেই চলছে এই আন্দোলন। সেখানে বিদেশী কোন নাগরিকদের দোকান ক্ষতির খবর এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে আজ সকালে বাসিন্দারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে আবরোধ শুরু করেছে এবং বেশ কিছু গাড়িতে পাথর নিক্ষেপ করে গাড়ির আয়না ভেঙ্গেছে

Essa Moosa,  passed away peacefully yesterday morning.

!-- Start of adf.ly banner code --> Get paid to share your links! ONE OF South Africa’s greatest sons, human rights lawyer, activist and retired Western Cape High Court judge Essa Moosa,  passed away peacefully yesterday morning. Hours later hundreds of mourners arrived at his Rondebosch home to bid farewell to a man described as a beacon of hope during the dark times of the struggle. Farida Omar, the widow of the late Dullah Omar who with Moosa co-founded the National Association of Democratic Lawyers, said: "He was a very, very close family friend of ours. He and my husband did their articles together.” Reminiscing about the “sad times” and “very hard days” of the apartheid years, Omar said  Moosa was “very good to the families of detainees” and supported them through their family member's ordeal. Omar said she saw Judge Moosa last year and he was “looking so well”. Moosa family spokesperson and activist Mansoor Jaffer said: “In the 1980s, whenever someone was detai...

বনানী কবরস্থানে ‘ফাঁসিতে’ ঝুলন্ত মানব রহস্য

Get paid to share your links! গুগল ম্যাপের স্ট্রিট ভিউ এ বনানী কবরস্থানের সামনের দেওয়ালের ওপরে ঝুলন্ত জিনিসটা দেখার পর থেকেই মাথাটা ঝিম ঝিম করছিল। মাথায় কেবলই ঘুড়ে বেড়াচ্ছিল, কী হতে পারে এটা!!! গুগল ম্যাপতো আর অন্য কেউ এডিট করতে পারেনা। তাহলে!? অফিসের এক কলিগ বলছিলেন, ‘ভাই একটা লিংক পাইছি, দেখেন তো বিষয়টা কী? আমি তো কিছুই বুঝতেছিনা। ফেসবুকে ব্যাপক আলোচনা হচ্ছে এ নিয়ে। ’ https://goo.gl/maps/3GpV2NFw1Gz আমিও একটু কৌতুহলী হয়ে লিংকটা নিলাম এবং ব্রাউজ করে সত্যিই একটা ধাক্কা খেলাম। গুগল কারের ক্যামেরায় ধারণ করা স্ট্রিট ভিউ-এ স্পষ্ট দেখা যাচ্ছে বনানী কবরস্থানের বাউন্ডারি ওয়ালের ওপরে সাদা পাঞ্জাবী, কালো প্যান্ট এবং পায়ে কালো জুতো পড়া মানুষের অবয়বে কিছু একটা গাছের সাথে ঝুলানো আছে। একটু স্পষ্ট করেই বলি, দেখে সত্যি মনে হচ্ছে কেউ যেন গলায় দড়ি দিয়েছে। ছবিটা জুম করে বিভিন্নভাবে দেখলাম। গলার দড়িটাও স্পষ্ট বোঝা যাচ্ছে! তবে খুব আশ্চর্যজনকভাবে রাস্তায় লোকজনের চলাফেরা খুব স্বাভাবিক মনে হচ্ছে! এত বড় একটা ঘটনা ঘটলে যেমন মানুষের জটলা হওয়া উচিত, তেমন নয়। পাশ দিয়ে হেঁটে যাওয়া রাস্তার কৌতুহলী মা...

সেলিম ও শাহ আলমসহ ১০ জনকে যেকোন সময় জবাই ২০১৭ ফেব্রুয়ারি

Get paid to share your links! রুদ্র মিজান : তুই আমারে বাঁচা ভাই। ওরা আমাকে মেরে ফেলবে। বলেছে, ৫০ লাখ টাকা পণ দিলে জান ফিরে পাবো। বলতে বলতে ফুঁপিয়ে কাঁদছিলেন সেলিম মিয়া। মোবাইল ফোনে শুধু কান্নার শব্দ। এ পাশে কাঁদতে থাকেন ভাই আরিফুলও। অনেক স্বপ্ন নিয়ে নানা প্রতিকূলতা ডিঙ্গিয়ে তার ভাই সেলিম মিয়া লিবিয়ায় যান। তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কল্পনাও করেননি আরিফুল। শুধু শুনেছেন তা নয়। ইমোতে কল দিয়ে দেখানো হয়েছে দুঃসহ নির্যাতনের দৃশ্য। ছোট্ট একটি কক্ষে চোখ বেঁধে নানাভাবে নির্যাতন করা হচ্ছে। খাবার প্রায় বন্ধ। পানি পান করতে চাইলে প্রস্রাব করে পান করতে বলা হয়। জোর করে তা পান করানো হয়। এভাবেই দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে। সেলিম মিয়া ও শাহ আলমসহ একই কায়দায় অপহরণকারী চক্র বন্দি করেছে ১০ থেকে ১২ জনকে। সেলিম মিয়া ও শাহ আলম দুজনেই দরিদ্র পরিবারের সন্তান। এতো টাকা দেয়ার সাধ্য তাদের নেই। সেলিমের বাঁচার আকুতি, নির্যাতন, রক্তাক্ত মুখ দেখে সহ্য করতে পারেননি তার মা-বাবা। দুজনেই পুত্রের চিন্তায় অসুস্থ হয়ে পড়েন। বাবা রফিকুল ইসলাম পাজরী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘ চার বছর ধরে লিবিয়ায় ...

একই পরিবারের ৪৮ জন হাফেজ

পটুয়াখালীর বাউফলের বাঁশবাড়িয়া গ্রামের শাহজাহান হাওলাদার (৬৮)। সাধারণ শিক্ষায় শিক্ষিত তিনি। বাউফল ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। অথচ তিনি নিজ এলাকায় প্রতিষ্ঠা করেছেন ছয়টি হাফিজি মাদরাসা। কোরআনে হাফেজ বানিয়েছেন নিজের ছেলেমেয়েসহ পরিবারের অন্যদের। তাদের বিয়েও দিয়েছেন হাফেজদের সঙ্গে। সব মিলিয়ে পরিবারে এখন ৪৮ জন হাফেজ। বাড়ির ছোটরাও একই পথে হাঁটছে। জানতে চাইলে শাহজাহান হাওলাদার জাগো নিউজকে বলেন, বাবা (নুর মোহাম্মদ হাওলাদার) ছিলেন ধর্মপ্রাণ মুসলমান। তিনি হজ করেছেন। হজ পালনরত অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। বাবা হাফেজদের খুব ভালোবাসতেন। এ কারণেই তিনি লক্ষ্য স্থির করেন, পরিবারের সবাইকে হাফেজি পড়াবেন। সেই সূত্রে আত্মীয়তাও করেছেন হাফেজদের সঙ্গে। তিনি নিজের ছয় ছেলে ও চার মেয়েকে হাফিজি পড়ান। ছেলেমেয়েদের বিয়েও দিয়েছেন হাফেজদের সঙ্গে। এরপর তার ইচ্ছা অনুযায়ী ছেলেমেয়েরাও তাদের সন্তানদের হাফিজি পড়িয়েছেন ও পড়াচ্ছেন। শাহজাহান হাওলাদারের মেজ ছেলে হাফেজ মাওলানা নুর হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমিসহ বাবার ছয় ছেলে ও চার মেয়ের মধ্যে এক ছেলে ও এক মেয়ে সৌদি আরব থাকেন। বাকি সবাই ব্যবসার পাশাপাশি হাফিজ...

ঘরে বসেই মিলবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

ভিসার আবেদন করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার হলে এখন ঘরে বসেই অনলাইনে তা সংগ্রহ করা যাবে। এ ছাড়া বিদেশে ভিসা-পাসপোর্ট নবায়ন, গ্রিনকার্ড, ওয়ার্ক পারমিটের আবেদন জন্য পুলিশ ক্লিয়ারেন্সও পাওয়া যাবে। পুলিশের নির্দিষ্ট একটি ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত সব কাজ করা যাবে। ডিএমপি নিউজে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি-মিডিয়া) সুমন কান্তি চৌধুরী।   জেনে রাখা দরকার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পাসপোর্টে থাকা স্থায়ী বা বর্তমান ঠিকানার যেকোনো একটি ঠিকানায় আবেদন করতে হবে। এটি হতে হবে মহানগর পুলিশ বা জেলা পুলিশের আওতাধীন এলাকা। যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের দেওয়া জন্ম সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে স্ক্যান করতে হবে। দেশের বাইরে অবস্থানকারীদের পক্ষে দেশে যে কেউ এই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে দেশে অবস্থান করছেন ওই দেশের বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত ফটোকপি...

ডাকাতের গুলিতে নিহত " চার "

কাওয়া জুলু নাটালের উমলাজিতে ডাকাতের গুলিতে নিহত হয়েছেন একি পরিবারের চারজন। উমলাজি গ্রামের একটি বাড়িতে রাত একটায় এই ঘটনা ঘটে। ডাকাত দল শুধু খুন করেই ক্ষ্যন্ত হয়নি তারা ধর্ষণ করে এক নারী কে। ডাকাত দল প্রথমে ঘরের মধ্যে প্রবেশ করে সবাই কে জিম্মি করে টাকা পয়সা এবং মোবাইল ফোন চায়। সেখানে তাদের বাঁধা দেয়া হলে ডাকাত দল এলোপাথাড়ি গুলি ছোড়ে আর ডাকাতের ছোড়া সেই গুলিতে সেখানেই নিহত হয় চার জন। এর আগে উমলাজিতেই একটি তাভেনে গোলাগুলিরর ঘটনা ঘটে। বর্তমানে সেখানে প্রতিবেশীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে   Get paid to share your links!

৭ দিনের মধ্যে প্রবাসীরা পাসপোর্ট পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

  Get paid to share your links! প্রবাসী বাংলাদেশিদের যে কোনও মূল্যে সাতদিনের মধ্যে পাসপোর্ট পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল। শনিবার সকালে আগারগাঁও পাসপোর্ট অধিদফতরে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে প্রবাসীদের পাসপোর্ট পেতে তিন থেকে ছয়মাস লেগে যেত। আমরা পাসপোর্ট তৈরির পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসগুলোয় বিভিন্ন প্রক্রিয়ায় সমন্বয় করে প্রবাসীদের কাছে পাঠানো হতো। এখন আমরা আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ফেডেক্সের সঙ্গে চুক্তি করেছি। প্রবাসীদের পাসপোর্টগুলো এখন তিনদিনের মধ্যে নিজ নিজ দূতাবাসে চলে যাবে। সেখান থেকে তারা ৭ দিনের মধ্যে তা পেয়ে যাবেন।’ জঙ্গি-সন্ত্রাসীদের হাতে কীভাবে পাসপোর্ট যায় এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জঙ্গিদের হাতে যাতে পাসপোর্ট না যায় সেজন্য এসবি ক্লিয়ারেন্স দরকার। জঙ্গি-সন্ত্রাসীরা যাতে পাসপোর্ট না পায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের হাত দিয়ে কোনও জঙ্গি-সন্ত্রাসী আর পাসপোর্ট পাবে না।’ উদ্বোধনী অনু...