Skip to main content

Posts

Showing posts from August, 2017

যে শহরের মানুষ কথা বলে ১৪০ ভাষায়!

কানাডার টরেন্টো নগরীর কথা অনেকেই জানেন। এটি কানাডার সর্বাপেক্ষা জনবহুল শহর। কিন্তু অনেকেরেই হয়ত জানা নেই যে, এ শহরের মানুষ ১৪০টি ভাষায় কথা বলে। টরন্টো নগরীতে বহু বছর ধরে বিশ্বের নানা প্রান্ত থেকে অভিবাসীরা এসে নিজেদের ঠিকানা খুঁজে নিয়েছে। আর এ কারণে এ শহরের মানুষের মাঝে রয়েছে অসংখ্য সংস্কৃতির সমাহার। বহু বর্ণের মানুষের জন্য এ শহরটি এক উদাহরণ। বসবাসযোগ্যতার দিক দিয়েও টরন্টো শহরটি বিশ্বের শীর্ষস্থানীয়। বেশ কয়েক বছর বিশ্বের সেরা বসবাসযোগ্য শহরের স্বীকৃতি পেয়েছে টরন্টো। জীবনযাত্রার ব্যয়, বসবাস যোগ্যতা, নিরাপত্তা, ব্যবসায়িক পরিবেশ, গণতান্ত্রিক চর্চা, সাংস্কৃতিক ও সৃষ্টিশীলতার বিবেচনায় এ স্বীকৃতি পেয়েছে টরন্টো। টরন্টো খুবই পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও খোলামেলা একটি শহর। ৫০ লাখ জনঅধ্যুষিত নগরীর ১৮ শতাংশ এলাকা হচ্ছে পার্ক। যা এ ধরনের সিটির ক্ষেত্রে বিস্ময়কর। ৫০ লাখ জনঅধ্যুষিত নগরীর ১৮ শতাংশ এলাকা হচ্ছে পার্ক। যা এ ধরনের সিটির ক্ষেত্রে বিস্ময়কর। এ কারণে অনেকেই টরন্টোকে বলেন সিটি অব পার্ক। এ শহরে বর্তমানে দ্রুত জনবৃদ্ধি ঘটছে। পরিসংখ্যানে প্রকাশ, প্রতি বছর এ শহরে এক লাখ মানুষ বাড়ছে, যাদের অধি...

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনী ছাগলনাইয়ার যুবক নিহত!

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গত শুক্রবার বিকালে পিলিপি শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনা তার পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ওই দিন বিকালে নিজ মালিকীয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সাইফুল ইসলাম দু’জন দোকান কর্মচারী দক্ষিণ আফ্রিকার কেপটন শহর থেকে পিলিপি শহরে মালামাল ক্রয় করতে যায়। ফেরার পথে সন্ত্রাসীরা তাদের ব্যারিকেড দিয়ে গুলি ছুঁড়ে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। তাদের গুলিতে দোকান মালিক সাইফুল ইসলাম, কর্মচারী উর্জ্জল ও এক আফ্রিকান নাগরিক গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহত সাইফুল ইসলাম ছাগলানাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের গন্ধ্যব্যপুর এলাকার বদিউজ্জামানের ছেলে। ৩ ভাই ৪ বোনের মধ্যে সে সবার ছোট। নিহতের বড় ভাই মোহাম্মদ ইউসুফ জানান, জীবন-জীবিকার তাগিদে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার গমন করে সাইফুল ইসলাম। বিদেশ গমনই তার জীবনে কাল হবে এমনটি জানা থাকলে ভাইকে বিদেশ পাঠাতাম না বলে কান্না করতে করতে তিনি বলেন। পিতা বদিউজ্জামান ...

বার্লিনে বৈধ কাগজের নামে কন্ট্রাক্ট বিয়ের ব্যবসা

জার্মানের রাজধানী বার্লিনে অবৈধ বসবাসরতদের বৈধ কাগজ করার জন্য কন্ট্রাক্ট বিয়ের নামে রমরমা ব্যবসা ফেঁদে বসেছে বাংলাদেশি একটি অসাধু দালালচক্র। এই চক্রের খপ্পড়ে পড়ে সর্বস্বান্ত হয়েছেন অসংখ্য নিরীহ প্রবাসী বাংলাদেশি। আর এর মাধ্যমে ওই চক্রটি লাখ লাখ ইউরো হাতিয়ে নিচ্ছে। কন্ট্রাক্ট বিয়ের মাধ্যমে জার্মানিতে বৈধ হওয়ার রেয়াজ অনেক দিন ধরেই চলে আসছে। তবে এর সুযোগ নিয়ে বিভিন্ন দেশের অসাধু লোকদের একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা মূলত কন্ট্রাক্ট বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে। ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের স্থায়ী কাগজ করে দেয়ার নামে কন্ট্রাক্ট বিয়ের প্রলোভন দেখানো হয়। এরপর জনপ্রতি ১০-১২ হাজার ইউরো নেয়া হয়, কিন্তু কন্ট্রাক্ট বিয়ে আর হয় না। টাকাও ফেরত পাওয়া যায় না। হানজাপ্লাটজে বসবাসকারী শ্যামল বাড়ৈ এমনই একজন ভুক্তভোগী। তিনি বলেন, ‘আমার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দালাল শ্যামল বড়ুয়া স্থায়ী কাগজ করার জন্য কন্ট্রাক্ট ম্যারেজের নামে ১২ হাজার ইউরো নিয়ে লাপাত্তা হয়ে যায়। চার মাস ধরে কাগজ না থাকায় কাজবিহীন মানবেতর জীবন যাপন করছি আমি।’ অনুসন্ধানে জানা যায়, বার্...

ভিসা ছাড়াই দুই হজযাত্রী জেদ্দায়, ত্রুটি খতিয়ে দেখছে ধর্ম মন্ত্রণালয়

ভিসা ছাড়াই দুই হজযাত্রী গত ২৭ জুলাই সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছে যান। জেদ্দা ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের প্রায় ১৬ ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখেন। পরবর্তীতে সৌদি কর্তৃপক্ষের উদ্যোগে ভিসার ব্যবস্থা করে তাদের  টার্মিনাল ছাড়তে হয়েছে। এনিয়ে জেদ্দা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশের  সমালোচনা করে।এতে করে বিব্রতকর অবস্থায় পড়ে সেখানকার বাংলাদেশ হজ অফিস। এদিকে ভিসা ছাড়াই দুই হজযাত্রী কিভাবে ইমিগ্রেশন পার হয়ে বিমানে করে জেদ্দায় পৌঁছলেন, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে ধর্মমন্ত্রণালয়। শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল বিষয়টি খতিয়ে দেখার কথা জানান। এবিষয়ে গত ২৭ জুলাই জেদ্দা থেকে হজ অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন একটি চিঠি পাঠিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আনোয়ার হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘গত ২৭ জুলাই শাবান এয়ার ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ১৪৫৭) এর হজযাত্রী নাসিমা আক্তার পিআইডি নম্বর ১৪৫৭০৭২, এসভি-৮০৫ ফ্লাইটে জেদ্দার হজ টার্মিনালে অবতরণ করেন। সৌদি ইমিগ্রেশন পুলিশ দেখতে পায় যে, তিনি ভিসা ছাড়াই সৌদি...

বিশাল বাঁধাকপি থেকে ১০৫ পদ রান্না করে রেকর্ড গড়তে যাচ্ছেন এক বাবুর্চি

টিভি তে রান্নার প্রোগ্রাম পরিচালনাকারী বাবুর্চি স্টিফেন মুন নিজের দল নিয়ে এই বিরল কীর্তি স্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন। এই বাঁধাকপি থেকে বানানো সকল আইটেমের রান্না একই দিন একই টেবিলে পরিবেষণ করা হবে। নর্থ ইয়র্কশায়ারে আগামী ১৩ সেপ্টেম্বার অনুষ্ঠিত হতে যাওয়া শরৎ কালীন ফ্লাউয়ার শো’তে এই বিশাল বাঁধাকপি থেকে তৈরি করা এসব রান্নার আইটেম পরিবেষণ করা হবে। এই আয়োজন বিষয়ে টিভি প্রোগ্রাম পরিচালক মারটিন ফিস বলেন, “ অনেকেই আমাদের বলছেন এই বিশাল আয়োজন দিয়ে আমাদের লাভ কি হচ্ছে? আমি বলব এটি রান্নার মাধ্যমে একটি বিনোদন হতে যাচ্ছে।“ গবেষকরা নানান গবেষণার মাধ্যমে নিত্য নতুন খাবার তৈরি করছে তবে এখনো কেউ একটি বাঁধাকপি থেকে এত বিপুল সংখ্যক খাবারের আইটেম তৈরি করার কথা আগে ভাবেননি। এদিকে যে বিশাল আকারের বাঁধাকপিটি খাবার তৈরিতে ব্যবহার করা হবে এটি উৎপাদন করেছেন এই অনুষ্ঠানের জন্যই প্যাঁটার গ্লেজবুক। প্যাঁটার গ্লেজবুকের বিশাল আকারের সবজি উৎপাদনের ক্ষেত্রে বিশেষ আগ্রহ রয়েছে, তিনি বিগত তিন বছর যাবৎ বিশাল আকারের পেঁয়াজ উৎপাদনের রেকর্ড গড়তে সচেষ্ট রয়েছে ন।

বিশ্বের দ্রুততম রেলগাড়ি তৈরি করল জাপান

জাপান তৈরি করল বিশ্বের দ্রুততম রেলগাড়ি। এটি ঘন্টায় ৩১১ মাইল গতিতে ছুটতে পারে। পরীক্ষামূলক এক যাত্রায় এটি প্রায় ৪০ মিনিটে ২০০ মাইল পাড়ি দিতে সক্ষম হয়েছে। জাপান প্রযুক্তিতে নিজেদের অসীম উচ্চতায় নিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় জাপান এবার তৈরি করল বিশ্বের দ্রুততম রেলগাড়ি। নতুন তৈরি করা এই রেলের নাম দেয়া হয়েছে JR Tokai L0 Series Shinkansen। এটিতে রয়েছে পর পর সজ্জিত ১৬টি কার কোচ। এই রেলে করে এক সাথে সর্বমোট ১০০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। যাই হোক এই অসাধারণ রেলগাড়িটি ঘন্টায় ৩১১ মাইল বেগে চলতে সক্ষম। এদিকে JR Tokai L0 Series Shinkansen নামে নতুন তৈরি করা এই ট্রেনটি তার পরীক্ষামূলক যাত্রাতে মাত্র ৪০ মিনিটে ২০০ মাইল পথ ভ্রমণ করতে সক্ষম হয়েছে, যেখানে অন্যান্য বুলেট ট্রেন সমূহ ৯৫ মিনিট সময় ব্যয় ব্যয় করে। নতুন তৈরি করা এই ট্রেনটি তড়িৎ চম্বুকীয় রেল লাইন ব্যবহার করবে, ফলে এর যাত্রীরা পাবেন নীরব ও আরামদায়ক রেল ভ্রমণের আনন্দ। এরই মাঝে জাপানের রেল বিভাগ সে দেশের টোকিও থেকে ওসাকা পর্যন্ত প্রায় ৫০০ মাইল দীর্ঘ তড়িৎ চম্বুকীয় রেল লাইন স্থাপনের কাজ...

ক্যান্সার প্রতিরোধ করার কয়েকটি উপায়

ক্যান্সার একটি মারণ ব্যধি। এই ক্যান্সারের অনেক ওষুধ আবিষ্কার হলেও পুরোপুরি সফলতা এখনও আসেনি। শাক-সবজি এই দূরারোগ্য ক্যান্সার প্রতিরোধ করতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কি কি সবজিতে কি ক্যান্সার প্রতিরোধ হয়। ক্যান্সারের উল্লেখযোগ্য কোন চিকিৎসা নেই। তবে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। ক্যান্সার নিয়ে সমগ্র বিশ্বে বহু গবেষণা করা হয়েছে। ওয়াল্ড ক্যান্সার রিসার্চ ফান্ড ও দ্য আমেরিকান ইনস্টিটিউট ফর ক্যান্সার রিসার্চ-এর ‘অর্থায়নে খাদ্য, পুষ্টি ও ক্যান্সার প্রতিরোধ’ শীর্ষক গবেষণায় বলা হয়, দৈনিক প্রচুর পরিমাণ শাক-সবজি ও ফলমূল খেলে মুখ, গলা, খাদ্য নালি, ফুসফুস, পাকস্থলি, অন্ত্র নালি, অগ্নাশয়, মুত্রাশয়, পিত্তথলি, স্তন, বায়ুপথ, স্বরযন্ত্রের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। # টমেটোতে যথেষ্ট পরিমাণ লাল রঞ্জক লাইকোপিন আছে। যা ক্যান্সার প্রতিরোধক। # ক্যান্সার প্রতিরোধে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিনের উপর সবচেয়ে বেশি গবেষণা হয়েছে। দেহে দীর্ঘদিন ভিটামিন এ’র অভাব থাকলে ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ভিটামিন এ সমৃদ্ধ শাক-সবজি যেমন: গাজর, টমেটো, লাল শাক, পুঁই শাক, পালং শাক, কলমি শাক, ড...

লক্ষ্মীপুরে বেড়িবাঁধে ধস, প্লাবিত তিন গ্রাম

জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্রবল ঢেউ ও স্রোতের কারণে লক্ষ্মীপুরের মেঘনা তীর রক্ষা অস্থায়ী বেড়িবাঁধ ধসে পড়েছে। এতে জোয়ারের পানি ঢুকে ডুবে গেছে চররমনি মোহন ইউনিয়নের ৩টি গ্রামের কয়েক শতাধিক বাড়িঘর। তলিয়ে গেছে মাছের ঘের ও ফসলি জমি। এর ফলে বাঁধটি নির্মাণে পুনরায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। গেল কয়েক মাস আগে ঘূর্ণিঝড় মোরার প্রভাব ও পরবর্তী টানা কয়েক দিনের বৃষ্টির কারণে লক্ষ্মীপুরের মেঘনা তীরবর্তী প্রায় ৩শ মিটার বাঁধ ভেঙে গেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বেড়িবাঁধ রক্ষায় ১৫ লাখ টাকা ব্যয়ে ৩ শ মিটার রাস্তা পুনরায় মেরামত কাজ শুরু করেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সাধারণ মানুষের জানমাল ও ফসলি জমি রক্ষার্থে গত ১৫ দিন থেকে অস্থায়ীভাবে প্রতিরক্ষামূলক বাঁধের বেশ কিছু অংশে কাজ করেন তারা। কিন্তু পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্রবল ঢেউ ও স্রোতের কারণে ১০ দিনের মাথায় এরইমধ্যে ধসে পড়েছে অস্থায়ী ওই বাঁধটি। বাঁধ ভেঙে বসতঘরে পানি ঢোকায় বিপাকে স্থানীয় হতদরিদ্র কয়েকশ পরিবার। নির্দিষ্ট স্থানে ঠাঁই না পেয়ে গবাদি পশু ও ছেলে-মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছে বেড়ির পাশে থাকা অনেকে। এসব এলাকায় প্রতিদিন নির্দিষ...

রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে বিএমডব্লিউ জব্দ

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার একটি গ্যারেজে থেকে বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। জব্দ করা গাড়িটির আনুমানিক মূল্য প্রায় চারকোটি টাকা। বুধবার গাড়িটি জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, ‘গোয়েন্দা তথ্যে জানা যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার ১৫ নম্বর বাড়ির গ্যারেজে কার্নেট ডি প্যাসেজ সুবিধায় নিয়ে আসা একটি বিএমডব্লিউ গাড়ি লুকিয়ে রাখা হয়েছে। ওই গ্যারেজে অভিযান চালিয়ে কালো রংয়ের বিএমডব্লিউ এক্স-৫ গাড়িটি জব্দ করা হয়।’ মইনুল খান আরও জানান, কাস্টম হাউস চট্টগ্রামের কারনেট সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে দেখা যায়, যুক্তরাজ্য প্রবাসী আলী নূর ইসলাম ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি কারনেট নং সিসিএক্স-৫০২০৬৪ এর মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে তিন মাসের মধ্যে পুনঃরপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় গাড়িটি খালাস নিয়েছিলেন। জব্দ করা গাড়িটিতে ঢাকা মেট্রো-ঘ-১৪-১৭৬০ এনালগ নম্বর প্লেট সংযুক্ত ছিল। কাস্টম হাউস চট্টগ্রামের নথি অনুযায়ী গাড়িটির উপর প্রযোজ্য শুল্ক করাদি তিন কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৭৫৮ দশমিক ৫৫ টাকা। গাড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। এ ব্যাপার...

রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে বিএমডব্লিউ জব্দ

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার একটি গ্যারেজে থেকে বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। জব্দ করা গাড়িটির আনুমানিক মূল্য প্রায় চারকোটি টাকা। বুধবার গাড়িটি জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান  বলেন, ‘গোয়েন্দা তথ্যে জানা যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার ১৫ নম্বর বাড়ির গ্যারেজে কার্নেট ডি প্যাসেজ সুবিধায় নিয়ে আসা একটি বিএমডব্লিউ গাড়ি লুকিয়ে রাখা হয়েছে। ওই গ্যারেজে অভিযান চালিয়ে কালো রংয়ের বিএমডব্লিউ এক্স-৫ গাড়িটি জব্দ করা হয়।’ মইনুল খান আরও জানান, কাস্টম হাউস চট্টগ্রামের কারনেট সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে দেখা যায়, যুক্তরাজ্য প্রবাসী আলী নূর ইসলাম ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি কারনেট নং সিসিএক্স-৫০২০৬৪ এর মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে তিন মাসের মধ্যে পুনঃরপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় গাড়িটি খালাস নিয়েছিলেন। জব্দ করা গাড়িটিতে ঢাকা মেট্রো-ঘ-১৪-১৭৬০ এনালগ নম্বর প্লেট সংযুক্ত ছিল। কাস্টম হাউস চট্টগ্রামের নথি অনুযায়ী গাড়িটির উপর প্রযোজ্য শুল্ক করাদি তিন কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৭৫৮ দশমিক ৫৫ টাকা। গাড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় চার ...