Skip to main content

Posts

Showing posts from March, 2017

মালয়েশিয়ায় জাল কাগজপত্র তৈরির বিদেশী চক্র আটক; চক্রে বাংলাদেশীও আছে

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।এরই ধারাবাহিকতায় কাগজপত্র জালকারী একটি বিদেশী চক্র আটক হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী জানিয়েছেন, ৮ জন বিদেশী নাগরিকের একটি চক্রকে আটক করা হয়েছে। এর মধ্যে ৬ জন বাংলাদেশী, একজন পাকিস্তানি এবং একজন মায়ানমারের নাগরিক। কুয়ালালামপুরের জালান সিলাং এবং বুকিত জলিল এলাকা থেকে তাদের আটক করা হয়।তাদের বয়স ৩০ থেকে ৫০ এর মধ্যে। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক বলেছেন, এই চক্র বিভিন্ন ধরণের দাপ্তরিক কাগজপত্র যেমন পাসপোর্ট, সাময়িক ওয়ার্ক পাস, ই-কার্ড, জাতিসংঘের শরণার্থী কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র নকল করে আসছিলো। ‘মাসখানেক ধরে তাদের উপর গোয়েন্দা নজরদারি রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে যে, তারা প্রায় ৩ বছর ধরে এ কাজ করছে। তারা বিভিন্ন দেশের নাগরিকদের মালয়েশিয়ায় বসবাস এবং কাজের জন্য যাবতীয় কাগজপত্র তৈরি করে দেয়।’ এখানে ক্লিক করুন, লাইক দিন। প্রবাসের আনন্দ-বেদনা আর সংগ্রামের সব খবর পৌঁছে যাবে আপনার কাছে মুস্তাফার আলী সাংবাদিকদের জানান, প্রত্যেকটি কাগজের জন্য তারা ৫...

মাত্র দুইডা কুপ দিছি, মরতো না’

ময়মনসিংহের গৌরীপুরে ভাবী জুবেদা খাতুনকে (৩৭) কুপিয়ে দা নিয়ে থানায় হাজির হয়েছে দেবর সজুম উদ্দিন (৩৫)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় থানায় এসে উপস্থিত হন তিনি। ‘মাত্র দুইডা কুপ দিছি, মরতো না’ এভাবেই ভাবীকে কুপিয়ে জখম করার বর্ণনা দেন সজুম। সজুম উপজেলার বোকাইনগর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের আব্দুস সোবানের ছেলে। আহত ভাবী জুবেদা খাতুন সজুমের বড় ভাই মো. নাজিম উদ্দিনের স্ত্রী। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুবেদার স্বামী মো. নাজিম উদ্দিন জানান, তার (জুবেদা) অবস্থা আশংকাজনক। চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও জানান, দীর্ঘদিন যাবত বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই দুলাল উদ্দিন ও সজুম উদ্দিন দু’জন মিলেই দা দিয়ে আমার স্ত্রীকে কুপিয়েছে। সজুম উদ্দিন দা নিয়ে থানায় হাজির হলেও দুলাল উদ্দিন পালিয়েছে। তবে সজুম উদ্দিন নিয়মিত গাঁজা খেয়ে মাতাল থাকে বলেও জানান তিনি। এ বিষয়ে সজুম উদ্দিন বলেন, 'সে (ভাবী) দীর্ঘদিনযাবত জ্বালতন করে আসছিল। আর সইতে না পেরেই কুপ দিয়েছি। তবে সে মারা যাবে- এমনভাবে কোপায়নি।' গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মদ জানান, সজুম উদ্দিনকে প্রথমে মাতাল বা পাগল মনে হয়েছ...

কে এই কোটিপতি প্রতারক

হ্যালো স্যার, আমি কাস্টমার কেয়ার থেকে বলছি। আপনার বিকাশ অ্যাকাউন্টের এই নম্বরে কি নেটওয়ার্ক সমস্যা করে? ওপার থেকে ‘হ্যাঁ’ শোনার পরই তাকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। বলা হয়, আপনাকে আমাদের কাস্টমার কেয়ার নম্বর থেকে ফোন দেয়া হবে। তারা যে নির্দেশনা দেবেন তা মেনে চললে আর কোনো সমস্যা থাকবে না। পরে কাস্টমার কেয়ারের সংশ্লিষ্ট নম্বরের সঙ্গে মিল রেখে ফোন দেয়া হয়। কয়েকটি নম্বর ডায়াল করতে বলা হয়। এরপর মুহূর্তেই উধাও হয়ে যায় ওই গ্রাহকের অ্যাকাউন্টে থাকা সব টাকা। বিশেষ অ্যাপ ব্যবহার করে প্রতারক চক্র কৌশলে সেই বিকাশ হাতিয়ে নেয়। এই প্রতারণা করে অনেকেই অল্প দিনেই কোটিপতি বনে গেছেন। এমনই একজন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার রায়নগর গ্রামের মো. ফারুক মাতবর। ২৮ বছর বয়স্ক এই যুবক এক সময় রাজধানীর গলিতে গলিতে ফেরি করে দিন পার করতো। রোববার গভীর রাতে ঢাকা মহানগর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সদস্যরা ফারুককে তার গ্রামের আলিশান বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তার করা হয় তার আরো এক সহযোগী মো. রাজিব খান (২০)কে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নানা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। পিবিআইয়ে প্রাথমিক ...

সাউথ আফ্রিকায় ব্যবসায়ীর ইন্তেকাল

গতকাল সাউথ আফ্রিকার নিউ ক্যাসেলে গতরাতে ঘুমের মধ্যে ইন্তেকাল করেন ইকবাল নামের এই বাংলাদেশি ব্যবসায়ী। রাতের খাওয়া খেয়ে সবার সাথে কথা বলে তিনি ঘুমাতে যায়। সকাল বেলা তার ঘুম থেকে উঠতে দেরি হলে অন্যান্য বাংলাদেশি ভাই তার ঘরের ভিতর গিয়ে দেখেতে পায় তিনি শুয়ে আছেন। তাকে ডাকা ডাকির পরেও তিনি সাড়া না দিলে  কিছুক্ষন পর তারা বুঝতে পারেন তিনি মারা গেছেন। এই খবর দেখানে স্থানীয় বাঙ্গালীদের মধ্যে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। তিনি সাউথ আফ্রিকায় ১৩ বছর ধরে বসবাস করছিলেন।

হাটহাজারীতে নলকূপে পানির বদলে গ্যাস!

চট্টগ্রামের হাটহাজারীতে নতুন স্থাপনকৃত নলকূপ থেকে পানির বদলে গ্যাস বের হচ্ছে। বৃহস্পতিবার হাটহাজারী পৌরসভার মিরের খিল গ্রামের লোকজন বিষয়টি জানতে পারে। স্থানীয়রা জানান, তিনদিন আগে মিরের খিল গ্রামের ইউসুফ মেম্বার বাড়ির মো. ফয়জুল্লাহ নামে এক ব্যক্তি সদ্য ক্রয়কৃত জায়গায় ৬০০ ফুট গভীরের নলকূপ স্থাপন করেন। বৃহস্পতিবার এলাকার কয়েকজন যুবক নলকূপের পাশে শোঁ শোঁ আওয়াজ শুনতে পান। ওই এলাকার বাসিন্দা হাটহাজারী কলেজের অফিস সহকারী ইফতেখার উদ্দিন জানান, যুবকরা বিষয়টি জানালে রাতে নলকূপের সঙ্গে আরেকটি পাইপ জোড়া লাগিয়ে আগুন দিতেই তা জ্বলতে শুরু করে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী জনতা তা দেখতে নলকূপের আশেপাশে ভিড় করেন।

মন্ত্রিসভা থেকে অর্থমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা অর্থমন্ত্রী প্রবীণ গর্ধানকে বরখাস্ত করেছেন। এনিয়ে নানা জল্পনা-কল্পনার কয়েকদিন পর তিনি এমন পদক্ষেপ নিলেন। প্রেসিডেন্টের দপ্তর থেকে বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে বলা হয়, মালুসি গিগাবাকে গর্ধানের স্থলাভিষিক্ত করা হবে। এ সপ্তাহের গোঁড়ার দিকে যুক্তরাজ্য থেকে গর্ধানকে ডেকে পাঠান জুমা। পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি যুক্তরাজ্য সফরে ছিলেন। তবে বৃহস্পতিবার নাটকীয়ভাবে মন্ত্রিপরিষদে ব্যাপক রদবদল করেন তিনি। প্রেসিডেন্ট জুমার বিবৃতিতে বলা হয়, ‘আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন আনার এবং দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করতে সহকর্মীদের সঙ্গে নিরলসভাবে কাজ করতে নতুন নিয়োগ পাওয়া মন্ত্রী ও উপ-মন্ত্রীদের আমি নির্দেশ দিয়েছি।’ উল্লেখ্য, গত অক্টোবরে গর্ধানকে জালিয়াতির মামলায় অভিযুক্ত করা হয়। তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বর্ণনা করেন তিনি। এরআগে, ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) মিত্র দক্ষিণ আফ্রিকান কমিউনিস্ট পার্টি গর্ধানকে বরখাস্তের পরিকল্পনায় তার বিরুদ্ধে আনুষ্ঠা...

আজকের পর থেকে যেসব অ্যান্ড্রয়েড ফোনে আর কাজ করবে না ফেসবুক!

এবার মোবাইলে ফেসবুক ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! আজকের পর থেকে (৩১ মার্চ) বেশ কয়েক মডেলের মোবাইল ফোনে কাজ করবে না ফেসবুক! হ্যা, এমন ঘোষণাই দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এই সময়ের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক। আর ফেসবুকিং করার জন্য নিজের মোবাইলের উপরেই ভরসা করেন অধিকাংশ মানুষ। সে ক্ষেত্রে ফেসবুক অ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার অ্যাপ তাদের কাজ সহজ করে দেয়। কিন্তু ফেসবুকের নতুন ঘোষণা অনুযায়ী, বেশ কিছু মোবাইলে এই দু’টি অ্যাপ কাজ করা বন্ধ করে দেবে ৩১ মার্চের পরে। ফেসবুক ব্লগস্পটের ঘোষণা অনুযায়ী, যে সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাপের পুরনো সংস্করণ রয়েছে, সেগুলিতে আর অ্যাপ দু’টির সুবিধা পাওয়া যাবে না। জানানো হয়েছে, কোনও মোবাইল বা ট্যাবে যদি ফেসবুক অ্যাপের ভি৫৫-এর চেয়ে পুরনো সংস্করণ, অথবা মেসেঞ্চার অ্যাপের ভি১০-এর চেয়ে পুরনো সংস্করণ থেকে থাকে, তা হলে সেই ডিভাইসে অ্যাপ দু’টি অকেজো হয়ে যাবে। প্রসঙ্গত, ফেসবুকের ভি৫৫ সংস্করণ রিলিজ হয় ১৬ নভেম্বর ২০১৫-এ। আর মেসেঞ্জারের ভি১০ ভার্সান রিলিজ হয় ১০ অক্টোবর ২০১১-এ। অর্থাৎ, আপনি যদি ১৬ নভেম্বর ২০১৫-র পরে ফেসবুক অ্যাপ এবং ১৪ অাগ...

কালিহাতীতে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে হত্যা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়  সুমী আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রীকে স্থানীয় সন্ত্রাসী রনি মিয়া ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।   জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ের নির্জন কক্ষে এ ঘটনা ঘটে। নিহত সুমী আক্তার মহেলা গ্রামের মো. রফিক মিয়ার মেয়ে। বৃহস্পতিবার মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ে স্কুল কেবিনেট কাউন্সিল নির্বাচন চলছিল। ভোটের কারণে স্কুলের অধিকাংশ কক্ষ খালি ছিল। সুমী স্কুলে গিয়ে ওই নির্বাচনে ভোট দিয়ে ফেরার সময় স্থানীয় বখাটে রনি মিয়া (২৬) তাকে ডেকে নিয়ে মুখ বেঁধে বেদম মারপিট ও ধর্ষণ করে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা সুমীকে ভ্যানে উঠিয়ে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে সুমী মারা যায়। পরে তাকে বাড়িতে এনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার চালানো হয়। স্থানীয় একাধিক ব্যক্তি সন্ত্রাসী রণির ভয়ে নাম প্রকাশ না করে জানায়, সুমীকে ছাড়াও স্থানীয় কয়েকটি মেয়েকে রনি ভয় দেখিয়ে ধর্ষণ করেছে। এ নিয়ে তার বিরুদ্ধে এলাকায় একাধিকবার গ্রাম্য সালিশও হয়েছে। নিহত সুমীর বাবা মো. রফিক মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, প্রতিবেশী প্রভাবশ...

বগুড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের সময় আটক ৯ যুবক ১১ যুবতী

দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় অনেকটা প্রকাশ্যেই চলে আসছিলো অসামাজিক কার্যকলাপ। অবশেষে বগুড়া সদর উপজেলার শিবগঞ্জের মহাস্থান বাসষ্ট্যান্ড বন্দরে নুরজাহান অাবাসিক পার্ক নামক বোর্ডিংয়ে অসামাজিক কর্মকান্ড রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন শিবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০মার্চ) দুপুর ১টায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় জনতাকে বাইরে দাঁড়িয়ে উতফুল্ল কণ্ঠে শ্লোগান দিতে দেখা যায়। সুত্রমতে, আটক কয়েকজন যুবক-যুবতী স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষার্থী। তারা টাকার বিনিময়ে এখানে এসে নিজেদের প্রেমিক-প্রেমিকা নিয়ে সময় কাটাতো। অভিযানের সময় ওই বোর্ডিং এর ম্যানাজার মোজাফ্ফার রহমান সহ ৯ জন যুবক ও ১১-যুবতীকে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে আটক করে শিবগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। অভিযানের পর স্থানীয় ব্যবসায়ি করিম মিয়ার দোকানে আলাপকালে কলেজছাত্র রাকিব ও শিমুল সময়ের কণ্ঠস্বরকে  জানান, এই বোর্ডিং এ অবাধে যৌন ব্যবসার দরুন অনেক উঠতি বয়সের তরুন যুবক বিপথে চলে যাচ্ছিলো। নানা রকম অপরাধ সংঘঠিত হয়ে আসছিলো। স্থানীয় স্কুল- কলেজের মেয়েরাও বিভিন্ন ফাঁদে পড়ে এমনকি স্বেচ্ছায় বাড়তি টাকা উপার...

বড়হাট জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, পুলিশ সদস্য আহত

 মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার সদরের ছয় নম্বর ওয়ার্ডের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় ১২টা ১০ থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত বিকট শব্দে তিনটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। এছাড়া টানা চলছে গুলি। আহত হয়েছেন একজন পুলিশ সদস্য। শুক্রবার (৩১ মার্চ) সকালে ৯টা ৫২ মিনিটের দিকে ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু করেন সোয়াট সদস্যরা। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহজালাল বাংলানিউজকে বলেন, জেলা পুলিশের সদস্য কাওসার জঙ্গি আস্তানার দিকে টিয়ার শেল মারছিলেন। এসময় আহত হয়েছেন তিনি। তবে ঠিক কীভাবে আহত হয়েছেন তা বলতে পারছি না। তাকে অ্যাম্বুলেন্সে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আরও চারটি অ্যাম্বুলেন্স ও অতিরিক্ত পুলিশ সদস্যদের যেতে দেখা গেছে।

সাউথ আফ্রিকান নাগরিকদের  রাশিয়া যেতে কোন ভিসা লাগবেনা

Cape Town - The South African and Russian governments have introduced visa-free travel for their citizens as part of the marking of the 25th anniversary of the establishment of diplomatic relations between the countries. A new process has been implemented between the government of the Russian Federation and South Africa on a mutual waiver of visas, making the process easier for travellers. Consul General of Russia in Cape Town, Roman Ambarov, said a lot of work and preparations by the relevant governmental bodies of the two countries preceded the move. “In a diplomatic note Russia formally proposed to South Africa visa-free travel for holders of valid passports who have no intention of working, studying or living in the other country’s territory. "Together with the response note from the South African party stating the acceptance of this proposal, the notes constitute the intergovernmental protocol on mutual waiver of visa requirements,” said Ambarov. He said citize...

জোহানেসবার্গে তিন ডাকাত বন্ধু আটক

এন থ্রি হাইওয়ে থেকে একটি মাল বোঝাই ট্রাক ডাকাতি করে জোহানেসবার্গ নিয়ে এসে পুলিশের হাতে আটক হয় তিন ডাকাত বন্ধু সে সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল। তিন বন্ধুকে পুলিশ আপাদত জার্মিশটোন মেহমান খানায় রাখা হয়েছে। আগামী সপ্তাহে তাদের কে আদালতে হাজির করা হবে।

দেহ ছিন্নভিন্ন হওয়ায় জঙ্গিদের সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না’

ছবি : প্রতিকী মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় জঙ্গিদের সাত থেকে আটটি মৃতদেহ আছে উল্লেখ করলেও নিহত জঙ্গিদের শরীর ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় তাদের সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। ওই জঙ্গি আস্তানায় গতকাল বুধবার (২৯ মার্চ) থেকে আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা শেষে বৃহস্পতিবার বিকালে সিটিটিসি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ব্রিফিংয়ে মনিরুল ইসলাম বলেন, ‘কিছুক্ষণ আগে (বৃহস্পতিবার বিকাল) আস্তানাটিতে প্রবেশ করা সম্ভব হয়। আস্তানার প্রবেশমুখে গ্রেনেডসহ শক্তিশালী বোমা ছড়ানো-ছিটানো ছিল। ভিতরে জঙ্গিদের ছিন্নভিন্ন মৃতদেহগুলো বীভৎস অবস্থায় পড়ে ছিল।’ জঙ্গিরা কখন বোমা বিস্ফোরণ ঘটিয়ে মারা গিয়ে থাকতে পারে— এ প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘গতকাল (বুধবার) সোয়াট প্রথম অভিযান শুরু করে। অভিযান শুরুর পর পালানোর পথ নেই দেখেই সম্ভবত জঙ্গিরা বিস্ফোরণ ঘটিয়ে সপরিবারে আত্মহনন করেছে। সে এক বীভৎস চিত্র। ধারণা করা হচ্ছে, সাত-আটটি ডেডবডি থাকতে পারে আস্তানায়।’ নিহ...

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ওয়াশিংটন, ৩০ মার্চ- কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞার ট্রাম্পের নির্বাহী আদেশটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের একটি আদালতের বিচারক ডেরিক ওয়াটসন ট্রাম্পের আদেশ চ্যালেঞ্জ করে করা রুলের পক্ষে রায় দেন। বিচারক ওয়াটসন বুধবার হাওয়াই ও বিচার বিভাগের অ্যাটর্নিদের যুক্তি-তর্ক শোনার পর এই আদেশ দেন। পূর্বের সাময়িক স্থগিতাদেশ এই রায়ের ফলে আরও দীর্ঘস্থায়ী ভিত্তি পাবে। অর্থাৎ এই মামলা আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর হবে না। বিচারক ওয়াটসন বলেন, ‘মামলার বাদী পক্ষ যুক্ত দেখায়, এই নির্বাহী আদেশের ফলে পর্যটক, বিদেশি শিক্ষার্থী ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবেন।’ অন্যদিকে ট্রাম্পের পক্ষে বলা হচ্ছে, ‘এই নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রে জঙ্গি অনুপ্রবেশে বাধা ‍সৃষ্টিতে সহায়ক হবে।’ ধারণা করা হচ্ছে, হাওয়াইয়ের আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে আপিল হলে সেটি নবম সার্কিট কোর্টে পাঠানো হবে। যেখানে গত ফেব্রুয়ারিতে সিয়াটলের আদালতের রুলের বিষয়টি ঠিক বলে রায় দেওয়া হয়েছিল। দেশটির মেরিল্যান্ডের একটি আদালতও ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা...

মৌলভীবাজারের একটি জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে ৭/৮ জঙ্গি নিহত

বাংলাদেশে মৌলভীবাজার জেলার ফতেহপুরের যে জঙ্গি আস্তানা ঘিরে পুলিশের যে অভিযান চলছিল সেখানে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৭ থেকে ৮ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। মি: ইসলাম জানিয়েছেন, আত্মঘাতী বিস্ফোরণে ওই দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই আত্মঘাতী বিস্ফোরণ গতরাতে ঘটেছে বলে মনে করছে পুলিশ। নাসিরপুরের ফতেহপুরের জঙ্গি আস্তানা ঘিরে 'অপারেশন হিটব্যাক' নামের এই অভিযানটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ফতেহপুরের জঙ্গি আস্তানায় অভিযানের বর্ণনা দিতে গিয়ে মি: ইসলাম বলেন "অভিযান শেষে ওই ভবনের ভেতরে ঢুকে তাঁরা দেখেন যে মানবদেহের ছিন্ন-বিচ্ছিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব অংশ দেখে মনে হয়েছে সাত থেকে আটজনের দেহের অংশবিশেষ হতে পারে। পুরুষ, নারী ও দুই-একজন অপরিণত বয়সের দেহের অংশবিশেষও ছিল। দুর্গন্ধ বের হচ্ছিল"। পুলিশ ধারণা করছে, "যখনই জঙ্গিরা দেখেছে যে পালিয়ে যাওয়ার পথ নেই, তখন তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহনন করেছে"। তবে মৌলভীবাজারের পৌর এলাকার বড়হাটের অন্য জঙ্গি আস্তানা এখনও ঘেরাও করে রাখা হয়েছে। প্রস...

ইমার্জিং কাপে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

কক্সবাজার, ৩০ মার্চ- আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশ দলের ইমার্জিং কাপের সেমিফাইনালের খেলা। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে সেই নিশ্চয়তা পেয়ে যায় মুমিনুল হকের দল। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি তাই স্বাগতিকদের জন্য ছিল আনুষ্ঠানিকতা! তবে এই ম্যাচটি মুমিনুলদের জন্য ছিল গুরুত্বপূর্ণও। কারণ গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই শেষ চারের লড়াইয়ে নামবে বাংলাদেশ। তবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের সঙ্গে শ্বাসরুদ্ধকর টাই করেছে বাংলাদেশ। তারপরও রান রেটে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠল স্বাগতিকরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৩ রান তোলে পাকিস্তান। জবাবে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশও তুলেছে ২৩৩ রান। 

মালয়েশিয়ার ইমিগ্রেশনে আটক থাকা শতাধিক বন্দির মৃত্যু

গত দুই বছরে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগে আটক থাকা শতাধিক বন্দির মৃত্যু হয়েছে। রোগে ভুগে, বন্দিশালার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে তাদের মৃত্যু হয় বলে দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের পর্যালোচনা প্রতিবেদন থেকে জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, রোগ ছাড়াও কোনো এক অজানা কারণে তারা মারা গেছেন, যা খুঁজে বের করা হচ্ছে। প্রতিবেদনটি আরও আগেই মালয়েশিয়া সরকারের হাতে আসে। তবে সংবাদমাধ্যমে বৃহস্পতিবারই (৩০ মার্চ) প্রকাশ করা হয়। দেখা যায়, ৮৩ জন মারা গেছেন ২০১৫ সালে আর ২০১৬ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই তালিকায় মায়ানমারের জনগণের সংখ্যাই বেশি। মালয়েশিয়া সরকার এর আগে তাদের বন্দিশালাগুলোতে আটকদের মৃত্যুর কোনো তালিকা প্রকাশ করেনি। এতে জানাও সম্ভব হয়নি কত মানুষ সেখানে দিন কাটাচ্ছেন। তবে বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে আটক অভিবাসী মৃত্যুর হার তুলনামূলক বেশি।

মুসা বিন শমসেরের জন্য আইন আলাদা!

১৯৭১ সালে যারা ফরিদপুরে ছিলেন,তারা মুসা বিন শমসেরকে চেনেন হত্যা ষড়যন্ত্র আর নির্যাতনের অনন্য উদাহরণ হিসেবে। মুসা বিন শমসেরের যুদ্ধকালীন অপরাধের সাক্ষ্য প্রমাণ থাকার পরও তদন্ত সংস্থার পক্ষ থেকে তার অপরাধ তদন্ত না করায়, বিভিন্ন সময়ে মুসার অপরাধের শিকার ও প্রত্যক্ষসাক্ষীরা বলছেন, তার অপরাধের কথা মানুষ ৪৫ বছর ধরেই বলছে। তারপরও নতুন করে কোনও নাগরিক অভিযোগ না করলে মুসা নির্দোষ হয়ে যাবে? তদন্ত সংস্থা কি পারে না নিজেদের উদ্যোগে বিচারের উদ্যোগ নিতে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত কর্মকর্তারা বলছেন, তারা ‘অনুসন্ধান’ করছেন, তবে তা কেস ফাইলে ওঠে নাই। যদি কোনও সংশ্লিষ্টতা পান তবে তা নথিভুক্ত করে তদন্ত করা হবে। কবে নাগাদ এ ‘অনুসন্ধান’ শুরু হয়েছে আর কবে শেষ হবে, সেবিষয়ে তারা কিছু বলতে চাননি। মুসার বিরুদ্ধে অভিযোগের ঝাঁপি খুলে বসলেও স্থানীয় মুক্তিযোদ্ধারা ও  প্রত্যক্ষদর্শীরা অতীত অভিজ্ঞতার কারণে নাম প্রকাশ করতে ইচ্ছুক না। তারা বলছেন, আমরা অভিযোগ করার পর তাকে গ্রেফতার ও বিচার না করা হলে এই এলাকায় আমরা টিকতে পারবো না। অভিযোগ আছে, ১৯৭১ সালের ২১ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনীকে ফরিদপুরে ঢ...

লাখ টাকার চেক ফিরিয়ে দিলেন তাঁরা...

রাজধানীর ফকিরাপুলের পানির ট্যাংকি–সংলগ্ন সড়ক দিয়ে মতিঝিল যাচ্ছিলেন তৈরি পোশাক কারখানা আইএফএস টেক্স ওয়্যারের দুই কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও সাহাদাত হোসেন। সড়কে ব্র্যাক ব্যাংকের একটি চেক পড়ে থাকতে দেখেন তাঁরা। হাতে নিয়ে দেখেন চেকে সই করা আছে, তারিখ ২৯ মার্চের। টাকার পরিমাণ দুই লাখ। ব্যাংকে গেলেই তোলা যাবে টাকাটা। তবে দুজনই সিদ্ধান্ত নেন, চেকটা গ্রাহককে ফেরত দিতে হবে। এ জন্য ব্র্যাক ব্যাংকের মতিঝিল শাখায় যান তাঁরা। শাখা ব্যবস্থাপক মাহফুজুর রহমানকে গিয়ে ঘটনা খুলে বলেন। পরে ব্যাংকের পক্ষ থেকে ওই চেকের মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। ফেরত দেওয়া হয় চেকটি। ঘটনাটি গতকাল বুধবার বিকেলের। ব্র্যাক ব্যাংকে বসে আইএফএস টেক্স ওয়্যারের মহাব্যবস্থাপক (ফাইন্যান্স) সাখাওয়াত হোসেন বলেন, ‘সই করা এই চেকটার কারণে কারও চাকরি চলে যেতে পারে। কারও সংসার ভেঙে যেতে পারে। কেউবা নিঃস্ব হয়ে যেতে পারে। আমি তো জানি না চেকটা কার। এ জন্য প্রকৃত মালিককে ফেরত দিতে ব্যাংকের শরণাপন্ন হয়েছি।’ একই প্রতিষ্ঠানের কমার্শিয়াল ব্যবস্থাপক সাহাদাত হোসেন বলেন, ‘ফকিরাপুলের সড়ক দিয়ে আসার পথে চেকটা পেলাম। তখনই মনে হয় প্রকৃত মালিক...

৩ লক্ষ রেন্ডের ফোন সহ ডাকাত আটক

JMPD পুলিশ গতকাল ইওভিলের একটি দোকান থেকে ডাকাতি হওয়া প্রায় ৩ লক্ষ রেন্ডের সেল ফোন উদ্ধার করে সে সময় পুলিশ আটক করে দুইজন ডাকাত কে। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি। তাদের কে আটক করে স্থানীয় থানায় প্রেরন করা হয়ে। আটককৃত ডাকাতদের আগামী সপ্তাহে আলালতে হাজির করা হবে।

আকাশ থেকে ঝুলবে বিল্ডিং

খলিফাকে পেছনে ফেলে ইউ আকৃতির ভবন বানাচ্ছে ম্যানহাটন। সেই ভবনের ছবি দেখে ইতোমধ্যেই যাদের চোখ কপালে উঠেছে তাদের জন্য আরো একটা সুখবর। কারণ এবার সম্পূর্ণ ব্যতিক্রম কিছু তৈরি করা হচ্ছে। এবার মাটিতে নয় বিল্ডিং ঝুলবে আকাশে। কোনো একটি গ্রহাণু থেকেই সেই বিল্ডিংটি ঝুলতে থাকবে। নিউ ইয়র্কের ক্লাউডস আর্কিটেকচার নামের একটি সংস্থা এই বিল্ডিং তৈরির ধারণা দিয়েছে। এ ধরনের ভবনকে তারা বলছেন, দ্য অ্যানালেমা। নেহাৎ কল্পনা নয়, সত্যিই এই বিল্ডিং তৈরি করতে চাইছেন তারা। দুবাইতে এই ভবনের কাজ হবে। এতে খরচও কম পড়বে। পরে ভবনটি আলাদাভাবে নিয়ে গিয়ে নিউ ইয়র্কে একটি গ্রহাণুতে ঝুলিয়ে দেয়া হবে। পৃথিবী থেকে ওই গ্রহাণু প্রায় ৫০ হাজার কিলোমিটার উপরে রয়েছে। পৃথিবী থেকে ৪৩৫ কিলোমিটার ওপরে রয়েছে স্পেস স্টেশন। এক্সোফিয়ার অর্থাৎ যে স্তরের উপরে গেলে সব কিছু জমে যায় তার অন্তত ৩২ কিলোমটিার নিচে থাকবে ওই ঝুলন্ত বিল্ডিং। তবে ঝুলন্ত বিল্ডিং বানানো হলে সেটা থেকে লোকজন কিভাবে নিচে নামবে অনেকের মনেই সেই প্রশ্নও আসতে পারে? সেটারও অবশ্য ব্যবস্থা থাকবে। প্যারাসুট বা মাটি থেকে কার্গো কন্টেইনারে করে যাতায়াতের ব্যবস্থা করা হতে পারে। 

উইমেন অব কারেজ পুরস্কার পেলেন বাংলাদেশি তরুণী শারমিন

বাল্য বিবাহে বাধ্য করতে পরিবারের প্রচেষ্টাকে রুখে দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উইমেন অব কারেজ পুরস্কার পেলেন বাংলাদেশি তরুণী শারমিন আখতার। বুধবার যুক্দরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হাত থেকে পুরস্কার নেন শারমিন আখতার। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রটারি থমাস শ্যানোন উপস্থিত ছিলেন। সারা বিশ্বে শান্তি ন্যায় বিচার, মানবাধিকার, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের পক্ষে কাজ করার স্বীকৃতি হিসাবে ১৩ জন নারীকে এবার এ পুরস্কার দেয়া হয়। পুরস্কার দেয়ার সময় বক্তব্যে মেলানিয়া ট্রাম্প বলেন এখানে যারা আমার সঙ্গে এই মঞ্চে রয়েছেন তাঁরা সবাই তাঁদের অধিকার প্রতিষ্ঠার জন্যে লড়েছেন; লড়েছেন অন্যের অধিকারের জন্যেও। তারা জেল জরিমানা এমনকি মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করে ন্যায়ের জন্যে যুদ্ধ করেছেন। ২০০৭ সাল থেকে এই উইমেন অব কারেজ পুরস্কার শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের ৬০টি দেশের ১০০ নারীকে এ পুরস্কার দেওয়া হল। বাল্য বিবাহের বিপক্ষে অবস্থানকারী এই পুরস্কার পাওয়া বাংলাদেশের শারমিন আখতার রাজাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ল...

কুয়েতে জুমার নামাজে বাংলা খুতবা শুনতে মুসল্লির ঢল

কুয়েতের জিলিব আল সুয়েখে অবস্থিত হাসাবিয়া মসজিদটিই হল কুয়েত বাংলাদেশি প্রবাসীদের গড়া সবচেয়ে বড় মসজিদ। আর এ মসজিদেই বাংলাদেশীদের সবচেয়ে বড় নামাজের জামাতটি অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বড় জুমার নামাজ ও দুই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। কুয়েত সরকারের অনুমোদিত এই মসজিদসহ একাধিক মসজিদে জুমার মূল আরবী খুতবার আগে বাংলাতেও তার ভাষান্তর করে পাঠ করা হয়। মসজিদটিতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে চার হতে পাঁচ হাজারের মতো মুসল্লি নামাজ আদায় করেন। আর প্রতি শুক্রবার জুমার নামাজসহ দুই ঈদের নামাজের জামাতে দশ থেকে ১২হাজার পর্যন্ত মুসল্লি জমায়েত হয়। এসব মসজিদ ছাড়াও কুয়েতের বাংলাদেশী অধ্যূষিত এলাকায় জুমার নামাজে বাংলা খুতবা পাঠ করা হয়। কুয়েতের মাহবুল্লা, মুরগাবসহ একাধিক মসজিদে বাংলায় খুতবা পড়া হলেও হাসাবিয়ার মুসল্লি সংখ্যা সবচেয়ে বেশি হয়। পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি শুক্রবার জুমার নামাজ ও দুই ঈদের নামাজ জামাতে আদায় করার জন্য এই মসজিদে বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকরাও শরীক হন।

ভোগ মডেল, মেডিকেল ছাত্রীর ঝুলন্ত মরদেহ রাজশাহীতে

রাজশাহী, ৩০ মার্চ- রাজশাহীর নওদাপাড়া এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মহিলা হোস্টেল থেকে এক বিদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মালদ্বীপের নাগরিক এই শিক্ষার্থী প্রখ্যাত ভোগ ম্যাগাজিনের মডেল হয়েছিলেন। মেডিকেল কলেজ হোস্টেলটির দ্বিতীয় তলার ২০৯ নম্বর কক্ষ থেকে বুধবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। রাওদা আতিফ (২০) নামে ওই শিক্ষার্থী মালদ্বীপ থেকে এখানে পড়তে এসেছিলেন। রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবদুল আজিজ রিয়াজ জান‍ান, রাওদা এমবিবিএস ১৩তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সকালে তার সহাপাঠীরা ক্লাসে রাওদাকে না পেয়ে তার কক্ষে যায়।  সেখানে ডাকাডাকি করে সাড়া না পেয়ে সবাই মিলে দরজা ভাঙে। পরে তার ঝুলন্ত মরদেহ দেখে কর্মকর্তাদের খবর দেয়। এ সময় কলেজ ও হাসপাতালের কর্মকর্তারা গিয়ে মরদেহ দেখে থানায় খবর দেন। পরে শাহ মখদুম থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান আবদুল আজিজ রিয়াজ নামে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ওই প্রশাসনিক কর্মকর্তা। রাজশাহীর শাহ মখদুম থানার ভ...

দুর্নীতির অভিযোগে ইমিগ্রেশন অফিসার আটক

আজ ফ্রি ষ্টেট ফিক্সবার্গ বর্ডারে এন্টি করাপশন ১০ জন পুলিশ ও তিন জন ইমিগ্রেশন পুলিশ কে  দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে আটক করে। তাদের সবাই কে আগামী ৩০ শে মার্চ ফিক্সবার্গ আদালতে হাজির করা হবে। সে সময় আরো আটক করা হয় অবৈধ ভাবে বর্ডার পার হবার সময় তিনজন লিসুথুর নাগরিক।

বাগানে গিয়ে যুবক নিখোঁজ, অজগরের পেট চিড়ে মিলল লাশ!

ইন্দোনেশিয়ার যুবক আকবর (২৫) প্রতিদিনের মতো সেদিনও পাম বাগানে যান। পাম বাগানে কাজ করেই জীবন কাটে তাঁর। গত রোববার পাম বাগানে যাওয়ার পর খুঁজে পাওয়া যাচ্ছিল না আকবরকে। তবে ওই বাগানে একটা বিশাল অজগরকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। বিশেষ করে ২৩ ফুট দীর্ঘ ওই অজগরের পেট দেখে বাসিন্দারা সন্দেহ করে যে কিছু একটা ঘটেছে। পরে অজগরটিকে কাটা হয়। এর পরই দেখা যায় সাপের পেটেই আকবরের পুরো দেহটা! বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের দ্বীপে সালুবিরো নামক এক গ্রামে ওই ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার একদিন পর সোমবার অজগরটির পেট কেটে বের করে আনা হয় নিথর আকবরকে। ওই যুবককে আস্ত গিলেই বিশ্রাম নিচ্ছিল ওই অজগর! গ্রামের বাসিন্দা জুনাইদি বলেন, ‘আমাদের সন্দেহ হচ্ছিল যে সাপটি আকবরকে গিলে ফেলেছে, কারণ ওই সাপটির কাছে পাম ফল আর কৃষিকাজের যন্ত্রপাতি পাওয়া যায়।’ জুনাইদি জানান, অজগর একটা মানুষ গিলে ফেলেছে এ ঘটনা ওই এলাকায় নতুন। অজগরের ওই জাতটি সাধারণত ২০ ফুটের মতো লম্বা হয়। ওই জাতের সাপ পাওয়া যায় ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে।

ফেসবুকে পরিচয়,প্রেমের টানে মার্কিন নারী বাংলাদেশে!

 প্রেমের টানে যুক্তরাষ্ট্র ছেড়ে আমেরিকান নারীর বাংলাদেশে আগমন। প্রেমের টানে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে এক আমেরিকান মেয়ে বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জের এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বিষয়টি নিয়ে এলাকার ব্যাপক কৌতুহল ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের পঞ্চানন্দ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসের প্রেমে পড়ে মার্কিন মেয়ে এলিজাবেথ। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের এই পরিচয় পরবর্তীতে প্রেমে রুপ নেয়। গত  জানুয়ারি মাসে এলিজাবেথ তার ভালবাসাকে বাস্তবে পাওয়ার জন্যে বাংলাদেশে পাড়ি দেন।  অবশেষে গত কয়েকদিন আগে খ্রিষ্টান ধর্ম মতে তাদের বিয়ে হয়। এখন তারা সংসার করছে, সুখেই কাটছে তাদের বৈবাহিক জীবন। এলিজাবেথ জানিয়েছে তার ভালবাসার মানুষ কে পেয়ে সে খুব খুশি। তাকে নিয়ে ভবিষ্যত ভাবনা ভাবছে,যাতে পরিবারের সকলে তার মাধ্যম দিয়ে ভাল ভাবে চলতে পারে। অন্যদিকে মিঠুন বিশ্বাস তার প্রতিক্রিয়ায় জানান, মার্কিন নাগরিক এলিজাবেথ আমার ভালবাসার দাম দিয়ে বাংলাদেশের মত একটি দেশে এসেছে সেই জন্য ...

এই ফুটফুটে শিশুটিকে জন্মের পরপরই ফেলে দেয়া হয়েছিল আবর্জনায়। আর তাকে পেতেই তৈরি হয় অনেক মানুষের প্রতীক্ষা।

বাংলাদেশের চট্টগ্রামে একুশে ফেব্রুয়ারির ঠিক আগের রাতে তাকে পাওয়া যায় বলে শিশুটির নামকরণ করা হয় 'একুশ' নামে। কিন্তু অবহেলায় ময়লার স্তূপে ফেলে দেয়া এই নবজাতক শিশুটিকে পেতেই তৈরি হয়েছিল অনেকের প্রতীক্ষা। তার তত্ত্বাবধানের দায়িত্ব কারা পেতে যাচ্ছেন- তা রীতিমত আদালতের মাধ্যমে ঠিক হয়েছে। এই দাবিতে মোট ১৬টি আবেদনের শুনানি হয়েছে। অত:পর বুধবার আদালত চারটি শর্তে চিকিৎসক জাকিরুল ইসলাম এবং শাকিলা আক্তার দম্পতির জিম্মায় দিয়েছে 'একুশ'কে প্রতিপালনের দায়িত্ব। 'একুশ' এর জন্য প্রতীক্ষা তাকে সন্তান হিসেবে পেতে ছিল দীর্ঘ লাইন। নিঃসন্তান দম্পতি, সন্তান হারানো দম্পতি, এমনকি সন্তান আছে এমন বাবা-মায়েরাও আবেদন করেছিলেন। তাদের মধ্যে শিক্ষিকা, আইনজীবী, পুলিশসহ অনেকেই ছিলেন। শুনানি শেষে চট্টগ্রাম অতিরিক্ত দায়রা জজ ও চট্টগ্রাম শিশু আদালতের বিচারক আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস মিস্টার ইসলামের পরিবারকেই এই দায়িত্ব দিলেন। এই পরিবারটি ১৯ বছর দরে নি:সন্তানহীন। আদালত বলেছে, যেহেতু এই দম্পতির সন্তান জন্ম দেয়া সম্ভব হবে না এবং তাদের আর্থিক সচ্ছলতা রয়েছে-সে বিবেচ...

জাল নিয়ে মাছ ধরতে পানিতে নামলেন যে এমপি

মাছে-ভাতে বাঙালী নাম কিন্তু এখনো মুছে যায় নি। বাঙালীর ইতিহাস-ঐতিহ্য এখনো খালবিল, নদীনালার মাছের সঙ্গে মিশে আছে। আর সে টানেই জাল নিয়ে পানিতে নামলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ হাছান ইমাম খান (সোহেল হাজারী)।   বৃষ্টিতে টাঙ্গাইলের কালিহাতির এম পি নিজেই জাল নিয়ে মাছ ধরতে নেমে যান। সঙ্গে ছিল স্থানীয় সাধারণ মানুষ। সাংসদের মাছ ধরার দৃশ্য দুটি ছবিতে প্রকাশিত হয়েছে। দেখা যায়, খালি গায়ে পানি জাল নিয়ে মাছ ধরছেন এমপি হাছান ইমাম। জালে পড়া মাছও নিজে নিজেই ছাড়াচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রকাশিত হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়।   উল্লেখ্য, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচিত হন।  

টাঙ্গাইলে মাতাল অবস্থায় ধর্ষণের চেষ্টা, ছেলেকে কুপিয়ে হত্যা করলো মা

টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর এলাকায় ছেলে হজরত আলীকে (২৪) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন হালেমা বেগম (৪৮)। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত হজরত আলী ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ভূইয়া সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোরে নেশা করে মাতাল অবস্থায় তার মাকে ধর্ষণের চেষ্টা করেন হজরত। এসময় মা হালেমা বেগম ঘরে থাকা কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মা হালেমা বেগম স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলেও জানান ওসি।

ডিউটি শেষে থানা কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করলেন ওসি

ডিউটি শেষে থানা কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করলেন ওসি | সময়ের কণ্ঠস্বরসময়ের কণ্ঠস্বর বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আবদুল্লাহ আল হাসান (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় থানা প্রাঙ্গণে অবস্থিত অফিসার্স কোয়ার্টারে বাসার ফ্যানের সঙ্গে দড়ির ফাঁসিতে ঝুলে তিনি আত্মহত্যা করেন। জানা গেছে, নাটোরের বড়াইগ্রাম উপজেলার কদমতলা গ্রামের হযরত আলীর ছেলে আ.ন.ম. আবদুল্লাহ আল হাসান সম্প্রতি গাবতলী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি থানা চত্বরের কোয়ার্টারে একাই থাকতেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ওসি’র আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওসি হাসান সকালে থানায় কর্তব্য পালন করেন। পরে বাসায় গিয়ে আত্মহত্যা করেন। পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরতচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” তবে পুলিশ তার ‘আত্মহত্যার’ কারণ বলতে পারেনি। ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা জানান, মরদেহ গাবতলী উপজেলা স্...

ডাইনোসরের বিলুপ্তি শুরু হয় ৫০ মিলিয়ন বছর আগে!

ডাইনোসর নিয়ে এখনও মানুষের আগ্রহের কমতি নেই। বিশালাকৃতির এই প্রাণীটি নিয়ে বহু সিনেমাও বানানো হয়েছে। ডাইনোসরের বিলুপ্তি কবে থেকে শুরু হয়েছে এ নিয়ে বিজ্ঞানিরা গবেষণা করছেন অনেক দিন ধরে। উল্কাপাত বা গ্রহাণুর আঘাতে ডাইনোসর বিলুপ্ত হয়েছে বলে যে ধারণা করা হচ্ছিল, বিজ্ঞানীরা বলছেন তার অন্তত ৫০ মিলিয়ন বছর আগেই তাদের বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। ধারণা করা হয়, ৬৬ মিলিয়ন বছর আগে অন্তত ১০ কিলোমিটার আকৃতির গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। কিন্তু আমেরিকার ইউনিভার্সিটি অফ রিডিংয়ের বিজ্ঞানীরা ডাইনোসরের ফসিলের পরীক্ষা-নিরীক্ষা করে বলছেন, এর অনেক আগে থেকেই এই বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। গ্রহাণুর আঘাতে সেটি শেষ হয় মাত্র। পরিবর্তিত পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারার কারণেই ডাইনোসর বিলুপ্ত হয়ে যাচ্ছিল বলে তারা মনে করেন। নতুন এই তথ্য অনুযায়ী, প্রায় ১২০ মিলিয়ন বছর আগেই ডাইনোসরের বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়। গবেষকদের মধ্যে অন্যতম মানাবু সাকামোটো বলছেন, 'এই ফলাফল আমরা নিজেরাই আশা করিনি। উল্কাপাত বা গ্রহাণুর আঘাতে তারা শেষ পর্যন্ত বিলুপ্ত হয়...

টাকাও গেছে, পাসপোর্টও গেছে- শুধু মালয়েশিয়া যাওয়া হয়নি

মালয়েশিয়া প্রবাসী আলমগীরের ইচ্ছে ছিলো ছোট ভাইকে মালয়েশিয়ায় আনবে৷এতে হয়তো ছোট ভাই সুখে থাকবে। সেই ইচ্ছে একটা সময় স্বপ্ন হয়ে যায় ছোট ভাই আবুল কালামের৷ ছোট ভাইকে মালয়েশিয়ায় আনার জন্য আলমগীর দারস্থ হয় বাসেদ নামের এক বাংলাদেশীর৷মালয়েশিয়াতেই আলমগীরের পরিচয় হয় বাসেদের সাথে৷বাসেদ আবুল কালামকে মালয়েশিয়ায় এনে দেবে, চুক্তি হয় ২ লাখ ৭০ টাকার৷ মালয়েশিয়ায় আনার জন্য ২ মাস সময় নেয় বাসেদ। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রায় এক বছরেও আবুল কালামকে মালয়েশিয়াতে আনতে পারেনি বাসেদ৷ আলমগীরের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, চুক্তি সম্পন্ন হওয়ার পর বাসেদ আলমগীরকে ইসলামী ব্যাংকের নরসিংদী শাখার শাহনাজ পারভীন নামের একটি হিসাব নম্বর ও ঢাকায় ‘কে এম ইন্টারন্যাশনাল’ নামে নিজের অফিসের ঠিকানাতে পাসপোর্ট জমা দেয়ার কথা বলে৷প্রথম ধাপে শাহনাজ পারভীনের হিসাব নম্বরে ২০ হাজার টাকা ও অফিসে পাসপোর্ট জমা দেয় আবুল কালাম৷তার কিছুদিন পর স্বাস্থ্য পরীক্ষা করানোর পর আবার টাকা চায় বাসেদ৷ কথা মতো, ঐ একই ব্যাংক হিসাব নম্বরে আরও ২০ হাজার টাকা ও মালয়েশিয়ার একটি একাউন্টে ৩০০ (পাঁচ হাজা টাকা) রিঙ্গিত জমা দেয়। এসব কাজে আবুল কালাম অফিসে আসা-যা...